ASTROLOGY

সাধ ভক্ষণ অগ্রহায়ণ মাস ।। ১৪৩১ //2024:Sadh Bhakhan


 সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ। 

এই অগ্রাহায়ন মাস ইংরাজি মাস যে সময়ের মধ্যে থাকছে (17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর ২০২৪)
হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ নামে একটি প্রথা চলে আসছে আপনার নিশ্চয়ই কম বেশি জানেন। মা ও সন্তানের সুস্বাস্থ্যের কামনায় এটি করা হয়ে থাকে। আপনারা হিন্দু সনাতন ধর্ম যারা মেনে চলেন বিশ্বের যে কোন প্রান্তেই আপনি থাকুন। সাধ ভক্ষণ যখন করাবেন মনস্থির করেছেন। আপনারা অবশ্যই শুভ তারিখ এবং শুভ তিথিতে করার চেষ্টা রাখবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। 
আপনারা এই অগ্রাহায়ন মাসে ১৪৩১ বঙ্গাব্দ পঞ্জিকা অনুসারে যে কটি তারিখ পাচ্ছেন। সেই তারিখটি আপনি জেনে রাখুন এবং যে তারিখ আপনার সুবিধা হবে সেই অনুসারে আপনারা কার্যসম্পন্ন করুন। এতে আপনি মানসিক দিক থেকে সন্তুষ্টি পাবেন। 
পঞ্জিকা অনুসারে এই অগ্রাহায়নমাসে আমরা প্রথম যে তারিখ আমরা পাচ্ছি। 
*১৬ অগ্রাহায়ন ১৪৩১ বঙ্গাব্দ ইংরাজি (2 December 2024) শুভ দিনটি হল সোমবার। শুভ তিথি অর্থাৎ যে সময়ের মধ্যে আপনি সাধ ভক্ষণ করাবেন। দুপুর ৪:৭ মিনিটের মধ্যে (তবে একটি কথা মনে রাখবেন শুভ কাজ যেহেতু দুপুর ১২:০০ আগেই সম্পন্ন করার চেষ্টা রাখবেন)
*এই অগ্রহায়ণ মাসে পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ আমরা দেখতে পাচ্ছি।২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 6 December 2024) শুভ দিনটি হল শুক্রবার। এই দিনে আপনারা শুভ তিথি পাবেন সকাল ৮: ৪৯ মিনিটের মধ্যে। এরপরে আবার সময় পাবেন আপনারা দুপুর ১:২৪ মিনিট পরে।(আবারও একটি কথা বলে রাখি শুভ কাজ দুপুর ১২:০০ মিনিট আগেই সম্পন্ন করার চেষ্টা রাখবেন)
*এরপরে তথা পঞ্জিকা অনুসারে যে তারিখ আমরা দেখতে পাচ্ছি। ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ (ইংরাজি 11 December 2024) শুভ দিনটি হল বুধবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে মূল পর্বটি সারবেন বা শুভ অতিথি সেটি হল, সকাল ৮: 15 এর মধ্যে।
আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনাদের মনস্কামনা পূর্ণ হোক ভগবানের কাছে এটুকুই কামনা করি। 
এই প্রতিবেদন যদি আপনার কার্যকারী হয়ে থাকে, আপনাকে অনুরোধ করব অবশ্যই ফলো করে রাখুন।
                                                                ধন্যবাদ


Capricorn ♑ Horoscope 2025


 মকর রাশি 2025 সাল, আপনাদের কেমন যাবে 

এই ২০২৫ সালে মকর রাশি আপনারা যারা আছেন অনেকগুলি পর্যায় ফল পেতে চলেছেন। প্রত্যেকটা পর্যায়ে ক্রমানুসারে এই প্রতিবেদনে আমি আলোচনা করব। 
এই মুহূর্তে গ্রহের যে অবস্থান আছে মকর রাশি আপনাদের রাশি অনুসারে। এই অবস্থানটা আপনারা ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত পাচ্ছেন। এই অবস্থায় আপনারা মানসিকভাবে মনের মধ্যে পজেটিভ এনার্জি রাখুন। কারণ গ্রহের যে অবস্থান আছে এপ্রিল মাস পর্যন্ত আপনি অনেক ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন বা কিছু করে দেখাতে পারেন। আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনি একটি বিষয়ে বুঝতে পারবেন এই এপ্রিল মাস পর্যন্ত। মনে মনে যেটি আপনি করবেন ভাববেন সেটি করেই ছাড়বেন এইরকম মন মানসিকতা আপনার মধ্যে থাকছে। নিজের ওপরে যথেষ্ট আস্থা থাকবে তাই যে কোন কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখতে পারেন। আপনি যাহাই চেষ্টা করুন না কেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু আপনাদের জীবনে আসতে চলেছে। দীর্ঘদিনের মনের কোন পরিকল্পনা সেটি বাস্তবায়ন হতে চলেছে এপ্রিল 2025 মাসের মধ্যে একটি ভালো ফল আপনারা পাবেন। যেকোনো কাজের মধ্যে নিজের ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে তাই আপনি নিজেকে নিজেই পরিচালনা করবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটি বোঝার ক্ষমতা আপনার যথেষ্ট থাকবে। অনেক বিষয়ে আপনারা অনেক দায়িত্ববান পরিচয় দেবেন। অনেক ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ বাণী দেখতে পাওয়া যাচ্ছে এবং সমস্ত বিষয়ে হিসাব-নিকাশ করে চলতে দেখা যাবে। যেখানে কোনরকম ক্ষেত্রে সন্দেহ আছে সেই সমস্ত ক্ষেত্র থেকে নিজেকে আপনি সরিয়ে আনবেন। এইরকম আপনার মধ্যে মন মানসিকতা চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 
বছরের শুরু থেকে এপ্রিল মাস 2025
এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এপ্রিল মাস থেকে মে মাস 2025 পর্যন্ত। আপনার চিন্তাভাবনা বা আপনার কলা কৌশলী শিল্পকলা আপনার চোখে মুখে ফুটে উঠবে। এই সময়কালের মধ্যে আপনারা যারা অনলাইন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চাইছেন। নিজের মধ্যে কি আছে, সেটি প্রেজেন্টেশন করতে চাইছেন যথেষ্ট ভালো সময় শুরু করতে পারেন। যে ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেই ক্ষেত্রে অগ্রগতি রাখুন তার পরবর্তী ক্ষেত্রে পথ প্রশস্ত হবেই হবে। 

জুন মাস থেকে অক্টোবর মাস 2025
এর পরবর্তী ক্ষেত্রে জুন মাস 2025 থেকে অক্টোবর ২০২৫ সাল। এই সময়টা আপনাকে সমস্ত বিষয়ে ভেবে চিনতে পদক্ষেপ রাখতে হবে। এই সময়কালের মধ্যে আপনারা বড় ঋণ পাবেন তবে সেটি উপযুক্ত ক্ষেত্রে তো কাজে লাগাতে হবে তাহলেই তো আপনি কিছু করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনি যাহাই প্রচেষ্টা রাখুন না কেন অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ রাখতে হবে। আপনার শত্রু থাকলে শত্রু থেকে যথেষ্ট বিব্রত হতে হবে। আপনার যে সমস্ত চিন্তা ভাবনা গুলো থাকবে সেগুলো অনেকটা সুদূরপ্রসারী চিন্তাভাবনা। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কাছে যে অর্থ আছে বা আপনি যেটি করতে পারবেন তার উপরে ভরসা রেখে অগ্রগতি রাখবেন। কথার ওপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে অযথা যাতে অর্থ ব্যয় না হয় তার উপরেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। 

নভেম্বর মাস থেকে ডিসেম্বর 2025
নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 2025 সাল। এই সময়টা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক সময় বলা যেতে পারে। আপনার জীবনে একটি বড় কিছু প্রাপ্তি হতে চলেছে। আপনারা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছেন এই সময়কালটা বেছে নিতে পারেন। নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন এই সময়কালটা বেছে নিতে পারেন। এই সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্ত ক্ষেত্রেই আপনি একটি ভালো পদক্ষেপ রাখতে চলেছেন। জীবনের সময় ওঠা নামা অবশ্যই করে তবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের সার্বিক উন্নতি বলা যেতে পারে। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট বাড়বে। আপনার সমস্ত চেষ্টা সফল হবে এই সময়কালের মধ্যে। 
                 * * * * * * * * * * * * * *
শরীর স্বাস্থ্য ২০২৫ সাল আপনাদের ভালোই যাবে তবে কোন রকম সমস্যা হলে ইগনোর করবেন না ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। ভালোবাসা সম্পর্ক আপনাদের ভালো সব থেকে বড় বিষয় হলো আপনারা এপ্রিল মাস 2025 সালের মধ্যে ভালবাসার প্রস্তাব পেতে চলেছেন। আর এই প্রস্তাব টা আপনার জীবনে বিবাহের দিকে ইঙ্গিত করছে। পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভাল সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন মধ্যশিক্ষা ক্ষেত্রে প্রয়াস অবশ্যই রাখুন। উচ্চ শিক্ষাক্ষেত্রে যারা আছেন ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেয়ে যাবেন যে সমস্ত বাধা পূর্বে আসছিল সে রকম বাধা দূর হতে চলেছে। বিবাহিত জীবন একটু সমস্যা হতে পারে তবে নভেম্বর মাস থেকে আপনাদের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, রোমান্টিকতা সেগুলো দেখতে পাওয়া যাবে। ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন নতুন করে শুরু করতে পারেন। এই ২০২৫ সালে যথেষ্ট ঋণ আপনার পাবেন। আপনার ব্যবসা ক্ষেত্রের মধ্যে যথেষ্ট স্টক আপনি করে নিতে পারবেন। এই ২০২৫ সালে কর্ম আপনাদের অবশ্যই হবে তবে আপনি যেমন বেতন আশা করছিলেন বা আপনার যেমন কর্ম ক্ষমতা আছে সেই অনুসারে আপনি বেতন নাও পেতে পারেন। অথবা সেই অনুসারে কর্ম নাও পেতে পারে। এক কথায় বলতে হলে কিছুটা যোগ্যতা অনুসারে কর্ম ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। এই ২০২৫ সালে আর্থিক দিকটা অবশ্যই চিন্তা-ভাবন বিনিয়োগ করবেন। অর্থের বিষয়টা অবশ্যই চিন্তা ভাবনা করে ব্যয় করবেন বা যে কোন ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখুন না কেন। 
          ধন্যবাদ

Pisces ♓ Horoscope 2025

মীন রাশি//লগ্নের আপনি যদি হয়ে থাকেন, তাহলে আপনি এই প্রতিবেদনে জানতে পারবেন 2025 আপনাদের জীবন কেমন হতে পারে। কোন ক্ষেত্রে আপনি আশা রাখবেন অথবা কোন ক্ষেত্র থেকে আপনার উন্নতি হতে চলেছে। আপনারা জানতে পারবেন 2025 সাল আপনার জীবনে কতটুকু উন্নতি নিয়ে আসবে। 


মীন রাশি আপনারা এই মুহূর্তে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে আছেন। ২০২৫ সালেও আপনারা শনি সাড়ে সাতির মধ্যে থাকবেন এবং মধ্যচরনে থাকবেন। ২০২৫ সাল এপ্রিল মাস পর্যন্ত গ্রহের যে অবস্থান থাকবে আপনাদের মীন রাশি অথবা লগ্ন অনুসারে। একটি কথা বলে রাখি আপনারা প্রয়াস করুন চেষ্টা রাখুন আপনি যাহাই করছেন তার মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। আপনি এমন ক্ষেত্রে মধ্যে আছেন যেখানে কোন অর্থ পাচ্ছেন না তাহলেও সেই কাজের মধ্যে আপনি লেগে থাকুন। 


কারণ ২০২৫ সাল আপনাদের জীবনে এই যে লেগে থাকা বা পড়ে থাকা বিষয়টা যথেষ্ট উন্নতি নিয়ে আসবে। এই কারণেই আপনারা অবশ্যই কোন কিছু ক্ষেত্রে মননিবেশ করুন যে ক্ষেত্রটা কে অবলম্বন করে আপনি পরবর্তী আপনার ভবিষ্যৎ কে নিয়ে যাবেন। এপ্রিল মাস পর্যন্ত আপনার চেষ্টায় যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে আপনি মনোনিবেশ করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু ফল পেতে চলেছেন। আপনারা যারা নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী আছেন চিন্তা করেন তাহলে অবশ্যই এপ্রিল মাস পর্যন্ত সেই দিকেই আপনি নিজেকে নিয়োজিত রাখুন।


এছাড়াও আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেই শিল্পকলা সত্তাকে আপনি জাগিয়ে তুলুন এপ্রিল মাস পর্যন্ত আপনার মধ্যে প্রয়াস রাখুন। এই ২০২৫ সালে শনি গ্রহ কিছুটা বিব্রত আপনাদের করতে পারে। সে কারণে অবশ্যই আপনারা পুরো বছরটা শরীর স্বাস্থ্যের উপরে যত্ন নেবেন। এমন কোন ক্ষেত্রে মধ্যে আপনার নিয়োজিত হতে চাইছেন যেখানে প্রচুর অর্থ লাগে তাহলে অবশ্যই সেই বিষয়টা ভালো করে জেনে বুঝে পদক্ষেপ রাখবেন। এমন কোন ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন যেখানে নিশ্চিত সেখানে অর্থ আপনি পাবেন। কারণ অর্থ যদি আপনি ঋণ নেন সেই ঋণ তো আপনাকে পরিশোধ করতে হবেই। 


সেই দিকে অবশ্যই মনোযোগ রেখে বিনিয়োগ করবেন। 2025 জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত খুব সতর্কতার সহিত আপনাকে পদক্ষেপ রাখতে হবে। যে কোন বিষয়ে আপনি খুব সতর্কতার অবলম্বন করে কাজ করবেন। কারণ এই সময় না জেনে বুঝে অর্থ বিনিয়োগ করলে সে অর্থ আপনি নাও ফেরত পেতে পারেন। আপনার অযথা কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। সেই কারণেই মনের মধ্যে অতিরিক্ত লোভ নিয়ে কোন রকম পদক্ষেপ রাখবেন না। 


আপনারা ২০২৫ সালে এপ্রিল মাসের মধ্যে সমস্ত কিছু প্রয়াস রাখবেন। এই জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার ভাবনা চিন্তা রাখবেন। এই সময় অবশ্যই পারিবারিক দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন। এই সময় আপনারা হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে কোন রকম কিছু বিক্রি করতে যাবেন না। এই সময় কালের মধ্যে কেউ আপনাকে প্রলোভন দেখাতে পারে। সেই কারণেই আপনারা বাস্তব মাটিতে দাঁড়িয়ে ভাব চিন্তা রাখবেন। 


এই ২০২৫ সালে বছরের শেষার্ধে অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে। আপনারা শুধু একটি বিষয় খেয়াল রেখে চলবেন ২০২৫ সালের জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাকে সতর্কতার সহিত চলতে হবে। বছরের শেষে সবকিছুই আপনার পক্ষে হতে চলেছে। আপনি মানসিকভাবে যথেষ্ট চিন্তা-ভাবনা নিয়ে চলবেন।
 আপনারা যতই শনি গ্রহের সাড়ে সাতি এর মধ্য চরণে থাকুন না কেন। এই বছরের শেষার্ধে যথেষ্ট উন্নতি আপনাদের জীবনে হতে চলেছে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনারা যারা কর্মের জন্য মনের মধ্যে টেনশন নিয়ে চলছিলেন কর্ম প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে ২০২৫ সালে।


এই ২০২৫ সালে আপনাদের শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। সেই কারণেই কোনরকম শারীরিক সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন খুবই ভালো। এপ্রিল মাস পর্যন্ত উচ্চ শিক্ষাক্ষেত্রে মধ্যে একটি ভালো ফল করতে চলেছেন।


 আপনি ভালো ক্ষেত্রে সুযোগ পেতে চলেছেন। সেই কারণেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। কারণ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে ২০২৫ সালের নভেম্বর মাসের দিক থেকে। সেই কারণে একটু ধৈর্য রেখে আপনাকে চেষ্টা রাখতেই হবে। ভালোবাসার সম্পর্ক ভালো বলা যেতে পারে। এছাড়াও আপনারা যারা অবিবাহিত আছেন ২০২৫ সল কোন ভালোবাসার সাথী আস্তে চলেছে। আপনারা যারা বিবাহিত আছেন এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সমস্যা হতে পারে তবে সেটা বড় ধরনের সমস্যা নয়। 


এই সময়টার মধ্যে আপনারা নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন সম্পর্ক ভালো থাকবে। ব্যবসা যারা করেন উপযুক্ত ক্ষেত্রে জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন। যে ক্ষেত্রে আপনি নিশ্চিত মুনাফা অর্জন করবেন সেই ক্ষেত্রে বিনিয়োগ করবেন। তাহা না হলে অযথা বিনিয়োগ করে টেনশন নিয়ে দুশ্চিন্তাই পরে যাবেন। 


এই ২০২৫ সালে আর্থিক দিক থেকে বলতে হলে ওঠানামা অবশ্যই থাকবে। তবে একটি কথা বারংবার আমি আপনাদের যদি বলে আসছি জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন বিশেষ করে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ২০২৫ সাল। ২০২৫ সালে আপনারা যারা ঘর নিতে চাইছেন নতুন ঘর সেটি আপনার জীবনে হয়ে যাবে বা আপনারা যারা গৃহ প্রবেশ করতে চাইছেন সেটিও কিন্তু হয়ে যাবে। আপনারা যে কোন রকম সমস্যায় পড়লে পরিবার থেকে সহযোগিতা পাবেন। সেই কারণে মনের মধ্যে ভয় আনবেন না, কোনরকম সমস্যায় পড়লে পরিবারের সকলের সঙ্গে কথোপকথন করুন। 


কারণ কেউ আপনাকে বুঝুক না বুঝুক পরিবারের সদস্যরা আপনাকে বুঝবে। তাই এই বছরের শুরুর দিকে একটু প্রয়াস আপনারা রাখুন। পরবর্তী ক্ষেত্রে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। সেই কারণে কিছুটা অবশ্যই আপনাদের সমস্যার মধ্যে চলতে হবে অথবা সমস্যা নিতে হবে। 


কারণ একটি কথা মনে রাখবেন সফলতা খুব সহজে আসে না অনেক সংঘর্ষ করতে হয়। আমি নিশ্চিত ২০২৫ সাল শেষের দিকটা উন্নতি অবশ্যই আপনাদের হতে চলেছে এবং হবেই হবে।
                               ‌ ধন্যবাদ

Taurus 2025 Horoscope Predictions


 বৃষ রাশি//লগ্ন: বৃষ রাশি ২০২৫ সাল আপনার ছন্দময় গতিতে কতটা পরিবর্তন আসতে চলেছে সেটি জানতে চলেছেন। ২০২৫ সাল সবদিক থেকেই আপনারা একটি পজিটিভ অবস্থানে থাকছেন। গ্রহ সমষ্টি দ্বয় আপনার পক্ষেই থাকছে। নিত্যনতুন মনের মধ্যে ভাবনা-চিন্তা থাকবে। নতুন ধরনের কিছু করার প্রয়াস আপনাদের মধ্যে থাকবে। যে ক্ষেত্রেই থাকুন না কেন সেই ক্ষেত্রে একটি টুইস্ট আস্তে চলেছে। 


আপনারা নতুনভাবে চিন্তাভাবনা শুরু করুন এই ২০২৫ সাল। আপনাদের দিক থেকে একটি ভালো সাল হতে চলেছে। মনের নিরাশা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং সবকিছুই আপনার পক্ষেই ফল যেতে চলেছে। আপনাদের যাদের জীবন একটি দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছিল এই ২০২৫ সাল আপনাদের সবদিক থেকে অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। 


যে পরিবর্তনটা আপনার দরকার ছিল আপনার জীবনের একটি দিক নির্দেশ করছে এই ২০২৫ সাল। এই বছরে যেকোনো ক্ষেত্রে আপনারা একটি ফাইনাল রূপ দিতে পারবেন। আপনারা যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন একটি পজিশন কিন্তু নেবেন এই ২০২৫ সালে। আপনার দীর্ঘদিন ধরে যারা ভাবছিলেন আপনার ভাগ্য জীবনে ভালো হবে না, তাহলে এরকম নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকুন। 


কারণ এই ২০২৫ সালের আপনাদের জীবনে একটি ট্রান ওভার আসতে চলেছে। অবশ্যই আপনারা ২০২৫ সালের নতুন ভাবে পরিকল্পনা ঠিক করুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে ভাসিয়ে দেবেন অথবা কোন ক্ষেত্রে আপনি সেখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। 


আজ থেকে আপনারা পরিকল্পনা শুরু করুন কারণ ২০২৫ সাল বছর আপনাদের জীবনে আসতে চলেছে একটি নতুন ভাবে ভাবার বছর উপস্থিত হচ্ছে। আপনি যেটাই ভাববেন সেই ক্ষেত্রে কিছু না কিছু উন্নতি করতে পারবেন তাই সঠিক ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখুন। 


জীবনের সফলতা ও অ-সফলতা অবশ্যই থাকে, আপনাদের এই ২০২৫ সালের সফলতার ভাগ সব থেকে বেশি। অতএব আপনারা মনের মধ্যে পজেটিভ ভাবনা রেখে অগ্রগতি রাখুন সময় আপনার পক্ষে কথা বলবে। আপনারা যারা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করছিলেন এপ্রিল মাস ২০২৫ সালের পর থেকেই দেখবেন আপনার সমস্ত টেনশন দূর হয়ে যাচ্ছে। 


আপনি যে ক্ষেত্রে চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রেই অগ্রগতি আপনার জন্য অপেক্ষা করে আছে। দীর্ঘদিন ধরে কোনরকম সমস্যায় জর্জরিত সেইরকম সমস্যা আপনার কাছে নিতান্তই ছোট বলে মনে হবে। আপনারা ২০২৫ সালে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। নিজের যোগ্যতা আছে কি অবশ্যই আপনি দেখাতে পারবেন। জুন মাস ২০২৫ সালের সর্বক্ষেত্রে আপনাদের সফলতা অপেক্ষা করে আছে। এই ২০২৫ সালের জুন মাসের পর থেকে অবশ্যই যদি আপনার বৃষ লগ্ন হয়ে থাকে। 


আপনার একটি কাজ করতে পারেন গোমেদ যদি আপনার কাছে থাকে ধারণ করতে পারেন। এটি রাহু গ্রহের জন্য, যে গ্রহ আপনাকে হঠাৎ করে রাতারাতি কিছু পাইয়ে দিতে পারে। কর্ম ক্ষেত্রে ব্যাপকতা আপনি করতে পারবেন। আপনি যাহাই কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে ইনকাম বৃদ্ধি হচ্ছে।


 যার ফলে আপনারা পুরনো দেনা নিয়ে যারা চিন্তায় রয়েছেন সেই দেনা আপনি মেটাতে পারবেন। আপনার কর্মক্ষেত্র থেকেই যে অর্থ পাবেন সেই অর্থ দিয়ে। এই বছরে আপনার কর্মের প্রতিযোগী অবশ্যই থাকবে তবে সেই কর্মের প্রতিযোগীকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। 


আপনার মধ্যে এতটাই দক্ষতা দেখতে পাওয়া যাচ্ছে। যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে কিছু করার চেষ্টা থাকে সেই ব্যক্তি যথেষ্ট সুযোগ-সুবিধা পায় তার ব্যতিক্রম কিন্তু এই ২০২৫ সালে আপনাদের ক্ষেত্রে হবে না। বহুমুখী সুযোগ আপনাদের সামনে অপেক্ষা করে আছে। নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যার ফলে যে কোন কাজ আপনি অনায়াসেই করতে চলেছেন এবং সেটি নিজের দক্ষতাই করতে চলেছেন। প্রত্যেক ব্যক্তিকে জীবনে একটি সময় দেয় তাই ২০২৫ সাল বৃষ রাশি, আপনাদের দিক থেকে একটি সুযোগ আসছে। এই সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন অবহেলা করবেন না তাই এখন থেকে পরিকল্পনা শুরু করুন। 


আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে বছরে মাঝামাঝি পর থেকে যে কোন ক্ষেত্রে যোগাযোগ দূর সংযোগ তৈরি হচ্ছে। পূর্বের বছরে যে সমস্ত সমস্যা নিয়ে আপনারা চলছিলেন সেই সমস্ত সমস্যা এই ২০২৫ সালের সমাধানের দিকে ইঙ্গিত করছে। আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন বাজার বুঝে যদি বিনিয়োগ করতে পারেন যথেষ্ট মুনাফা অর্জুন আপনি করতে চলেছেন জুন মাসের পর থেকে। 


অনেক ব্যক্তিকে নিয়ে আপনারা যারা কাজের সঙ্গে যুক্ত আছেন এই বছরে আরও সেই রকম কাজ ব্যাপকতার মধ্যে আনতে চলেছেন। শরীর স্বাস্থ্য: এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য ভালই থাকবে। কোন বড় ধরনের সমস্যা আপনাদের দেখাচ্ছেনা। মানসিকভাবে মনের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন। সেই কারণেই ছোটখাটো সমস্যা আপনাকে কোনরকম প্রভাব ফেলতে পারবে না। 

পড়াশোনা: আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট ভালো আপনাদের।নিজের যোগ্যতা অনুসারে যে কোন ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে চলেছেন ভালো ক্ষেত্রে সুযোগ পাবেন। কোন ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। তাই নিজের উপরে আস্থা রেখে আপনি পরিকল্পনা শুরু করুন। হঠাৎ করে ভালো ক্ষেত্র সুযোগ পেতে চলেছেন বা একটি নতুন দিক আপনার সামনে আস্তে চলেছে। 


ভালোবাসা: ২০২৫ সাল ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো আপনারা একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ মেলামেশা করে চলবেন। এই ২০২৫ সালের সব থেকে বড় বিষয় হল আপনি আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন মানসিক শক্তি পাবেন। সেই কারণেই আপনারা আরো অগ্রগতি রাখতে পারবেন। কারণ বিপরীত দিকে আপনার সঙ্গিনী অথবা সঙ্গি আপনাকে সাহস যোগাবে। এই বিষয়টা আপনাদের যথেষ্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 


বিবাহিত জীবন: এই বছরে আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে। আপনারা একে অপরকে সহযোগিতা করে চলবেন। আপনারা দুজনেই যদি কোন রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন একত্রে সেক্ষেত্রে যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা যদি কোন রকম সমস্যায় পড়েন একে অপরের সঙ্গে পরামর্শ করবেন সমাধানের পথ পেয়ে যাবেন। আপনারা যারা বিবাহ করবেন ভাবছেন এই ২০২৫ সালটা আপনাদের যথেষ্ট ভালো বছর হতে চলেছে যোগাযোগ বাড়িয়ে তুলুন। 


ব্যবসা: এই বছরে কর্ম পরিবর্তন অথবা কর্ম ছেড়ে দিয়ে বিকল্প সন্ধানে যথেষ্ট ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা স্ব প্রফেশনালে আছেন যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করতে পারবেন। সেই কাজ আপনি দুর দিগন্তে ছড়িয়ে দিতে পারবেন যথেষ্ট পপুলারিটি আপনার বাড়ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন নিজের নামের ব্যাপকতা নিয়ে যথেষ্ট গর্বিত আপনি অনুভব করবেন। 


নিজস্ব একটি পরিকাঠামো তৈরি করছে দেখা যাচ্ছে অর্থাৎ নিজে নিজে কাজ সেই কাজের মধ্যে অগ্রগতি যথেষ্ট ভালো রাখবেন। সেই কারণেই অন্য ব্যক্তির কাছে কর্ম আপনার কাছে ছোট বলে মনে হতে পারে। নিজে নিজে কর্মের প্রতি যথেষ্ট আগ্রহ আপনার থাকবে। এছাড়া অনেক ব্যক্তিকে আপনি কর্ম ও দিতে পারবেন।


ভাগ্য: এই ২০২৫ সালের আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় দেব গুরু বৃহস্পতি দৃষ্টি আপনার ভাগ্য স্থানে থাকছে। সেই কারণে আমরা বলতে পারি যে আপনার ভাগ্য যথেষ্ট ভালো। কারণ জ্যোতিষ শাস্তে সবথেক শুভ গ্রহ দেববরু বৃহস্পতি।


এই ২০২৫ সালের কিছু একটা কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততায় আপনি থাকবেন। যার ফলে এই সমস্ত ক্ষেত্রে অনেকটা সময় আপনি অতিবাহিত করবেন। সেই কারণেই পূর্ব থেকে আপনার চয়ন করুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করবেন। 


সেই ক্ষেত্রে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। ২০২৫ সাল সফলতা আপনার জন্য অপেক্ষা করে আছে। তাই বছরের শুরুর দিকে পরিকল্পনা করুন তার পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেই কোনো একটি পথ পেয়ে যাবেন। যেটা আর পিছন দিকে আপনাকে তাকাতে হবে না। আপনার সাফল্যের রাস্তা ধাপে ধাপে আসতে চলেছে এই ২০২৫ সালে।
                            ধন্যবাদ

Libra Horoscope 2025 Predictions

 তুলা রাশি ২০২৫ সাল আপনাদের কেমন যাবে সেটি আপনারা জানতে চলেছেন:-শুধু স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন মনের মধ্যে আপনি নিয়ে চলবেন। আপনারা বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সফল হতে পারে। এই ২০২৫ সালে আপনাদের মধ্যে দান দেয়ার প্রবণতা থাকছে। 


এই দান দেয়ার মধ্যে আপনাদের পূর্ণ লাভের অথবা মোক্ষ লাভের একটি লালসাও কিন্তু থাকছে। শাস্ত্রে উল্লেখ আছে "দৈবী সম্পাদ্বিমোক্ষা"এর অর্থ হলো ঐশ্বরিক দানকে মুক্তির সহায়ক হিসাবে স্বীকৃত করা হয়েছে। সেই কারণেই আপনারা ঈশ্বরের কাছে কিছু দান অবশ্যই করবেন। এই ২০২৫ সালে আপনাদের মধ্যে পড়াশ্রয় ভাব বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আপনি অন্যের প্রতি যথেষ্ট আসক্তি নিয়ে চলবেন। 


আপনি যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন সেখানে মনে হতে পারে আপনার সেই ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনি না থাকলে আপনি জীবনে বেঁচে থাকার রসদ হারিয়ে ফেলবেন। এছাড়াও সন্তান থাকলে সন্তানের উপরে আপনি নির্ভরশীল হয়ে উঠতে পারেন। আপনারা যারা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন একটি সময় মনে হতে পারে এইরকম অসুস্থ নিয়েই আপনাকে থাকতে হবে। 


এই যে বিষয়গুলি বললাম এগুলো কিন্তু এই 2025 সালে আপনাদের মধ্যে ভাবনা দেখতে পাওয়া যাবে। ২০২৫ সালে আপনি যদি সঠিক পথ অবলম্বন করেন সেখানে উন্নতি অব্যাহত। যেখানে সুযোগ পাওয়া খুবই কঠিন সেখানে আপনি সুযোগ পেতে চলেছেন। এরকম সুযোগ আপনার পেতে পারেন কর্মক্ষেত্রের দিক থেকে বা পড়াশোনার দিক থেকে। এতকিছু উন্নতি থাকা সত্ত্বেও আপনার মধ্যে এই যে পড়াশ্রয় ভাব আপনাকে পিছিয়ে রাখতে পারে। 


সেই কারণে ২০২৫ সালটা অবশ্যই এই বিষয়গুলি আপনি একটু বোঝার চেষ্টা রাখবেন। কারণ জীবনে একটি বয়সে সমস্ত কিছুই পাওয়া যায় কারোর উপর নির্ভরশীল হবেন না বা আপনার সঙ্গী অথবা সঙ্গিনি না থাকলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। এছাড়া সন্তান অথবা শারীরিক বিষয়ে নিয়ে আপনারা কিছু নেগেটিভ ভাবটা চিন্তা নিয়ে চলবেন। এই সমস্ত নেগেটিভ ভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। শরীর স্বাস্থ্য বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। শুধু মনের মধ্যে কিছু অবাস্তবিক স্বপ্ন নিয়ে চলবেন যার ফলে আপনি নিজেই মানসিকভাবে দুঃখ পেতে পারেন। 

পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো মধ্যশিক্ষা ক্ষেত্রে একটু আপনার মধ্যে আত্মবিশ্বাস বেশি থাকবে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন। আপনারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো বিদেশ যাবার যোগ আছে ভালো ক্ষেত্রে সুযোগ আপনার পেতে পারেন। ভালোবাসার সম্পর্ক পূর্বেই আপনাদের এই বিষয়ে আলোচনা করেছি তাই সেই রকম ভাবে আপনারা একটু চিন্তা-ভাবনা করবেন। বিবাহিত জীবন আপনাদের খুব একটা খারাপ নয় তবে কিছু ক্ষেত্রে অবশ্যই একটু মনের অমিল দেখাচ্ছে তবে সেটি সাময়িক কারণ। 


ব্যবসা যারা করেন এই ২০২৫ সালে ওঠা নামা থাকবে এই নিয়ে বিচলিত হবেন না কারণ গ্রহের যে অবস্থান আছে ভগবানের স্নেহের দৃষ্টি কিন্তু আপনার মধ্যে থাকছে। যেকোনো রকম বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন শুধু আপনার মধ্যে যে বিষয়গুলো পূর্বেই আলোচনা করলাম। এই রকম বিষয় থেকে দূরে থাকতে হবে। কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন দূরে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। 


আপনারা যারা ভাবছিলন বিদেশে কর্মের জন্য যাবেন। এই বছরটা আপনাদের ক্ষেত্রে একটি ভালো বছর হতে চলেছে, ভাবনা চিন্তা করতে পারেন। ভাগ্য আপনাদের খারাপ নয় শুধু নিজের মধ্যে আস্থা রাখতে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে আপনি স্বাবলম্বী হতে পারেন সেটি নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। ২০২৪ সালে যে বিষয়গুলো আপনাকে যথেষ্ট ব্যথিত করছিল এই ২০২৫ সালে সেই বিষয়ে অগ্রগতি আপনি রাখুন আপনার বাধা দূর হতে চলেছে। 


বছরের শেষের দিকটা আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে কোন কাজের ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা আপনি কিন্তু জনসমক্ষে দেখাতে পারবেন। আপনারা যারা সব প্রফেশনাল এ আছেন পরিবারের মধ্যে কিছু করছেন যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। যেকোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি থাকুন না কেন সেরার সেরা প্রদর্শন আপনি করতে পারবেন।


 আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছিলেন মনের মধ্যে দুশ্চিন্তায় রয়েছে, সেই ঋণ কিভাবে পরিশোধ করবেন এই ২০২৫ সালে কর্মক্ষেত্র থেকে আর্থিক শ্রী বৃদ্ধি যথেষ্ট হবে। আর এই অর্থ আপনি আপনার ঋণ মহাজনকে পরিশোধ করতে পারবেন।


Virgo ।। 2025 Horoscope Predictions


কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন 

কন্যা রাশি: (ফলের কথা না ভেবে কর্ম)ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী অবশ্যই আপনারা মনে রেখে চলবেন বা স্মরণ করে চলবেন। কারণ এই ২০২৫ সালে আপনাদের রন্ধে রন্ধে এই কথাটা সত্য হতে চলেছে। আপনারা যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন।


সেই কর্মের মধ্যে আপনি কিছুই অর্থ পাচ্ছেন না অথবা সামান্য অর্থ উপার্জন করেন। এই রকম কর্মের মধ্যে মনোনিবেশ করুন ছাড়বেন না ফলের কথা ভাববেন না। কারণ ২০২৫ সালে বছরের মাঝামাঝির পর থেকে আপনাদের অভূতপূর্ব পরিবর্তন কর্মের পাকাপাকি অবস্থান আসতে চলেছে। 


আপনারা যাহাই কর্ম করুন অথবা যেখানেই কর্মরত থাকুন সেই কর্মের মধ্যে মনোনিবেশ রাখুন। এই ২০২৫ সালে আপনার তিনটি পর্যায়ে ভালো ফল পাচ্ছেন। জুন মাসের পর থেকে আপনাদের কর্মের মধ্যে স্থিতাবস্থা যেমন আসবে তেমনভাবে আর্থিক স্বচ্ছলতা আসবে। এই ২০২৫ সালে এমন ভাবে গ্রহের সারিবদ্ধ অবস্থান তৈরি হচ্ছে আপনাদের হঠাৎ আর্থিক দিকটাও প্রবলভাবে জেগে উঠছে। 



আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন এই বছরে সেখান থেকে আপনাদের প্রাপ্তি যোগ হচ্ছে। লটারি থেকে নাও যদি আপনি অর্থ পান  তাহলে ও আর্থিক সমৃদ্ধি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জীবনে আকস্মিকভাবে কিছু প্রাপ্তি যোগ প্রবল ভাবে তৈরি হচ্ছে। আপনারা যারা কেরিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা নিয়ে মনের মধ্যে চলেন, আপনাদের অনুরোধ করবো বছরে 6 মাস কর্মের মধ্যে অথবা আপনার ক্যারিয়ারের মধ্যে মনোনিবেশ করুন। ফল আপনারা অবশ্যই পেতে চলেছেন ২০২৫ সালে। 



কারন আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে যেকোনো রকম কাজ আপনি করতে পারবেন। এছাড়াও ভগবানের স্নেহের দৃষ্টি আপনার মধ্যে থাকছে। সেই কারণেই যে কোন কাজ আপনারা অনায়াসেই করতে পারবেন শুধু ফলের আশা না রেখে যদি কর্মের মধ্যে মনোনিবেশ করেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে তেমন কোন বড় ধরনের সমস্যা দেখাচ্ছেনা।


 শুধু আপনার মধ্যে ফলের আশা বেশি থাকবে এই কারণেই অতিরিক্ত ফলের কারণে একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। পড়াশোনার মধ্যে যারা আছেন মধ্যশিক্ষা ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে দুই শিক্ষায় কিন্তু যথেষ্ট আপনাদের ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ইতিবাচক বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের অটুট থাকবে। এছাড়াও এই ২০২৫ সালে আপনাদের জীবনে কোন সঙ্গী অথবা সঙ্গিনি আসতে চলেছে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। আপনার পার্টনার ধর্মীয় চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট ব্যস্ত থাকবে। 


আপনি সেই ধর্মীয় চিন্তাভাবনার মতাদর্শে  ধাবিত হবেন। আপনারা যারা ব্যবসা করেন যথেষ্ট ভালো, যারা বড় ধরনের কিছু করেন আরো বহুমুখী আপনাদের সামনে পথ প্রশস্থ হচ্ছে। যারা বেকার আছেন বিজনেস শুরু করবেন ভাবছেন সেটি অবশ্যই আপনারা শুরু করতে পারেন। এই ২০২৫ সালে কর্ম আপনাদের নিশ্চিত সেটি বলা যেতে পারে। 

এছাড়াও আপনারা যদি সব প্রফেশনালে থাকেন নিজে আপনি প্রমাণিত করতে পারবেন যোগ্য ব্যক্তি আপনি। আপনার নাম দূর দিগন্তে ছড়িয়ে যাবে। আপনি হবেন সবার সেরা। আপনারা যারা পূর্বে ঋণের জর্জরিত আছেন মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে চলছিলেন কিভাবে আপনি সেই দিন পরিশোধ করবেন। ভগবান আপনাকে সেই ঋণ পরিশোধ করার পথ প্রশস্ত করে দেবে।


 কর্মস্থান থেকে অতিরিক্ত অর্থ আপনি উপার্জন করবেন এবং তাহার দ্বারা আপনি ঋণ পরিশোধ করবেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে যে স্বপ্নগুলো ছিল কোনক্রমে সে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছিল না। ২০২৫ সালে সেই রকম স্বপ্ন আপনার বাস্তবায়ন হতে চলেছে। আপনারা নিজের গাড়ি, বাড়ি সমস্ত কিছুই কিন্তু করতে চলেছেন। 


আপনার জীবনে এতটাই উন্নতি হবে যেটা দেখে আপনি নিজেও কল্পনা করতে পারেননি। তবে আবারো একটি কথা বলে রাখি পূর্বে জেটি দিয়ে শুরু করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাণী সেটি অবশ্যই আপনারা মনে রাখবেন ফলের কথা না ভেবে কর্মের জন্য প্রয়াস করবেন। যদি আপনার জন্ম কুণ্ডলী খুব একটা খারাপ না থাকে তাহলে 2025 সালে আপনাকে যাহা দিয়ে যাবে আর সারা জীবন চিন্তা করতে হবে না। আপনারা প্রচুর লাভবান হতে চলেছেন। 


এই ২০২৫ সালের নভেম্বর মাস থেকে আপনি যাহা চাইছেন সেটি আপনার সামনে ঘটতে চলেছে বা হতে চলেছে। এই বছরে হঠাৎ করে আপনাদের কিছু একটা প্রাপ্তি হতে চলেছে নয় অর্থ নয় কর্ম। জীবনের একটি চরম উন্নতি যেটি আপনারা আশা করছিলেন সেটি ঘটতে চলেছে। পূর্বের সময় আপনার মধ্যে যে নেগেটিভ ভাবনা গুলো ছিল মনের মধ্যে সেই নেগেটিভ ভাবনা দূর হতে চলেছে। 


এই ২০২৫ সালে তাই অবশ্যই আপনারা পজিটিভ ভাবনা নিয়ে চলুন সমস্ত পজেটিভ ভাবনা বাস্তবিক ক্ষেত্রে রূপ পেতে চলেছেন। এই ২০২৫ সালে নতুন নতুন কর্ম যেমন আপনারা পাচ্ছেন অনেক সুযোগ-সুবিধাও আপনার পেতে চলেছেন। আপনাদের কাছে কর্মের চয়েস থাকবে অর্থাৎ কোন কর্ম আপনি করবেন তার উপর নির্ভর করছে।


https://www.astrologypred.in/2025/01/virgo-2025.html


শনি গ্রহ কখন খারাপ ফল দেয় (astrological analysis)


 শনি কখন খারাপ ফল দেয় (astrological analysis)

শনি গ্রহের নেগেটিভ ফল যথেষ্ট বেদনাদায়। আমরা প্রত্যেকেই এই শনি গ্রহের দশার মধ্যে পড়ে থাকি। সেটি হতে পারে সাড়ে সাতি অথবা ঢাইয়া  রূপে। শনির ঢাইয়া আড়াই বছর ভোগ করতে হয় এবং সাড়ে সাতি সাড়ে সাত বছর ভোগ করতে হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনি গ্রহ কে পাপ গহ হিসাবে দেখানো হয়েছে। 


এককথায় বলতে হলে শনির নেতিবাচক মানব জীবনে বেশি দেখতে পাওয়া যায়। আবার প্রত্যেকটা মানুষের কর্মের জন্যই সনি গ্রহের উপর নির্ভর করতে হয়। কারণ কর্মফল দাতা গ্রহ হল শনি গ্রহ। সেই কারণেই কাল পুরুষ এর দশম ঘর শনি গ্রহ কে দেওয়া হয়েছে। এই মুহূর্তে মীন রাশি আপনারা যারা আছেন শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে আছেন। অতএব এই সময় আপনাকে অনেক কিছু বিষয়ে নিয়ন্তন করে চলতে হবে। 


এখনই আপনাকে মনসংযোগ রাখতে হবে। এছাড়াও কুম্ভ রাশি আপনারা শনির সাড়ে সাতির মধ্য চরণে আছেন। একজন মানব জীবনে শনির সাড়েসাতির প্রভাব দুই থেকে তিনবার আসে। সেই রকম অনুরূপ শনির ঢাইয়া একজন মানব জীবনে ছয়বার অথবা চারবার দেখতে পাওয়া যায়। শনি র সাড়েসাতি অথবা ঢাইয়া যখন বয়সের অন্তিম কালে আসে তখন সমস্যা বেশি দিয়ে থাকে। এক কথায় বলতে হলে শনির সাড়ে সাতি সাড়ে সাত বছর আর ঢাইয়া আড়াই বছর। 

এই সময় কর্কট রাশির আপনারা যারা আছেন শনির ঢাইয়া এর মধ্যে আছেন। আর আপনারা যারা বৃশ্চিক রাশির আছেন আপনারাও শনি ঢাইয়া এর মধ্যে আছেন। সবথেকে বেশি সমস্যা সৃষ্টি হতে পারে কর্কট রাশির আপনারা যারা আছেন। কারণ শনি গ্রহ আপনার অষ্টম ঘরে অবস্থান করে আছে। 


আর আপনারা নিশ্চয়ই জানেন অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়। আপনারা যারা শারীরিক সমস্যায় আছেন এবং বয়স হয়েছে মনের মধ্যে টেনশন চিন্তা সেগুলো বৃদ্ধি অবশ্যই হবে। আপনাদের কর্মস্থানে মনের মতো পরিবেশ আপনারা পাচ্ছেন না। জমানো অর্থ আর্থিক ব্যয়ের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও মানসিকভাবে আপনি একটু ডিপ্রেশনে থাকতে পারেন। 


একটি কথা মনে রাখবেন জ্যোতিষ বিষয়টা হল শর্ত সাপেক্ষ যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে শনি গ্রহে ওপরে কোন পজেটিভ গ্রহের দৃষ্টি থাকে অনেকটা নেগেটিভিটি কম থাকে। কর্কট রাশি হলেই যে আপনারা সমস্যায় থাকবেন তেমন নয় বিষয়টি অবশ্যই বোঝার চেষ্টা রাখুন। শনি গ্রহ দিয়ে থাকে তবে সেটি অবশ্যই যথেষ্ট দেরি করে দিয়ে থাকে। তাই আপনার কাছে মনে হতে পারে মরা গাছে জল দিয়ে লাভটা কি। 


কম বয়সে ইনকাম করলে অবশ্যই মানসিক আনন্দ অনুভব করা যায়। আর বয়সকালে ইনকাম হলে তার অন্যরকম অনুভব করা যায়। এই কারণেই শনি গ্রহ থেকে আমরা বেশি দুঃখ পায় কারণ যে সময়ে ফল পাওয়ার দরকার সেই সময়টা অতিবাহিত হয়ে যায়। বৃশ্চিক রাশির আপনারা যারা আছেন আপনার শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে আছেন। আপনাদের মধ্যে পারিবারিক কিছু অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে নানান ধরনের চিন্তা আপনাকে ব্যথিত করতে পারে। কোন চিন্তা সর্বদা আপনাকে গ্রাস করতে পারে।


 সেই কারণেই আপনারা মানসিক বিপর্যস্ত হতে পারেন ।কোন কাজের মধ্যে আপনি মনোনিবেশ করতে পারবেন না। এরকম কিছু সিচুয়েশন আপনাদের মধ্যে দেখা দিতে পারে। একটি কথা মনে রাখবেন এই সমাজ ব্যবস্থায় শনি গ্রহ কে নিয়ে অনেক নেগেটিভ কুসংস্কার সেগুলো অবশ্যই আছে। অবশ্যই নেগেটিভ এবং কুসংস্কার থেকে আপনার বাইরে থাকবেন। সৎভাবে চলার চেষ্টা রাখবেন ন্যায়-নীতি অনুসরণ করবেন।


 আপনার ভালো বলার ক্ষমতা রাখবেন, তাহলে অবশ্যই শনি গ্রহ থেকে আপনাদের নেগেটিভ কোনরকম প্রভাব জীবনে আসবে না। এই সনির ঢাইয়া আড়াই বছর আপনার জীবনে হঠাৎ করে কোন সমস্যা নিয়ে আসতে পারে। আপনার মনে হতে পারে সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ করে এমন কি হল যে সমস্ত কিছু খান খান হয়ে গেল। এই বিষয়টা অবশ্যই শনি গ্রহের ঢাইয়া এর মধ্যে পড়লে হয়ে থাকে।


Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology