ASTROLOGY

মিথুন রাশি ২০২৫/Gemini Horoscope 2025


 মিথুন রাশি ইংরেজি নতুন বছর ২০২৫ সাল আপনাদের কেমন যাবে 

২০২৫ সাল কয়েকটি দিক আপনাদের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে। যে বিষয়গুলো নিশ্চিত ২০২৫ সালে আপনার জীবনে ঘটতে চলেছে। সব থেকে বেশি আপনারা ভালো ফলাফল পাবেন 2025 সালের মাঝামাঝি থেকে। আপনার নিরন্তন প্রয়াস সফলতার মুখ দেখতে চলেছে। ২০২৫ সাল আপনাদের কাছে একটি স্মরণীয় সাল হতে পারে। 


এই প্রতিবেদনে কয়েকটি মাস ভিত্তিক আলোচনা করব।                        প্রতিক ছবি
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত

যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এই যোগাযোগ বৃদ্ধি যে কোন ক্ষেত্রে হতে পারে। কর্মের যগাযোগ বৃদ্ধি হতে পারে অথবা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা রাখছেন এই ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা বিদেশে থাকেন পরিবারের মধ্যেও আসতে দেখা যাবে। ভালো যোগাযোগ আসতে চলেছে আপনাদের পরিবারের জন্য সেটা হতে পারে কোন রকম মাঙ্গলিক কাজ অথবা আপনারা যারা কোন রকম ঘর কিনতে চাইছেন ভালো যোগাযোগ আসছে। 

আপনারা যারা বড় ঋণ নিতে চাইছেন এই সময়কালের মধ্যে আপনারা চেষ্টা রাখতে পারেন। পরিবারের যে কোন ওরকম সম্পত্তি রক্ষণাবেক্ষণ অথবা সংস্কারণ করতে দেখা যাবে। আপনারা এই সময়ের মধ্যে কোনরকম সমস্যায় পড়লে আপনার গুরুজনের কাছ থেকে পরামর্শ নেবেন। যে কোন রকম সমস্যা আপনাকে ব্যথিত করতে পারবে না কারণ আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। যে যোগাযোগ বৃদ্ধি আপনাদের জন্য আসছে কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছে। কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন যথেষ্ট আত্মবিশ্বাস আপনাদের মধ্যে থাকবে। হঠাৎ করে কর্মস্থানে বেতন বৃদ্ধি পরিবর্তন এগুলো আমরা দেখতে পাবো। 
                                                        প্রতিক ছবি 
২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত 
কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট ব্যাপকতা দেখতে পাওয়া যাচ্ছে। ছোট বড় যে কোন রকমই কর্ম ক্ষেত্র আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। যে কনো রকম পরিকল্পনা কর্মের মধ্যে দিয়ে প্রকাশিত করতে পারবেন। আপনার নিজের দক্ষতায় জনসংযোগ তৈরি করতে পারবেন যাহাই কর্মের মধ্যে আছেন।

 কর্মক্ষেত্রের মধ্যে স্থান পরিবর্তন যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। শুধু স্থান পরিবর্তন নয় উচ্চতর পোস্ট আপনি পাচ্ছেন। আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন নিশ্চিত সেই সুযোগটা আপনাদের চলে আসছে। আপনারা যারা পরিবারের মধ্যে কোনরকম ব্যবসা শুরু করবেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। এছাড়াও আপনারা নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন। এই সময়ের মধ্যে যে ইচ্ছা গুলো পূরণ হতে চলেছে আপনার গাড়ি অথবা বাড়ি । 

যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন আপনাকে সেই কর্মক্ষেত্র অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই সময় আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন উপরের দিকে উঠে আসতে পারেন। শুধু আপনার কর্ম নয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারেরও যথেষ্ট ভালো কর্মের যোগ আছে। আপনারা যারা অবিবাহিত বিবাহ করার জন্য মনের মধ্যে চিন্তা নিয়ে চলছেন যেখানে কর্মরত আছেন কারো সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠতে পারে এবং সেটি বিবাহ বন্ধনের দিকে ইঙ্গিত করছে।                                          প্রতিক ছবি 
২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত 
যে কোন বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন যথেষ্ট গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নিতে দেখা যাবে। আপনি যদি কর্মের বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নিতে চান অথবা বিবাহিত জীবনে কোন রকম সিদ্ধান্ত নিতে চান সেটি হয়ে যাবে। এই সময়কালের মধ্যে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন যথেষ্ট ভালো সময় শুরু করতে পারেন।

 আপনার জীবনে কোনরকম (ভালোবাসা) সঙ্গী আসতে চলেছে। যার সঙ্গে আপনার মনের মিল যথেষ্ট খুঁজে পাবেন। অবিবাহিত যারা আছেন ভালো ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসবে। একটি নতুন করে জীবন শুরু করতে চলেছেন। আপনারা যারা কোনক্রমে দিশাহারা হয়ে পড়েছিলেন এই সময়টা মানসিকভাবে আপনার মধ্যে দৃঢ়তা আসবে। তবে একটি বিষয় মনে রাখবেন এই সময় যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন দুইবার নয় তিনবার ভেবে দেখার চেষ্টা করবে। 

কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয়ে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে। বিশেষ করে যে দিকটা বেশি ইঙ্গিত করছে, কর্মক্ষেত্রের দিকে। কোন একটি ভালো কর্ম আপনি ছেড়ে দিতে পারেন। যেকোনো রকম কর্মের দিক থেকে সুযোগ সুবিধা আসবে অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এই সময় কালের মধ্যে যারা ঋণ নেবেন উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা রাখবেন। আপনারা যারা পূর্বে ইনভেস্ট করেছেন সেখান থেকে ভালো অর্থ পাচ্ছেন এই সময়কালের মধ্যে। হঠাৎ করে আপনাদের জীবনে এমন উচ্চতা আসতে পারে।
 আপনার নামের ব্যক্তি আসতে পারে সেটা যথেষ্ট আপনাকে আনন্দিত দেবে।        প্রতিক ছবি 
২০২৫ আর নভেম্বর থেকে ডিসেম্বর মাস 
আর্থিক দিকটা যথেষ্ট ভালো। যেকোনো না যে কোন দিক থেকে অর্থ আপনার হাতে সর্বদা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারবেন। এই সময়ের মধ্যে আপনারা ভালো অর্থ জমাতে পারবেন। সমস্ত কিছু ক্ষেত্রে ভবিষ্যতের দিকে তাকিয়ে করতে দেখা যাবে। আপনার শত্রু থাকলে তারাও আপনার কাছে মাথা নত করবে। 

আপনি যে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন। যে কোনো রকম সমস্যায় প্রতিবেশী অথবা অপর ব্যক্তি আপনার সাহায্য চাইবে। আপনার মধ্যে যুক্তিপূর্ণ কথাবার্তা দেখতে পাওয়া যাবে। আপনারা যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। কর্মের মাধ্যমে যারা কিছু করতে চাইছেন অথবা নিজের দক্ষতায় সময়টা অবশ্যই আপনাদের ভালো। 
                                      ধন্যবাদ

সাধ ভক্ষণ পৌষ মাস ।। ১৪৩১ //2024 - 2025:Sadh Bhakhan


 সাধ ভক্ষণ পৌষ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2024 - 2025

সাধ ভক্ষণ হিন্দু সনাতন ধর্মে একটি ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান। গর্ভবতী নারীর গর্ভধারণের সাত মাস পূর্ণ হলে অষ্টম মাস অথবা নবম মাসে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় পসূতিকে ভালো কিছু খাওয়ানোর জন্য দিনটি করা হয়ে থাকে।
                                                  প্রতিকি ছবি
আপনারা পৌষ মাসে সাধ ভক্ষণ শুভ দিন দেখে যখন করছেন অবশ্যই শুভ সময় অনুসারে করবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন। শুভ দিনে, শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়।
                                        প্রতিকি ছবি 
পঞ্জিকা অনুসারে পৌষ মাসে যে কটি তারিখ পাওয়া যাচ্ছে আগে থেকেই আপনারা চয়ন করুন। কোন দিনটা আপনার ক্ষেত্রে সুবিধা জনক হবে সেই দিনে অবশ্যই শুভ তিথিতে সাধ ভক্ষণ করাবেন।
           প্রতিক ছবি 
পঞ্জিকা অনুসারে পৌষ মাসে প্রথম যে তারিখ আমরা পাচ্ছি ১৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ইংরেজি (2 January 2024) শুভ দিনটি হল বৃহস্পতিবার। শুভ তিথি: দুপুর ২:২১মিনিটের মধ্যে।
                                                  প্রতিক ছবি 
পরবর্তী পৌষ মাসের যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হল ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ইংরেজি (10 January 2024) শুভ দিনটি হল শুক্রবার। শুভ তিথি: ১:৩৬ মিনিটের পরে। 
আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনার মনস্কামনা পূর্ণ হোক ভগবানের কাছে এইটুকুই কামনা করি।


মেষ রাশি ২০২৫: Aries Horoscope 2025


 মেষ রাশি ২০২৫ সালে আমরা কি দেখতে পাব আপনাদের মধ্যে সেগুলো এই প্রতিবেদনে আলোচনা করব। এই ২০২৫ সাল আপনাদের জীবনে একটি নতুন অধ্যায় বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা ত্যাগ স্বীকার করবেন। আপনারা কেউ পেয়ে ত্যাগ স্বীকার করবেন আবার কেউ না পেয়ে দুঃখে ত্যাগ স্বীকার করবেন। আপনার মধ্যে যথেষ্ট আধ্যাত্মিকতা আমরা দেখতে পাবো। ভ্রমণ তীর্থস্থান এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট মনের মধ্যে ইচ্ছা তৈরি হবে। যথেষ্ট দান ধানের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন। আপনার মধ্যে ধার্মিকতা যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 

২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস 
অনেক ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। নিজের কর্ম ক্ষমতার ওপর যথেষ্ট আত্মবিশ্বাস আপনাদের থাকবে। দূর যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যেকোনো কাজ যদি আপনি মনোনিবেশ করেন তাহা সম্পন্ন করতে পারবেন। নতুন কর্ম প্রাপ্তির যোগ থাকছে। আপনারা যারা পরিবর্তন করতে চাইছিলেন কর্ম সেটিও হয়ে যাবে। নিজে নিজে কিছু করছেন সেটাও ভালো উন্নতি করতে চলেছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন কথার মাধ্যমে কিছু করেন যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছেন। 

আপনার নামে যথেষ্ট প্রসার বৃদ্ধি হবে। বহুমুখী কর্মের সুযোগ আপনাদের আসতে চলেছে। আপনি যে বিনিয়োগ গুলো করবেন সেগুলো সঠিক ক্ষেত্রেই বিনিয়োগ হবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে যথেষ্ট পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। উপযুক্ত ক্ষেত্র ছাড়া আপনারা পদক্ষেপ রাখবেন না আপনাদের মন মানসিকতা এই রকম থাকবে। যথেষ্ট অর্থ আপনারা সঞ্চয় করবেন পরবর্তী ভবিষ্যতের জন্য। আপনাদের ইচ্ছা শক্তি যথেষ্ট মাত্রায় দেখতে পাবো এই সময়কালের মধ্যে। পূর্বের ঋণ আপনারা কিছু কিছু হলেও দিতে পারবেন এই সময়। আপনার সফলতার ক্ষেত্রে কোন রকম বাধা আসবে না আর বাধা এলেও তা কিভাবে সরাতে হয় সেটি ভালোভাবেই আপনারা অনুধাবন করতে পারবেন। 


২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস 
যথেষ্ট আপনাদের মধ্যে ধার্মিকতা বিষয়টা শুরু হল। কিছুটা সময় আপনাদের মধ্যে পরিবার ছেড়ে কোন ধর্মীয় স্থানে থাকার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার মন মানসিকতা মনের মধ্যে জেগে উঠবে (জন্ম কুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুসারে)। ধর্মীয় বাণীর মধ্যে যথেষ্ট আপনি লিপ্ত থাকবেন। আপনার বাণীর মধ্যেও ধার্মিক কথাবার্তা দেখতে পাবো। দূর যোগাযোগ হবে আপনার উপদেশ শোনার জন্য দূর থেকে আপনাকে যোগাযোগ করতে পারে। নীতিগত দিকগুলি যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। 

২০২৫ জুন মাস থেকে নভেম্বর মাস 
যেকোনো কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনার আসবে। আপনারা যতক্ষণ কোন কাজ সম্পন্ন করতে পারছেন মনের মধ্যে সেই কাজটা নিয়েই ভাবতে শুরু করবেন। আপনাদের কাজের দক্ষতা বৃদ্ধি হবে। দূর যোগাযোগ মাধ্যম বৃদ্ধি হচ্ছে যেটা আপনাদের কর্মকান্ড ছড়িয়ে যাবে। প্রত্যেকের প্রতি আপনার দায়িত্ব যথার্থ পালন করবেন। সমস্ত ক্ষেত্রেই একটি বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে চলেছেন। বিবাহ হবার যোগ থাকছে এছাড়াও নতুন ব্যবসা শুরু করবেন সেটিও ভালো। আপনার চিন্তা শক্তি একটি অন্য মাত্রায় এই সময় দেখতে পাওয়া যাবে। আপনারা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলবেন। যে কাজের মধ্যে আপনি হাত রাখবেন সেখানেই কিছু না কিছু পেতে চলেছেন। ভালো কিছু আপনাদের জীবনে হঠাৎ করেই ঘটতে চলেছে এই সময়কালের মধ্যে। জীবনের একটি অন্য পর্যায়ে আপনারা যাচ্ছেন। 


২০২৫ নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 
পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। পারিবারিক ভূমি সংস্কার নতুন কিছু করার ভাবনা মনের মধ্যে যথেষ্ট বাসনা থাকবে। কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকছে। এই সময় আপনারা পারিবারিক ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলি একটু বিবেচনা করে নেওয়ার চেষ্টা রাখবেন। 

২০২৫ সাল শরীর-স্বাস্থ্য আপনাদের ভালই থাকবে। আপনাদের মধ্যে কোন রকম সমস্যা চেপে রাখার চিন্তাভাবনা বেশি থাকবে তাই চেপে না রেখে ডাক্তারি পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো। আপনারা যথেষ্ট সুযোগ পাবেন। পড়াশোনা করতে করতেই কোনরকম আপনাদের সুযোগ আসতে চলেছে এই ২০২৫ সাল। 


ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ভাঙন ধরাতে পারে। যদি সত্যিই আপনি ভালবাসেন তাহলে অবশ্যই পরের কথায় বিশ্বাস করবেন না। বিবাহিত জীবন বছরের মাঝামাঝি থেকে যথেষ্ট ভালো আপনাদের মধ্যে ভালোবাসা দেখতে পাওয়া যাবে। এছাড়াও এই ২০২৫ সালের আপনার স্ত্রী কোনরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন ভালো কিছু ফল করতে চলেছেন। ব্যবসা পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। নতুন শুরু করবেন ভাবছেন সেটিও আপনারা করতে পারেন। আপনারা যারা পরিষেবামূলক কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তাহলে 2025 সাল আপনারা দিক থেকে একটি ইতিবাচক দিক বলা যেতে পারে।নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আপনারা অনেক কিছু করতে চলেছেন যার ফলে ভাগ্যের সহতাও আপনি পেতে চলেছেন।https://www.astrologypred.in/2024/12/aries-january-2025.html
                                                ধন্যবাদ

কুম্ভ রাশি ২০২৫: Aquarius ♒ 2025


 কুম্ভ রাশি, হাতের লক্ষ্মী পায়ে ফেলবেন না। কথাটা শুনে নিশ্চয়ই খারাপ লাগছে, তবে বাস্তবিক জীবনে যখন আপনার সঙ্গে এই রকম কিছু ঘটবে তখন অবশ্যই আমার কথা মনে পড়বে। এই ২০২৫ সালে আপনাদের যেমন উত্থান দেখব তেমন আপনাদের মতনও দেখতে পাওয়া যাচ্ছে। 

জ্যোতিষ শাস্ত্র মনে রাখবেন পূর্ব থেকে কিছু আপনাকে অবগত করা। এই কারণেই ২০২৫ সালের কিছু বিষয়ে এই প্রতিবেদনে আপনাকে অবগত করাবো। কারণ এই ২০২৫ সালে গ্রহের যে অবস্থান আপনার কর্মকাণ্ড একটি গল্পের মতন হতে চলেছে। 


প্রথমে কয়েকটি বিষয় আপনাদের একটু অবগত রাখব 

ভৌতিক সুখ থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন। আপনার মধ্যে ছন্দহীন জীবন যাপন করতে দেখা যাবে। আপনারা নয় কে হয় করে দেখাবেন অর্থাৎ সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখাবেন। নতুন সম্পর্কের সঙ্গে আনন্দে মেতে থাকবেন। আর এই সম্পর্ক হেতু যথেষ্ট আর্থিক ব্যয় করবেন। ব্যবসা অথবা যে কাজের মধ্যে আপনি রয়েছেন সেই কাজ ঠিক সময়ে অর্ডার আপনি দেবেন না দেরি করবেন। 


কাজের মধ্যে অনীহা হবে। আপনার মধ্যে উদাসীন ভাব যথেষ্ট দেখতে পাওয়া যাবে। কারণ এই ২০২৫ সালে প্রথম দিকটা সমস্ত কিছুই আপনারা হাতে পাচ্ছেন সমস্ত সুখ বৈভব আপনি পাবেন। যার কারণে আপনার মধ্যে মনে হতে পারে জীবনের সমস্ত কিছু পাওয়া কোন ব্যাপারই নয় সমস্ত কিছুই তুচ্ছ বলে মনে হবে। আপনার মধ্যে সুরা-পান করার প্রবণতা দেখতে পাওয়া যাবে।

মাস ভিত্তিক চারটি পর্যায়ে আলোচনা করব
২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস 

পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন। মনের মধ্যে ধৈর্য থাকবে কোন বিষয়ে আগ্রহ তৈরি হবে। যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন। কর্মকেন্দ্রিক মন মানসিকতা অবশ্যই থাকবে। পারিবারিক কিছু সম্পত্তির সংস্কার অথবা বিক্রি করার প্রবণতা থাকবে। সমস্ত দিক থেকে কিছু অর্থ ইনকাম করা যায় কিনা মনের মধ্যে ভাবটা চিন্তায় এরকম থাকবে। সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন যথেষ্ঠ নিজের নামের আধিপত্য বিস্তার করতে পারবেন। 


আপনি উপরের সাড়িতে উঠে আসতে চলেছেন। আপনার মধ্যে শিল্পকলা সেটি প্রকাশিত অবশ্যই হতে চলেছে। যার উপরে আপনি পারদর্শী সেটা কি আপনি হাতিয়ার করে সামনের দিকে এগিয়ে যাবার প্রবল আকাঙ্ক্ষা থাকবে। বৈবাহিক সম্পর্ক কিছুটা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। 

কারণ আপনি যে মন মানসিকতা নিয়ে চলবে আপনার বিপরীত দিকে একটু অন্যরকম আপনি অনুভব করবেন। নতুন বিবাহের যোগাযোগ আসছে। আপনারা যারা নতুন করে ব্যবস শুরু করবেন সময়টাকে বেছে নিতে পারেন। যে কোন বিষয় না বুঝে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। যারা বিদেশে কাজে যাবেন ভাবছেন জমি বিক্রি করে অথবা যে কোন ক্ষেত্রে অর্থ জোগাড় করে বিদেশে যাবার প্রবণতা থাকবে। 

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস 
যে কোন না যে কোন উপায়ে সর্বদা অর্থ কাছে থাকবে। অর্থ বিনিয়োগ না করে কাছে রাখার প্রবণতা বেশি থাকবে। বাজার না বুঝে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। মনের মধ্যে জেদ নিয়ে যেকোনো কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে।

 খুব তাড়াতাড়ি কোনরকম সিদ্ধান্ত নিয়ে মাঙ্গলিক কাজ করতে দেখা যাবে। অন্য ব্যক্তিকে তো আপনি উপদেশ দেবেন কিন্তু সেই উপদেশ আপনি নিজে মানবেন না। আপনার কাছে মনে হতে পারে অর্থ থাকলেই সমস্ত কিছু হয়ে যাবে। প্রচুর মুনাফা লাভের আশায় শেষের দিকটা কথাও অর্থ বিনিয়োগ করতে দেখা যাবে।

২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
আপনার জীবনে কোন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবণতা যথেষ্ট থাকছে। কোন বিবাহ বিচ্ছেদ মহিলা (পুরুষ) ও আসার সম্ভাবনা থাকছে। আপনারা যারা পরিবার পরিকল্পনা করবেন ভাবছেন আপনার করতে পারেন। হঠাৎ করে কোথাও অর্থ আপনাদের আসতে চলেছে। জন্মকালীন কুণ্ডলী ভালো থাকলে ভাগ্য ক্রমে

 বড় অর্থ আপনারা পেতে পারেন। অনেক দিক থেকে আপনাদের আর্থিক ইনকাম বৃদ্ধি হচ্ছে। যে ক্ষেত্রেই চেষ্টা রাখবেন কিছু না কিছু আপনার প্রাপ্তি অবশ্যই হবে। দুর যোগাযোগ ও বৃদ্ধি হবে। এই সময়কালের শেষের দিকটা মনের মধ্যে অহংকার একটু দেখতে পাওয়া যাবে। যে জিনিসটা আপনার দরকার সেটিকে নিয়েই ছাড়বেন যতই অর্থ ব্যয় হোক না কেন। সমস্ত কিছু ভাবনা চিন্তার মধ্যে বড় বড় কিছু ভাবনা থাকবে।

 মনে হবে দান মারবো তো একটি বড় দান মারবো। সমস্ত দিকেই একটি চাহিদা থাকবে সেটা হতে পারে বৈবাহিক রিলেশন অথবা ভালোবাসার সম্পর্ক। এই চাহিদা হতে পারে অর্থ হতে পারে শারীরিক কিছু। বিজনেস ক্ষেত্রে মধ্যে মনোনিবেশ কম থাকবে।

 অন্যের কোথায় বেশি উৎসাহিত হয়ে বিপথে অথবা ভুল কাজ করে ফেলবেন। ভালো কাজের অর্ডার থাকলেও আপনার মনোনিবেশ কম থাকবে। আপনার মধ্যে মনে হবে খুব কম সময় দিয়ে বেশি অর্থ ইনকাম কিভাবে করা যায়। গুরুজনের প্রতি যতটা নম্রতা দেখতে পাওয়া যাবে না।

২০২৫ নভেম্বর থেকে ডিসেম্বর 
প্রচুর আর্থিক ঋণ করতে দেখা যাবে। যে কাজ করছেন সেই কাজে যতোটুকু না ফল পারছেন তার থেকে বেশি ইন্সট্রুমেন্ট কিনতে দেখা যাবে। এক উদ্দেশ্যে অর্থ নেবেন সেটি সেই উদ্দেশ্যে ব্যয় না করে কাছে রাখার প্রবণতা থাকবে। নিজে কি করতে পারেন সেটিকে লক্ষ্য না রেখে অযথা আর্থিক ব্যয়ের দিকে প্রবণতা দেখতে পাওয়া যাবে। পরিবারের জন্য আর্থিক ব্যয় যথেষ্ট দেখতে পাওয়া যাবে। 

কোনরকম বিনোদনমূলক জিনিস কিনতে দেখা যাবে সেটা গাড়ি থেকে অন্যান্য কিছু। এত কিছু করার পরেও মাস শেষ হতে হতে তখন মনে হবে আমার সবকিছুই চলে গেল। তখন ভগবানকে দোষ দিতে দেখা যাবে, নিজের ভাগ্যকে দোষ দিতে দেখা যাবে। 

এই কারণে আমি প্রথমেই শুরু করেছিলাম "হাতের লক্ষ্মী পায়ে ফেলবেন না"মনে রাখবেন জ্যোতিষ শাস্ত্র পূর্ব থেকে আপনাকে অবগত করা। সমস্ত কিছুই যে আপনার জীবনে ঘটবে তেমন নয়। এই প্রতিবেদন প্রেডিকশন হিসেবে নেয়ার চেষ্টা রাখবেন। নিজের জীবনের সঙ্গে ১০০% মিলিয়ে দেখবেন না। আর প্রতিবেদনে যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। 
                                              ধন্যবাদ



বৃশ্চিক রাশি ২০২৫: Scorpio Horoscope 2025


 "পরিস্থিতি বদলাতে সময় লাগে না"

এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ আজকের দিনে হয়তো আপনার তেমন দিনটা ভালো সময় নয়। এর মানে এই নয় যে পরবর্তী দিনগুলি আপনার ভালো যাবে না। 

কে বলতে পারে 2025 সাল আপনার জীবনে একটি নতুন অধ্যায় হতে পারে। বৃশ্চিক রাশি জানতে পারবেন এই প্রতিবেদনে ২০২৫ সাল আপনাদের কেমন যাবে। 

এই প্রতিবেদনে আমরা কয়েকটি মাস অনুসারে আলোচনা করব 

২০২৫ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত
আপনারা যে কোন পরিস্থিতিতে আছেন এই সময়কালের মধ্যে সেই পরিস্থিতি পুরোপুরি আপনার হাত থেকে চলে যাবে না। এক কথায় বলতে হলে আশার আলো কিছু থাকবে। মনে মনে যেগুলো হয়তো আশা নিয়ে আপনারা চলবেন ততটুকু না পেলেও কিছুটা আপনার পেতে পারেন।

 আপনারা যারা ব্যবসা করবেন এই সময় ভালো সময়। সব থেকে বড় বিষয় কি জানেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এই সময় আপনি আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। এই সহযোগিতা পাওয়ার কারণে মানসিক দিক থেকে আপনি যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে চলবেন।

 আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী যদি কোনরকম স্ব- প্রফেশনাল থাকে এই সময় যথেষ্ট ভালো সময় বলা যেতে পারে। এই একটি বিষয় অথবা একটি দিক থেকে মানসিক শান্তি যথেষ্ট আপনারা পাবেন। নতুন ব্যবসা যারা ভাবছেন শুরু করবেন চিন্তাভাবনা করতে পারেন।

২০২৫ এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত 
অনেকটা টেনশনমুক্ত আপনার হবেন। যেকোনো কাজের ক্ষেত্রে আবার নতুন করে ভাবটা চিন্তা মনের মধ্যে আসবে। আপনার চিন্তা ভাবনা গুলো সেগুলো বাস্তবিক ক্ষেত্রে কাজের মধ্যে প্রকাশিত হবে। আপনার মধ্যে শুধুই মনে হবে কিভাবে আর্থিক ইনকাম বৃদ্ধি করা যায় কিভাবে কাজের উন্নতি করা যায়। 

এই ধরনের ছোট ছোট কিছু বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তার মধ্যে মগ্ন থাকবেন। এই সময়কালের মধ্যে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এখান থেকে বিবাহের যোগ থাকছে। এই সময়কালের মধ্যে আপনার বিবাহ হলে আপনি কিন্তু আর্থিক লাভবান হবেন। আপনার সমস্ত চিন্তাভাবনা আপনার পার্টনারের মাধ্যমে প্রকাশিত হবে। 

এই সময়কালের মধ্যে মানসিকভাবে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনার চলবেন। আপনার মনে হতে পারে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা আপনার জীবন থেকে দূর হচ্ছে। এই যে পজেটিভ ভাবনা টা আপনার মনের মধ্যে আসবে, যার ফলে আপনারা সত্যিই অনেক কিছু করতে চলেছেন। 
২০২৫ জুন মাস থেকে অক্টোবর মাস 
এই সময়কালের মধ্যে আপনাদের আর্থিক যথেষ্ট শ্রীবৃদ্ধি হচ্ছে।যেকোনো বিষয় থেকে কিছু আপনারা লাভবান হচ্ছেন। এছাড়াও আপনারা যারা কোন রকম ভাবে লটারি কাটেন অথবা ইন্টারেস্ট রাখেন সেখান থেকেও ভালো রকম অর্থ আপনারা পেতে পারেন। 


দীর্ঘদিনের কোনোরকম জমি সংক্রান্ত সমস্যা চলছে সেটি দূর হতে পারে। আপনার মনের মধ্যে যে ইচ্ছা গুলো দীর্ঘদিন ছিল যেমন গাড়ি কেনা, নিজস্ব ঘর তৈরি করা অথবা কিছু মনের ইচ্ছা সেগুলো যথেষ্ট আমরা দেখতে পাবো এই সময়ের মধ্যে। তবে এই সময়ের মধ্যে যে বিষয়টা আপনাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হল আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। 

এই ক্ষেত্রে আপনার আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। সব থেকে বড় বিষয় হলো এই সময় আপনাদের দূর যোগাযোগ আসতে পারে কোথাও কাজের জন্য। যার ফলে এইরকম কোন সিচুয়েশনের মধ্যে যদি পড়েন একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে। আপনি মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু করবেন না বিদেশে কাজের জন্য যাবেন। এই সময়কালের মধ্যে যদি কিছু আপনি বিক্রি করেন সেটি অবশ্য বাজার মূল্য দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন। 

২০২৫ নভেম্বর থেকে ডিসেম্বর 
আপনার ভাগ্যের সহায়তা পাচ্ছেন। যে সমস্ত দুঃখ বেদনা আপনার মধ্যে ছিল তাহা এক মুহূর্তে দূর হচ্ছে। এতটাই আপনারা ভাগ্যের সহায়তা পেতে চলেছেন একটি বয়সের মধ্যে যদি থাকেন তাহলে পিছন দিকে আর ফিরে তাকাতে হবে না। আপনাদের ক্যারিয়ার ঊর্ধ্বমুখী বলা যেতে। 

মানসিকভাবে যথেষ্ট সন্তুষ্ট আপনি হবেন। বহু সুযোগ সুবিধা আপনার কাছে আসছে। এই সময় আপনার মনের মধ্যে যথেষ্ট উত্তেজনা আমরা দেখতে পাবো। পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পেতে চলেছেন। আপনার মধ্যে কি শিল্পকলা আছে এই সময় সেই শিল্পকলা প্রকাশিত হচ্ছে। যারা সন্তান নেবেন ভাবছেন পরিবার পরিকল্পনা করছেন এই সময়কালের মধ্যে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। সবদিক থেকেই আপনার একটি ভালো উজ্জ্বল বর্ণময় সময় নির্দেশ করছে। 

এই বছরের শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে আপনারা ব্যায়ামের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। আপনাদের মধ্যে একটু ওজন বেড়ে যাওয়া সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে অথবা মুখের সমস্যা হতে পারে। পড়াশোনা মধ্যে যারা আছেন অবশ্যই একটু যত্নবান আপনাকে হতে হবে কারণ জেনারেল পড়াশোনায় বছরের মাঝামাঝি অসমাপ্ত দেখাচ্ছে। 

সেই কারণেই আপনাকে একটু মনোযোগ রাখতে হবে। যে আপনাকে আত্মবিশ্বাস জোগাবে অর্থাৎ আপনার ভালবাসার সঙ্গী অথবা সঙ্গিনী তাকে কিন্তু অবহেলা করবেন না। আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসা দুই ক্ষেত্র অবশ্যই ভালো। বছরের মাঝামাঝি কোন কর্ম প্রাপ্তি হলে একটু আপনারা বাধার সম্মুখীন হতে পারেন। 

একটি কথা মনে রাখবেন আপনার জীবনে যাহাই সমস্যা থাকুক না কেন বছরের শেষ হতে না হতে সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হচ্ছে। 
এই ২০২৫ সালে আপনার মধ্যে যতটুকু কর্ম ক্ষমতা আছে ততটুকু প্রয়োগ করুন। কারণ এর ফল আপনি চোখের সামনে পাবেন । 

সেই কারণে আপনার মধ্যে যে পূর্ণ শক্তি আছে সেটি দিয়ে প্রয়াস রাখুন। "কারণ পরিস্থিতি বদলাতে সময় লাগে না" নিজের ইচ্ছাশক্তি এবং ভাগ্যের সহায়তা পেয়ে 2025 সালে আপনারা সফলতার শীর্ষে যেতে চলেছেন। আপনারা যা কিছু এই 2025 সালের পাবেন সেটি শেষের দিকটা। সবথেকে আপনাদের জীবনে একটি ইতিবাচক দিক হতে চলেছে। 
       ধন্যবাদ

ধনু রাশি 2025: Sagittarius New Year horoscope

নু রাশি ২০২৫: এই নতুন বছরে আপনাদের রাশিফল এ অনেক কিছু বিষয় উঠে আসছে। এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের সঠিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো। 


জানুয়ারি মাস থেকে মার্চ মাস 2025 
এই সময়ের মধ্যে কালে আপনারা যাহাই সমস্যায় থাকুন না কেন সেখান থেকে কিছু সমস্যার সমাধানের পথ পেতে চলেছেন। এই সময়কালের মধ্যে আপনারা বড় ঋণ পেতে পারেন এবং পূর্বের দেনাও মেটাতে পারেন। আপনাদের অবশ্যই এই সময়কালের মধ্যে একটু যোগ ব্যায়াম অথবা মেডিটেশনের মধ্যে থাকা খুবই দরকার। কর্মক্ষেত্রের মধ্যে শত্রু সৃষ্টি হলেও খুব সহজে শত্রুকে আপনি চুপ করে রাখতে পারবেন। 


কর্ম প্রাপ্তির যোগ আছে খুব ভালো রকমের বেতন না হলেও ছোটখাটো কর্ম প্রাপ্তি হতেই পারে। যেকোনো না যে কোন উপায় আপনার কাছে সর্বদা অর্থ থাকবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন ভালো কিছু করতে চলেছেন। আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেই শিল্পকলা প্রকাশিত হতে চলেছে। 



নিজের ইচ্ছাশক্তি অনুসারে আপনি নিজেকে চালিত করবেন। এরকম কর্মের মধ্যে যেকোনো রকম প্রতিবন্ধকতা আসুক না কেন তা আপনারা পরাস্ত করবেন। নিজের ওপরে আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে। এবং সেই কাজ পূর্ণমাত্রায় রূপ যতক্ষণ না দিতে পারবেন মনের মধ্যে অস্থিরতা থাকবে। 


এর জন্য যে কোন রকম ক্ষেত্রে আপনারা ত্যাগ স্বীকার করতে পারেন। এতটাই আপনার মধ্যে মানসিক শক্তি দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা আপনারা বিপর্যস্ত হতে পারেন। মায়ের শরীর শাস্ত্রের দিকে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। 


আপনারা এই সময়কালের মধ্যে মায়ের কিছু সম্পত্তি বা অর্থ আপনারা পেতে চলেছেন। পারিবারিক সম্পত্তি বিক্রি করে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনারা জীবনে যাই কিছু পান না কেন তবু মনে হবে আরেকটু বেশি হলে ভালো হতো। 

এপ্রিল মাস থেকে মে মাস 2025
পরিবারের ব্যক্তিবর্গ আপনাকে ভুল বুঝতে পারে। যে কোন বিষয়ে কাউকে বোঝাতে হলে অনেকটা সময় আপনাকে দিতে হবে। আপনার প্রিয়জন অথবা বন্ধুগণ আপনাকে সাহায্য করলেও তাদের মধ্যে সেই সাহায্যের কিছু আশা অবশ্যই রাখবে। 


পারিবারিক নানান কারণে একটু ব্যস্ত থাকবেন। কোনরকম ভূমি সংক্রান্ত সমস্যা থাকলে সেটি বিবাদ পূর্ণ পরিবেশে রূপান্তরিত হতে পারে। কেউ আপনাকে ভুল বুঝিয়ে অতিরিক্ত অর্থ আপনার ব্যয় করাতে পারে। এই সময়কালের মধ্যে কোন কিছু যদি কেনার মন মানসিকতা থাকে অবশ্যই ভালো করে বিষয়টি বুঝে তারপরে কেনার চেষ্টা রাখবেন। সেটা হতে পারে কোন রকম গাড়ি হতে পারে কোন রকম ভূমি। কিছুটা হলেও এই সময়ের মধ্যে মনের মধ্যে একটি বিচলিত ভাব দেখতে পাওয়া যাবে। 

জুন মাস থেকে অক্টোবর মাস 2025
গত মাসের সমস্যা থাকলেও সমস্যা সমাধানের পথ পেতে চলেছেন। যেমন পরিস্থিতিতে আপনি চলবেন সে রকম পরিস্থিতি অনুসারে নিজেকেও আপনি তৈরি রাখবেন বা করবেন। 


যে কোন রকম সমস্যার সমাধানের পথ আপনি অবশ্যই পারছেন। নতুন যারা ব্যবসা শুরু করবেন ভাবতে পারেন। আপনারা যারা অবিবাহিত আছেন এই সময়ে আপনাদের বিবাহের ভালো সম্ভাবনা থাকছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। এছাড়াও আপনার পার্টনার যদি কোন কর্ম ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন সে ক্ষেত্রে ভালো দিক আপনি আশা রাখতে পারেন। 


আপনারা বিবাহিত জীবন থেকে যথেষ্ট অনুপ্রেরণা পেতে চলেছেন। নিজের মধ্যে আরও ইচ্ছা শক্তি বেড়ে যাবে। বহুমুখী সুযোগ-সুবিধা আপনারা পেতে চলেছেন। যেকোনো কাজ আপনি যদি মনোনিবেশ করেন সেই কাজে কিছু না কিছু সফলতা অবশ্যই পাবেন। এই সময়টা অনেকটা আপনাদের দিক থেকে অনুকূল বলা যেতে পারে। 


যে কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন এই সময়ে ভাবতে পারেন। যাহাই সিদ্ধান্ত আপনি নেবেন পরিবারের যিনি বয়স্ক আছেন একবার কথা বলবেন। (এই সময়কালের মধ্যে থেকে শনি গ্রহ থেকে কিছু নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসতে পারে তাই শনি গ্রহের জন্য কোন প্রতিকার শুরু করবেন করবেন)।

নভেম্বর মাস থেকে ডিসেম্বর ,2025
আর্থিক কিছুটা লাভবান আপনারা হতে পারেন। কোন কিছু বিক্রি করলে ভালো অর্থ পেতে পারে। পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়া থেকে রক্ষা পাবেন। পারিবারিক কোনো রকম শুভ মাঙ্গলিক কাজ সেটি আপনারা সম্পন্ন করতে পারবেন। আপনারা যারা বিদেশে যাবেন ভাবছেন এই সময় যোগাযোগ বৃদ্ধি হবে এবং আমরা যাত্রা হবে শুভ। 


কোথাও যদি অর্থ পাওয়ার সম্ভবনা থাকে সেখান থেকে নিশ্চিত প্রাপ্তি যোগ থাকছে। পূর্বের যে সমস্ত ক্ষেত্রে আপনি আবেদন করেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে নতুন করে কিছু যোগাযোগ আসতে চলেছে। যেটা অবশ্যই আপনার অর্থ প্রাপ্তির দিকে বেশি টাই ইঙ্গিত করছে। এই সময় আপনার পিতা থাকলে পিতার সঙ্গে একটু আপনার মনোমালিন্য হতে পারে। 



তাই যে কাজ করবেন অথবা শুরু করবেন পিতার পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। যেমন নতুন যোগাযোগ আসবে সেটি অবশ্যই আপনারা যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করতে পারছেন ততক্ষণ হাল ছাড়বেন না। নতুন যোগাযোগ আসবে তেমনভাবে কেউ বাধা ও সৃষ্টি করতে পারে। সেই কারণে কাজ না হওয়া পর্যন্ত শেষ হাসি হাসবেন না। যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করছেন ততক্ষণ কিছু আশা রাখবেন না ।
                                           ধন্যবাদ

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology