সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ।
Astrology Tips & Solutions, সাধ ভক্ষণ, Hindu astrology, Vedic Astrology, Rashifal, Hindu festival, Astrology, Lottery, Bengali astrology, Horoscope, Ajker Rashifal, Astrology update, Astrology information, fortune telling, future prediction, astrology guidance, astrology reading, finance Astrology
ASTROLOGY
সাধ ভক্ষণ অগ্রহায়ণ মাস ।। ১৪৩১ //2024:Sadh Bhakhan
সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ।
Capricorn ♑ Horoscope 2025
মকর রাশি 2025 সাল, আপনাদের কেমন যাবে
Pisces ♓ Horoscope 2025
Taurus 2025 Horoscope Predictions
বৃষ রাশি//লগ্ন: বৃষ রাশি ২০২৫ সাল আপনার ছন্দময় গতিতে কতটা পরিবর্তন আসতে চলেছে সেটি জানতে চলেছেন। ২০২৫ সাল সবদিক থেকেই আপনারা একটি পজিটিভ অবস্থানে থাকছেন। গ্রহ সমষ্টি দ্বয় আপনার পক্ষেই থাকছে। নিত্যনতুন মনের মধ্যে ভাবনা-চিন্তা থাকবে। নতুন ধরনের কিছু করার প্রয়াস আপনাদের মধ্যে থাকবে। যে ক্ষেত্রেই থাকুন না কেন সেই ক্ষেত্রে একটি টুইস্ট আস্তে চলেছে।
Libra Horoscope 2025 Predictions
Virgo ।। 2025 Horoscope Predictions
কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন
কন্যা রাশি: (ফলের কথা না ভেবে কর্ম)ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী অবশ্যই আপনারা মনে রেখে চলবেন বা স্মরণ করে চলবেন। কারণ এই ২০২৫ সালে আপনাদের রন্ধে রন্ধে এই কথাটা সত্য হতে চলেছে। আপনারা যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন।
সেই কর্মের মধ্যে আপনি কিছুই অর্থ পাচ্ছেন না অথবা সামান্য অর্থ উপার্জন করেন। এই রকম কর্মের মধ্যে মনোনিবেশ করুন ছাড়বেন না ফলের কথা ভাববেন না। কারণ ২০২৫ সালে বছরের মাঝামাঝির পর থেকে আপনাদের অভূতপূর্ব পরিবর্তন কর্মের পাকাপাকি অবস্থান আসতে চলেছে।
আপনারা যাহাই কর্ম করুন অথবা যেখানেই কর্মরত থাকুন সেই কর্মের মধ্যে মনোনিবেশ রাখুন। এই ২০২৫ সালে আপনার তিনটি পর্যায়ে ভালো ফল পাচ্ছেন। জুন মাসের পর থেকে আপনাদের কর্মের মধ্যে স্থিতাবস্থা যেমন আসবে তেমনভাবে আর্থিক স্বচ্ছলতা আসবে। এই ২০২৫ সালে এমন ভাবে গ্রহের সারিবদ্ধ অবস্থান তৈরি হচ্ছে আপনাদের হঠাৎ আর্থিক দিকটাও প্রবলভাবে জেগে উঠছে।
আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন এই বছরে সেখান থেকে আপনাদের প্রাপ্তি যোগ হচ্ছে। লটারি থেকে নাও যদি আপনি অর্থ পান তাহলে ও আর্থিক সমৃদ্ধি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জীবনে আকস্মিকভাবে কিছু প্রাপ্তি যোগ প্রবল ভাবে তৈরি হচ্ছে। আপনারা যারা কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা নিয়ে মনের মধ্যে চলেন, আপনাদের অনুরোধ করবো বছরে 6 মাস কর্মের মধ্যে অথবা আপনার ক্যারিয়ারের মধ্যে মনোনিবেশ করুন। ফল আপনারা অবশ্যই পেতে চলেছেন ২০২৫ সালে।
কারন আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে যেকোনো রকম কাজ আপনি করতে পারবেন। এছাড়াও ভগবানের স্নেহের দৃষ্টি আপনার মধ্যে থাকছে। সেই কারণেই যে কোন কাজ আপনারা অনায়াসেই করতে পারবেন শুধু ফলের আশা না রেখে যদি কর্মের মধ্যে মনোনিবেশ করেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে তেমন কোন বড় ধরনের সমস্যা দেখাচ্ছেনা।
শুধু আপনার মধ্যে ফলের আশা বেশি থাকবে এই কারণেই অতিরিক্ত ফলের কারণে একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। পড়াশোনার মধ্যে যারা আছেন মধ্যশিক্ষা ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে দুই শিক্ষায় কিন্তু যথেষ্ট আপনাদের ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ইতিবাচক বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের অটুট থাকবে। এছাড়াও এই ২০২৫ সালে আপনাদের জীবনে কোন সঙ্গী অথবা সঙ্গিনি আসতে চলেছে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। আপনার পার্টনার ধর্মীয় চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট ব্যস্ত থাকবে।
আপনি সেই ধর্মীয় চিন্তাভাবনার মতাদর্শে ধাবিত হবেন। আপনারা যারা ব্যবসা করেন যথেষ্ট ভালো, যারা বড় ধরনের কিছু করেন আরো বহুমুখী আপনাদের সামনে পথ প্রশস্থ হচ্ছে। যারা বেকার আছেন বিজনেস শুরু করবেন ভাবছেন সেটি অবশ্যই আপনারা শুরু করতে পারেন। এই ২০২৫ সালে কর্ম আপনাদের নিশ্চিত সেটি বলা যেতে পারে।
এছাড়াও আপনারা যদি সব প্রফেশনালে থাকেন নিজে আপনি প্রমাণিত করতে পারবেন যোগ্য ব্যক্তি আপনি। আপনার নাম দূর দিগন্তে ছড়িয়ে যাবে। আপনি হবেন সবার সেরা। আপনারা যারা পূর্বে ঋণের জর্জরিত আছেন মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে চলছিলেন কিভাবে আপনি সেই দিন পরিশোধ করবেন। ভগবান আপনাকে সেই ঋণ পরিশোধ করার পথ প্রশস্ত করে দেবে।
কর্মস্থান থেকে অতিরিক্ত অর্থ আপনি উপার্জন করবেন এবং তাহার দ্বারা আপনি ঋণ পরিশোধ করবেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে যে স্বপ্নগুলো ছিল কোনক্রমে সে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না। ২০২৫ সালে সেই রকম স্বপ্ন আপনার বাস্তবায়ন হতে চলেছে। আপনারা নিজের গাড়ি, বাড়ি সমস্ত কিছুই কিন্তু করতে চলেছেন।
আপনার জীবনে এতটাই উন্নতি হবে যেটা দেখে আপনি নিজেও কল্পনা করতে পারেননি। তবে আবারো একটি কথা বলে রাখি পূর্বে জেটি দিয়ে শুরু করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাণী সেটি অবশ্যই আপনারা মনে রাখবেন ফলের কথা না ভেবে কর্মের জন্য প্রয়াস করবেন। যদি আপনার জন্ম কুণ্ডলী খুব একটা খারাপ না থাকে তাহলে 2025 সালে আপনাকে যাহা দিয়ে যাবে আর সারা জীবন চিন্তা করতে হবে না। আপনারা প্রচুর লাভবান হতে চলেছেন।
এই ২০২৫ সালের নভেম্বর মাস থেকে আপনি যাহা চাইছেন সেটি আপনার সামনে ঘটতে চলেছে বা হতে চলেছে। এই বছরে হঠাৎ করে আপনাদের কিছু একটা প্রাপ্তি হতে চলেছে নয় অর্থ নয় কর্ম। জীবনের একটি চরম উন্নতি যেটি আপনারা আশা করছিলেন সেটি ঘটতে চলেছে। পূর্বের সময় আপনার মধ্যে যে নেগেটিভ ভাবনা গুলো ছিল মনের মধ্যে সেই নেগেটিভ ভাবনা দূর হতে চলেছে।
এই ২০২৫ সালে তাই অবশ্যই আপনারা পজিটিভ ভাবনা নিয়ে চলুন সমস্ত পজেটিভ ভাবনা বাস্তবিক ক্ষেত্রে রূপ পেতে চলেছেন। এই ২০২৫ সালে নতুন নতুন কর্ম যেমন আপনারা পাচ্ছেন অনেক সুযোগ-সুবিধাও আপনার পেতে চলেছেন। আপনাদের কাছে কর্মের চয়েস থাকবে অর্থাৎ কোন কর্ম আপনি করবেন তার উপর নির্ভর করছে।
https://www.astrologypred.in/2025/01/virgo-2025.html
শনি গ্রহ কখন খারাপ ফল দেয় (astrological analysis)
Featured Post
How to Identify an Intelligent Child: According to Astrology
How to Identify an Intelligent Child: According to Astrology

-
সাধ ভক্ষণ মাঘ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2025 হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ বিষয়টি আপনারা কম বেশি অনেকেই জানেন। গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে সন্তান ...
-
সাধ ভক্ষণ চৈত্র মাস ১৪৩১ বঙ্গাব্দ।।2025 সাল। শুভ তারিখ ও শুভ সময়সূচী জেনে রাখুন। 🧚🧚🧚 হিন্দু সনাতন ধর্মে দীর্ঘদিন ধরে একটি প্রথা চলে ...
-
সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ। এই অগ্রাহায়ন মাস ইংরাজি মাস যে সময়ের মধ্যে থাকছে (17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর ২০২৪) হিন্দু সনাতন ...