ASTROLOGY

Featured Post

Libra Horoscope 2026 | তুলা রাশি ২০২৬ রাশিফল: প্রেম, ধন, স্বাস্থ্য, কর্মজীবন

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone Libra Horoscope 20...

জনপ্রিয় পোস্টসমূহ

সাধ ভক্ষণ ভাদ্রভাদ্র মাস ।। 2024 ।। Sadh Bhakhan ।। ১৪৩১ বঙ্গাব্দ


 আপনারা ভাদ্র মাসে সাধ ভক্ষণ করাবেন মনস্থির করেছেন। যদি এই ভাদ্র মাসে ১৪৩১ সালে (২০২৪)আপনাদের পরিবারের সাধ ভক্ষণ এর মাস চলে আসে। তাহলে অবশ্যই আপনি শুভদিনে সাধ ভক্ষণ করাবেন। কারণ হিন্দু সনাতন ধর্ম অনুসারে শুভদিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। যেহেতু আপনি শুভ দিন দেখে করছেন তাহলে অবশ্যই শুভ তিথিতে ধরে করাবেন। ভাদ্র মাস অর্থাৎ ইংরেজি যে মাস পারছে (18 August to 17 September 2024) আপনারা ভাদ্র মাসের শুভ তারিখ জেনে নিন এবং আপনার সময় অনুসারে দিন নির্বাচন করুন।

*২ ভাদ্র (ইংরাজি 19 August 2024) শুভ দিন হল সোমবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে করাবেন ভালো সময় সেটি হলো সকাল ১০:১৯ - ১১:৪৭ মিনিট এর মধ্যে। 

*১৮ ভাদ্র (ইংরাজি 4 September 2024) শুভ দিন হল বুধবার। এই দিনে যে সময়ের মধ্যে সাধ ভক্ষণ করাবেন ভালো সময় সেটি হল সকাল ৮:১৬ মধ্যে আবার যে সময়টা ভালো পাবেন ১০:০০ - ১১:০০ মধ্যে। 

*১৯ ভাদ্র (ইংরেজি 5 September 2024) শুভ দিনটি হল বৃহস্পতিবার। এই দিনে যে সময়ের মধ্যে মূল পর্বটি করবেন অর্থাৎ শুভ তিথি সকাল ১১:০০ - ১২:৪৪ মিনিট এর মধ্যে। 

* ২০ ভাদ্র (ইংরাজি 6 September 2024) শুভ দিনটি হলো শুক্রবার। এই দিনে আপনারা শুভ সময় পাবেন সেটি হলো সকাল ৮:১৭ মিনিটের মধ্যে। 

* ২২ ভাদ্র (ইংরেজি 8 September 2024) শুভ দিনটি হল রবিবার। এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাধ ভক্ষণ করাবেন শুভ সময় সকাল ৯:৩০ মিনিটের মধ্যে। 

*২৫ ভাদ্র (ইংরাজি 11 September 2024) শুভ দিনটি হলো বুধবার। এই দিনে যে সময়ের মধ্যে পড়বেন সেটি হল সকাল ১০:০০ - ১১:০০ এই সময়ের মধ্যে। 

*৩০ ভাদ্র (ইংরাজি 16 September 2024) শুভ দিন কি হল সোমবার। এই দিনে যে সময়ের মধ্যে আপনারা করবেন সেটি হলো সকাল ১১:০০ - ১১:৪৭ মিনিটের মধ্যে। 

ভগবান কাছে কামনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন