ASTROLOGY

Pisces Half Yearly Horoscope 2024: মীন রাশি ♓


 মীন রাশি অর্ধ বর্ষ রাশিফল। আপনারা জানতে পারবেন জুলাই মাস থেকে ডিসেম্বর মাস ২০২৪এই ছয় মাসের রাশিফল। আমরা যখনই কোন জিনিস না পাবো ভগবানের প্রতি দোষ দিয়ে থাকি। ভগবান এই জিনিসটা আমাকে দিলো না অথবা আমি যেটি চাইছি সেটি আমার জীবনে ঘটে না। এইরকম মন-মানসিকতা নিয়ে আপনারা যারা চলে এই ছয় মাসের মধ্যে আপনারা মনে মনে যাহা চাইছেন সেটি কিন্তু ঘটতে চলেছে আপনাদের সঙ্গে। এই কারণে একটি কথা বলে রাখি আপনারা এই ছয় মাস অন্তত শুভ ভাবনা-চিন্তা মনের মধ্যে রাখবেন। এই সময় কালের মধ্যে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছেন যদি সমস্যা হয় সেটি অবশ্যই আপনার নিজের অসাবধানতার কারণে সমস্যা হতে পারে। তাই এই সময় অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবে। আপনার যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনা যথেষ্ট ভালো। আপনারা যারা বিদেশে পড়াশোনার জন্য যাবেন সেক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। আপনাদের ভালোবাসার সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো তবে আপনার মধ্যে আপনার সঙ্গী অথবা সঙ্গিনী কে নিয়ে কিছুটা সন্দেহ মনের মধ্যে থেকেই যাবে। আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় সমস্যা হলে আপনি সঠিক পথে সমাধান করতে পারবেন সে ধৈর্য আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন এই সময় চেষ্টা বেশি রাখতে হবে তাহলেই মনের মত কর্ম পাবেন। আপনারা যারা স্ব- প্রফেশনাল এ আসতে চাইছেন এই সময়টা যথেষ্ট ভালো। আপনার যা কিছু কর্মের বিষয়ে উন্নতি করবেন সেটি নিজের চেষ্টায় করতে পারবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে এই সময়কালের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। হ্যাঁ আপনি ঠিকই দেখছেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে আপনি মনে মনে যেটা চাইছেন সেই বিষয়টা আপনার সঙ্গে ঘটতে চলেছে। আপনারা যারা লটারি কাটেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে লটারি প্রাপ্তির যোগ থাকে তাহলে এই সময় আপনারা লটারি পেতে পারেন। কোন জটিলতা চলছিল এরকম কোন ভূমি আপনারা বিক্রি করবেন এই সময় বিক্রি করতে পারবেন অথবা আপনার পুরানো গাড়ি নিয়ে সমস্যায় আছেন এই সময় বিক্রি করতে পারবেন অথবা কিনতেও পারবেন। এই সময় কালের মধ্যে যদি সন্তানের সঙ্গে আপনার কোন রকম মনের অমিল হয় বকাঝকা করবেন না বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন। এই ছয় মাস কালপুরুষের রাশিচক্রে বৃহস্পতি গ্রহ, রাহু গ্রহ,শনি গ্রহ, কেতু গ্রহ যে ক্ষেত্রে অবস্থান করে আছে সেখানেই অবস্থান করে থাকবে। এই সময়কালের মধ্যে নিজের মধ্যে যথেষ্ট চেষ্টা থাকবে এবং সমস্ত কিছু ক্ষেত্রে সুদূরপ্রসারী ভাবনা নিয়ে আপনার চলবেন। কারণ এই সময়টা আপনার ইচ্ছা মতো সময়টাকে আপনি অনুভব করতে পারবেন। তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন কারণ আপনার দীর্ঘদিনের যে সমস্ত ইচ্ছা সেগুলো পুরনো হতে পারে। এই সময়কালের মধ্যে আপনার বাড়ির গুরুজন যিনি আছেন আমার সঙ্গে আপনার মতভেদ দেখাইতে পারে। বয়স্কদের সঙ্গে বেশি তর্কের বিতর্কে যাবেন না। আপনারা এই সময়কালের মধ্যে ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবেন। যেহেতু আপনার মধ্যে ধৈর্য থাকবে তাই সমস্ত কিছু কাজ পরিপাটি করে করতে দেখা যাবে। আবার এক দিক দিয়ে দেখতে হলে আপনার রাশিতে অবস্থান করে আছে রাহু গ্রহ, তাই সমস্ত কিছু বিষয় আপনার আরো মনের মধ্যে বাসনা তৈরি হবে। অনেক কিছু পেয়েও মনে হবে আরো একটু বেশি হলে ভালো হতো। আপনি যাহাই করুন না কেন নীতিগত দিক থেকে সরবে না আর অবশ্যই নিজের কাজটাকে বজায় রেখে সমস্ত কিছু করার চেষ্টা রাখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology