Astrology Tips & Solutions, সাধ ভক্ষণ, Hindu astrology, Vedic Astrology, Rashifal, Hindu festival, Astrology, Lottery, Bengali astrology, Horoscope, Ajker Rashifal, Astrology update, Astrology information, fortune telling, future prediction, astrology guidance, astrology reading, finance Astrology
ASTROLOGY
রাতারাতি বড়লোক হয়ে যাবেন 🤑💰💲
রাতারাতি বড়লোক হয়ে যাবেন। আপনারা যারা লটারি, শেয়ার মার্কেট এইরকম ক্ষেত্রে নিয়োজিত আছেন। এক কথায় বলতে হলে যে সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থ পাওয়া যায়। এই সমস্ত ক্ষেত্র থেকে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আপনারা কখন এবং কেন অর্থ উপার্জন করবেন সেটি অবশ্যই এই প্রতিবেদনের মধ্যে আলোচনা করা হবে। যে সমস্ত আলোচনা করা হবে সবটাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে। এই প্রতিবেদন একটি শিক্ষামূলক প্রতিবেদন, এই প্রতিবেদনের উদ্দেশ্য আপনাকে লটারি কাটা অথবা শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে অনুপ্রাণিত করা নয়। আপনারা প্রায় লটারি কাটেন অথবা এইরকম ক্ষেত্রে আপনি একটু আগ্রহ রাখেন। এই সমস্ত ক্ষেত্র থেকে মাঝে মাঝে অর্থ পান আবার কেউ সারা জীবনেও তেমন অর্থ পান না। তাহলে আপনি আজকের এই দেখে নিন আপনার জন্ম কুণ্ডলী। আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন যে সময় ,স্থান এবং মাস ও বছর অনুসারে একটি জন্ম পত্রিকা পাওয়া যায় অর্থাৎ একটি জন্ম কুণ্ডলী পাওয়া যায়। এই জন্ম কুণ্ডলী আপনাকে দেখতে হবে। কারণ এই জন্ম কুণ্ডলী এর মধ্যে কিছু গ্রহের অবস্থান নির্দেশ করে আপনি এই সমস্ত ক্ষেত্র থেকে হঠাৎ অর্থ পেয়ে যাবেন। আপনার লগ্ন অথবা রাশি থেকে আপনাকে কয়েকটা ঘর গুনতে হবে ঠিক যেমন আমি ছবি দিয়েছি। আপনার যাহাই লগ্ন হোক বা রাশি হোক যে কোন এক দিক থেকে আপনাকে গুনতে হবে। লগ্ন থেকে যদি গণনা করেন তাহলে অবশ্যই জীবনে প্রচুর অর্থ পাবেন আর রাশি থেকে যদি আপনারা ধরেন তাহলে কিছু সময়ের মধ্যে আপনারা পেতে পারেন। আপনারা দেখবেন আপনার যাহাই রাশি অথবা লগ্ন সেখান থেকে এক গুনে আপনারা যাবেন উপরের এই ছবি অনুসারে। আপনি দেখবেন আপনার পঞ্চম ঘর, অষ্টম ঘর এবং একাদশতম ঘরে কোন কোন গ্রহ অবস্থান করে আছে। এই ঘরের যদি নিজস্ব গ্রহের অধিপতি গ্রহ অবস্থান করে তাহলে অবশ্যই অনেকটা আপনারা সুবিধাজনক অবস্থায় থাকবেন। মূলত আমি আর্থিক দিকটা নিয়ে আলোচনা করছি এই সমস্ত গ্রহ এই ঘরে থাকলে অন্যান্য ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে কিন্তু আজ আমি সেটা নিয়ে আলোচনা করছি না। আমি আলোচনা করছি রাতারাতি হঠাৎ করে কিছু অর্থ পাওয়া যায় কি কারনে। এছাড়াও এই পঞ্চম ঘরের, অষ্টম ঘরের অথবা সাফল্যতম ঘরের গ্রহের দশা অথবা অন্তর্দশা চলে সেখানেও আপনারা লাভবান হতে পারেন। তাই প্রথমে অবশ্যই আপনাদের দেখতে হবে এই সমস্ত ঘরে আপনার জন্ম কুণ্ডলীতে গ্রহের অবস্থান। এই ক্ষেত্রে অর্থাৎ হঠাৎ করে অর্থ পেতে হলে রাহু গ্রহকে অবশ্যই আপনাকে দেখতে হবে কোন ঘরে অবস্থান করে আছে আপনার জন্ম কুণ্ডলীতে। কারণ একটি কথা মনে রাখবেন এই কলি যুগে অন্যান্য গ্রহ আপনাকে যাহা ফল দেবে রাহু গ্রহ অর্থাৎ ছায়া গ্রহ আপনাকে হঠাৎ করে কিছু পাইয়ে দিতে পারে। রাহু গ্রহ বৃষ রাশিতে সব থেকে ভালো ফল দিয়ে থাকে। আপনার জন্ম কুণ্ডলীতে রাহু গ্রহের অবস্থান দেখে কিছু প্রতিকার অবশ্যই করবেন। তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত ক্ষেত্রে অর্থ কিছু না কিছু অবশ্যই পাবেন।
সাধ ভক্ষণ ভাদ্রভাদ্র মাস ।। 2024 ।। Sadh Bhakhan ।। ১৪৩১ বঙ্গাব্দ
আপনারা ভাদ্র মাসে সাধ ভক্ষণ করাবেন মনস্থির করেছেন। যদি এই ভাদ্র মাসে ১৪৩১ সালে (২০২৪)আপনাদের পরিবারের সাধ ভক্ষণ এর মাস চলে আসে। তাহলে অবশ্যই আপনি শুভদিনে সাধ ভক্ষণ করাবেন। কারণ হিন্দু সনাতন ধর্ম অনুসারে শুভদিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। যেহেতু আপনি শুভ দিন দেখে করছেন তাহলে অবশ্যই শুভ তিথিতে ধরে করাবেন। ভাদ্র মাস অর্থাৎ ইংরেজি যে মাস পারছে (18 August to 17 September 2024) আপনারা ভাদ্র মাসের শুভ তারিখ জেনে নিন এবং আপনার সময় অনুসারে দিন নির্বাচন করুন।
*২ ভাদ্র (ইংরাজি 19 August 2024) শুভ দিন হল সোমবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে করাবেন ভালো সময় সেটি হলো সকাল ১০:১৯ - ১১:৪৭ মিনিট এর মধ্যে।
*১৮ ভাদ্র (ইংরাজি 4 September 2024) শুভ দিন হল বুধবার। এই দিনে যে সময়ের মধ্যে সাধ ভক্ষণ করাবেন ভালো সময় সেটি হল সকাল ৮:১৬ মধ্যে আবার যে সময়টা ভালো পাবেন ১০:০০ - ১১:০০ মধ্যে।
*১৯ ভাদ্র (ইংরেজি 5 September 2024) শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে যে সময়ের মধ্যে মূল পর্বটি করবেন অর্থাৎ শুভ তিথি সকাল ১১:০০ - ১২:৪৪ মিনিট এর মধ্যে।
* ২০ ভাদ্র (ইংরাজি 6 September 2024) শুভ দিনটি হলো শুক্রবার। এই দিনে আপনারা শুভ সময় পাবেন সেটি হলো সকাল ৮:১৭ মিনিটের মধ্যে।
* ২২ ভাদ্র (ইংরেজি 8 September 2024) শুভ দিনটি হল রবিবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাধ ভক্ষণ করাবেন শুভ সময় সকাল ৯:৩০ মিনিটের মধ্যে।
*২৫ ভাদ্র (ইংরাজি 11 September 2024) শুভ দিনটি হলো বুধবার। এই দিনে যে সময়ের মধ্যে পড়বেন সেটি হল সকাল ১০:০০ - ১১:০০ এই সময়ের মধ্যে।
*৩০ ভাদ্র (ইংরাজি 16 September 2024) শুভ দিন কি হল সোমবার। এই দিনে যে সময়ের মধ্যে আপনারা করবেন সেটি হলো সকাল ১১:০০ - ১১:৪৭ মিনিটের মধ্যে।
ভগবান কাছে কামনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন।
Capricorn will leave everyone behind in August 2024 ♑ 🤑
মকর রাশি:-আগস্ট মাস ২০২৪ সাল। এই সংখ্যাটি হল একটি অবস্থানের কারণ হল হ্যাঁ আপনি ঠিক দেখছেন অন্যান্য রাশি আপনার থেকে উত্তর থাকবে। এই সমগ্র সদস্যরা আপনার পাওনা গন্ড সমস্ত কিছু পাওয়ার নেবেন। লটারি। এক কথায় এই মহোৎসবে কোন অংশ না পাওয়া যেতে পারে তার থেকে আপনার অর্থ যোগ করা হচ্ছে। তোমার লগ্ন রাশির সামনের মধ্যে দুশ্চিন্তা আছে তোমার মনে হতে পারে আমার ভাগ্য খারাপ যে এখন গ্রহনের অবস্থান এই খুব বেশি সংখ্যার কারণে তোমার বড় অর অর্থ হাতছাড়া হতে পারে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভবান হবেন।আপনার মধ্যে সবথেকে ভাল যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে সব বিষয়ে অগ্রগতি রাখা। সেই কাজ পরবর্তীতে সফল হোক বা নাই হোক। এই কারণে অনেক কিছু ক্ষেত্রে উচ্চ স্তরে থাকবেন। কারণ সেই ব্যক্তি অবশ্যই কিছু করতে পারে। আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। এই কারণে আর্থিক বিষয়ে যে কোন ধরনের সুযোগ পাওয়া যাবে। যেখানে আবেদন করতে হয় আবেদন করবেন। যেখানে কিছু পাওয়া যাবে সেই ক্ষেত্রেই আপনি অগ্রগতি রাখবেন।আর যে সমস্ত পড়ে বিশেষভাবে আর্থিক দিক থেকে অবশ্যই কাজ করার চেষ্টা আছে করবেন। যারা বিজনেস, করেন ভালো লাভবান হতে পারেন। বড় ধরনের কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে আলোচনা। আপনার মধ্যে আন্তরিকতা যথেষ্ট থাকবে, এই কারণে কার্যসিদ্ধি হতে চলেছে। নিজের উপর আত্মবিশ্বাসী হওয়ার কারণে অনেক ক্ষেত্রে লাভবান হবেন ।(আমি নিজে কিছু করতে চাই)। আপনি যে কোন ক্ষেত্রেই কাজ করেন আপনি থামবেন না। এতটুকু ধৈর্য নিয়ে আপনারা চলবেন। আপনি কর্মক্ষেত্রের মধ্যে এতটাই সময় ও প্রয়াস দেবেন। যার কারণে আপনা কে নিয়ে অন্যান্য ব্যক্তিরা আলোচনা করবে। একটি পরিবর্তন আসেবে। যদি আপনার জন্ম কুন্ডলী ভাল অবস্থানে থাকে তাহলে এই সময়টাতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। কারণ এই কাল পুরুষের রাশিচক্রের গ্রহের অবস্থান আপনার মধ্যে কোন চেষ্টা থাকবে। এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী কারণ সেই ব্যক্তিই তো সফলতার শীর্ষে যেতে পারে। কারণ বারংবার চেষ্টা করেই সফলতা পাওয়া যায়। এই আগস্ট মাস ২০২৪-এ সমস্ত কিছু নিজের এক্তিয়ার মধ্যে রাখার ইচ্ছা বা প্রবণতা দেখতে কিন্তু পাওয়া যাবে। আপনি একজন রাশ ভারী ব্যক্তি হয়ে উঠবেন ।সেই রকম ব্যক্তিত্বের অধিকারী হয়ে পারেন। এই আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত সঠিক চিন্তা ভাবনা নিয়ে চলবেন। কারণ এই সময় কিছু চালে ভুল হতে পারে। এই সময় যথেষ্ট আপনার মধ্যে জেদ থাকবে। কে কি বলছে অথবা ভাবছে আমাকে সেই দিকে কর্ণপাত করার প্রয়োজন মনে করবেন না আপনি আপনার কর্ম ঠিকই করবেন।
Pisces Half Yearly Horoscope 2024: মীন রাশি ♓
মীন রাশি অর্ধ বর্ষ রাশিফল। আপনারা জানতে পারবেন জুলাই মাস থেকে ডিসেম্বর মাস ২০২৪এই ছয় মাসের রাশিফল। আমরা যখনই কোন জিনিস না পাবো ভগবানের প্রতি দোষ দিয়ে থাকি। ভগবান এই জিনিসটা আমাকে দিলো না অথবা আমি যেটি চাইছি সেটি আমার জীবনে ঘটে না। এইরকম মন-মানসিকতা নিয়ে আপনারা যারা চলে এই ছয় মাসের মধ্যে আপনারা মনে মনে যাহা চাইছেন সেটি কিন্তু ঘটতে চলেছে আপনাদের সঙ্গে। এই কারণে একটি কথা বলে রাখি আপনারা এই ছয় মাস অন্তত শুভ ভাবনা-চিন্তা মনের মধ্যে রাখবেন। এই সময় কালের মধ্যে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছেন যদি সমস্যা হয় সেটি অবশ্যই আপনার নিজের অসাবধানতার কারণে সমস্যা হতে পারে। তাই এই সময় অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবে। আপনার যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনা যথেষ্ট ভালো। আপনারা যারা বিদেশে পড়াশোনার জন্য যাবেন সেক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। আপনাদের ভালোবাসার সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো তবে আপনার মধ্যে আপনার সঙ্গী অথবা সঙ্গিনী কে নিয়ে কিছুটা সন্দেহ মনের মধ্যে থেকেই যাবে। আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় সমস্যা হলে আপনি সঠিক পথে সমাধান করতে পারবেন সে ধৈর্য আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন এই সময় চেষ্টা বেশি রাখতে হবে তাহলেই মনের মত কর্ম পাবেন। আপনারা যারা স্ব- প্রফেশনাল এ আসতে চাইছেন এই সময়টা যথেষ্ট ভালো। আপনার যা কিছু কর্মের বিষয়ে উন্নতি করবেন সেটি নিজের চেষ্টায় করতে পারবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে এই সময়কালের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। হ্যাঁ আপনি ঠিকই দেখছেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে আপনি মনে মনে যেটা চাইছেন সেই বিষয়টা আপনার সঙ্গে ঘটতে চলেছে। আপনারা যারা লটারি কাটেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে লটারি প্রাপ্তির যোগ থাকে তাহলে এই সময় আপনারা লটারি পেতে পারেন। কোন জটিলতা চলছিল এরকম কোন ভূমি আপনারা বিক্রি করবেন এই সময় বিক্রি করতে পারবেন অথবা আপনার পুরানো গাড়ি নিয়ে সমস্যায় আছেন এই সময় বিক্রি করতে পারবেন অথবা কিনতেও পারবেন। এই সময় কালের মধ্যে যদি সন্তানের সঙ্গে আপনার কোন রকম মনের অমিল হয় বকাঝকা করবেন না বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন। এই ছয় মাস কালপুরুষের রাশিচক্রে বৃহস্পতি গ্রহ, রাহু গ্রহ,শনি গ্রহ, কেতু গ্রহ যে ক্ষেত্রে অবস্থান করে আছে সেখানেই অবস্থান করে থাকবে। এই সময়কালের মধ্যে নিজের মধ্যে যথেষ্ট চেষ্টা থাকবে এবং সমস্ত কিছু ক্ষেত্রে সুদূরপ্রসারী ভাবনা নিয়ে আপনার চলবেন। কারণ এই সময়টা আপনার ইচ্ছা মতো সময়টাকে আপনি অনুভব করতে পারবেন। তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন কারণ আপনার দীর্ঘদিনের যে সমস্ত ইচ্ছা সেগুলো পুরনো হতে পারে। এই সময়কালের মধ্যে আপনার বাড়ির গুরুজন যিনি আছেন আমার সঙ্গে আপনার মতভেদ দেখাইতে পারে। বয়স্কদের সঙ্গে বেশি তর্কের বিতর্কে যাবেন না। আপনারা এই সময়কালের মধ্যে ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবেন। যেহেতু আপনার মধ্যে ধৈর্য থাকবে তাই সমস্ত কিছু কাজ পরিপাটি করে করতে দেখা যাবে। আবার এক দিক দিয়ে দেখতে হলে আপনার রাশিতে অবস্থান করে আছে রাহু গ্রহ, তাই সমস্ত কিছু বিষয় আপনার আরো মনের মধ্যে বাসনা তৈরি হবে। অনেক কিছু পেয়েও মনে হবে আরো একটু বেশি হলে ভালো হতো। আপনি যাহাই করুন না কেন নীতিগত দিক থেকে সরবে না আর অবশ্যই নিজের কাজটাকে বজায় রেখে সমস্ত কিছু করার চেষ্টা রাখবেন।
Virgo Half Yearly Horoscope 2024: July to December [কন্যা রাশি]
Featured Post
How to Identify an Intelligent Child: According to Astrology
How to Identify an Intelligent Child: According to Astrology

-
সাধ ভক্ষণ মাঘ মাস ১৪৩১ বঙ্গাব্দ//2025 হিন্দু সনাতন ধর্মে সাধ ভক্ষণ বিষয়টি আপনারা কম বেশি অনেকেই জানেন। গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে সন্তান ...
-
সাধ ভক্ষণ চৈত্র মাস ১৪৩১ বঙ্গাব্দ।।2025 সাল। শুভ তারিখ ও শুভ সময়সূচী জেনে রাখুন। 🧚🧚🧚 হিন্দু সনাতন ধর্মে দীর্ঘদিন ধরে একটি প্রথা চলে ...
-
সাধভক্ষণ অগ্রহায়ণ মাস ১৪৩১ বঙ্গাব্দ। এই অগ্রাহায়ন মাস ইংরাজি মাস যে সময়ের মধ্যে থাকছে (17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর ২০২৪) হিন্দু সনাতন ...