নির্জলা একাদশী ১৮ জুন ২০২৪
বছরে আমরা ২৪ টা একাদশী পেয়ে থাকি। প্রত্যেক মাসের অমাবস্যার ১১ দিন পরে এবং পূর্ণিমার 11 দিন পরে আমরা একাদশী পেয়ে থাকি। এই ১৮ জুন ২০২৪ মঙ্গলবার এই একাদশী টা মাহাত্ম্য যথেষ্ট। এই একাদশীর নাম নির্জলা একাদশী। যাদের শারীরিক সমস্যা মানসিক চিন্তা এবং আর্থিক সমস্যা আছে অবশ্যই এই একাদশী টা পালন করুন। শরীরের সঙ্গে পরিবেশের একটা মেলবন্ধন তৈরি হয়ে থাকে। বিশেষভাবে হজম জনিত, বাত, বেদনা জনিত সমস্যা দূর হতে পারে। আপনারা অবশ্যই এই দিনে ঈশ্বরের আরাধনা করুন।বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই নির্জলা একাদশীর দিনে ১২ রাশি কি করলে আপনাদের অনেকটা শুভ সময় আসবে।
*মেষ রাশি: আপনারা কি কাজ করবেন বা না করবেন একটি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এই মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দূর করতে অবশ্যই একাদশী পালন করুন। আপনারা এই দিনে একটি আটার প্রদীপ বানাবেন এবং ঘি দিয়ে সেই প্রদীপ জ্বালাবেন আর এই প্রদীপ অবশ্যই বিষ্ণু মন্দিরে দিয়ে আসবেন।
*বৃষ রাশি: আপনারা কিছু শুরু করবেন কিন্তু শুরুটা কিভাবে করবেন। আপনারা বুঝেই উঠতে পাচ্ছেন না এরকম সমস্যার মধ্যে আপনারা যাচ্ছেন তাহলে অবশ্যই এটি করুন। মাখন এবং মিছরি দান করুন বিষ্ণু মন্দিরে। এবং এই দিনে কাউকে সঠিক উপদেশ যদি দিতে পারেন তাহলে অবশ্যই ভালো।
*মিথুন রাশি: আপনাদের মনের মধ্যে বড্ড বেশি চিন্তা যাদের হচ্ছে শুরু করার আগেই নানান ধরনের মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই দিনে আপনারা ৫ ০০ গ্রাম মিছরি দান করুন কোন বিষ্ণু মন্দিরে ভালো ফল পাবেন। এছাড়া এই দিনে কাউকে বস্ত্র দান করতে পারেন, সেখান থেকেও আপনার ভালো ফল পেতে পারেন।
*কর্কট রাশি: আপনাদের যাদের শরীর মন কিছুই ভালো নেই নানান ধরনের টেনশন মনের মধ্যে গ্রাস করছে। আজকের দিনে আপনার কেশর মিশ্রিত দুধ শিবলিঙ্গ কে স্নান করান ভালো ফল পাবেন। কাউকে সাহায্য করার মানসিকতা নিয়ে চলবেন। এখানেও ভালো ফল পাবেন।
*সিংহ রাশি: রাহু গ্রহ এবং কেতু গ্রহ এবং শনি গ্রহের কারণে আপনারা মানসিক বিপর্যস্ত আছেন সুযোগ-সুবিধা যেগুলো পাচ্ছেন নানান বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন। আপনারা এই দিন গুড় দান করুন। এছাড়া কেউ যদি আপনাকে কিছু দেয় যত কম দামের মূল্য হোক তার মুখের উপরে কিছু বলবেন না, সেটিকে সাদরে গ্রহণ করবেন।
*কন্যা রাশি: কেতু গ্রহ আপনার রাশি তে অবস্থান করে আছে মনের মধ্যে টেনশন নিয়ে চলছেন চেষ্টা করছেন এবং ১০০% আপনি দিচ্ছেন কিন্তু সেখানে আপনি তেমন কিছু ফল পাচ্ছেন না। আপনারা এই দিনে ১১ টি তুলসী পাতা বিষ্ণু মন্দিরে দেবেন ভালো ফল পাবেন। এই দিনে আপনারা গুরু মন্ত জব করবেন এতেও ভালো ফল পাবেন।
*তুলা রাশি: কোন বড় কাজ কাছে এসো ও আটকে যাচ্ছে অর্থাৎ কাজ হতে হতে সেই কাজ হচ্ছে না এরকম সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন। মুলতানি মাটি দান করুন ভালো ফল পাবেন।
বৃশ্চিক রাশি: কর্ম তো করছেন কিন্তু তেমন উন্নতি হচ্ছে না এবং যেটি সহজ ভাবে হওয়ার কথা, সেটিও হচ্ছে না। আপনারা অবশ্যই শিবলিঙ্গ কে এই দিনের স্নান করান ভালো ফল পাবেন। কোন জিনিস কুড়িয়ে পেলে অবশ্যই মন্দিরে দান করবেন।
*ধনু রাশি: আপনার যাহা করছেন লসের সম্মুখীন হচ্ছেন শারীরিক সমস্যা যাদের আছে মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হচ্ছে। আপনারা অবশ্যই চিড়ার ভোগ দান করুন ভাল ফল পাবেন।
*মকর রাশি: শারীরিক সমস্যায় নিয়ে চিন্তিত আছেন এছাড়াও পরিবারের সদস্যদের হঠাৎ হঠাৎ করে শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে চিন্তিত রয়েছেন। আপনারা এই দিনে একটি পান পাতা নেবেন তার সঙ্গে কয়েকটি এলাচ এবং লবঙ্গ নেবেন কোন হনুমান মন্দিরে দান করে দিয়ে আসবেন ভালো ফল পাবেন।
*কুম্ভ রাশি: অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন আপনারা হচ্ছেন আটকে থাকা কাজ কোনমতেই হচ্ছে না। এই দিনে আপনারা শ্বেত নারকেল জটা সমেত মন্দিরে দান করবেন ভালো ফল পাবেন।
*মীন রাশি: রাহু আপনার রাশি তে অবস্থান করে আছে মানসিক ভাবে মনের মধ্যে উত্তেজনা আছে এবং বড় কিছু করবেন যাহা ভাবছেন পরবর্তী ক্ষেত্রে তার কিছু উল্টো চিন্তাভাবনা মনের মধ্যে আসছে। তাহলে আপনারা শ্বেত চন্দন অথবা কেশরের তিলক কপালে নেবেন এবং সেই কেশর অথবা সাদা চন্দনের পাত্র মন্দিরে দিয়ে আসবেন।
১২ রাশি আপনারা এই দিনে ফল দান করতে পারেন তাতেও ভালো ফল পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন