ASTROLOGY

মেষ রাশি ১৩৮ দিন আপনার সঙ্গে কি হতে চলেছে: Aries Astrology


 মেষ রাশি/লগ্ন ১৩৮ দিন আপনার সঙ্গে কি ঘটতে চলেছে। আপনারা যারা ছন্দময় গতিতে আছেন সেই গতিতে কিছুটা বাধা আসছে। আপনারা যারা আর্থিক সম্পন্ন এমন নয়, এই ১৩৮ দিন একটু সমস্যায় পড়তে পারেন। আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন অবশ্যই এই ১৪৮ দিনের আগে নিজেকে একটি স্টেবিলিটি পর্যায়ে রাখুন। বিষয়টি ভালোভাবে জেনে নিন, কারণ ৩০ জুন ২০২৪ থেকে ১৫ ই নভেম্বর ২০২৪ এই সময়কালের মধ্যে ১৩৮ দিন শনিগ্রহ বক্রী হচ্ছে। যেহেতু শনি গ্রহ বিক্রী হচ্ছে এবং এই গ্রহ আপনার সাফল্য এবং দশম ঘরের অধিপতি। এই সময় কালের মধ্যে শনি গ্রহ দশম স্থানের ফল দেবে। শনি গ্রহ কে নীল গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, এই নীল গ্রহ যেহেতু আপনার সাফল্যতম করে থাকবে তখন এই গ্রহের নেগেটিভিটি একটু বৃদ্ধি পাবে। আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই ৩০ জনের আগে করে রাখবেন। এই সময় কালের মধ্যে যেগুলি আপনার ক্ষেত্রে হতে চলেছে তার মধ্যে যেমন একটি বড় সেটি হল আপনি আপনার কাজের কদর পাবেন না। আপনারা যারা কর্ম পরিবর্তন করবেন এই সময়কালের মধ্যে ভেবেছেন পূর্বে কর্মের থেকে নতুন কর্ম আপনাকে যথেষ্ট বেশি,স্বাচ্ছন্দ বোধ আনবে, তাহলে আপনি ভুল করছেন। আপনারা যারা একটু আর্থিক নিয়ে সমস্যায় আছেন অথবা নিজের ক্যারিয়ার নিয়ে সমস্যায় আছেন এই সময়কালের মধ্যে আপনার মনের মধ্যে নেগেটিভ ভাবনা বেশি আসবে। যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন। আপনাদের ভালোবাসার সম্পর্ক খুব একটা মধুর দেখাচ্ছে না। সন্তান যদি থাকে সন্তান যদি একটু অবাধ্য হয় তাহলে এই সময়ে বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন। এছাড়াও আপনারা সন্তান হওয়ার ক্ষেত্রে যে সমস্যা নিয়ে চলছেন সেই সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবেন। আপনারা যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন সেই রকম দুশ্চিন্তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার নিশ্চিত কোনো উচ্চতর পোস্ট সেটি এই সময় আটকে যেতে পারে আপনার নিচে যারা আছে সেই রকম কোন ব্যক্তি আপনাকে সরিয়ে উপরে যেতে পারে। সম্পত্তি বিক্রি এবং কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন অর্থাৎ সঠিক বাজার মূল্য দেখে কেনার চেষ্টা রাখবেন। এই সময় কালের মধ্যে বিচিত্র অভিজ্ঞতা আপনার মধ্যে তৈরি হবে। নিজেকে যারা প্রতিষ্ঠিত করতে চাইছেন সেখানে কিছুটা হলেও আপনি বাধার সম্মুখীন হতে পারেন। এই সমস্ত যে ঘটনা ঘটবে সেটি অবশ্যই নীল গ্রহ অর্থাৎ শনি গ্রহের কারণে ঘটতে থাকবে। এই সময় আপনারা অতিরিক্ত কোন কিছু ক্ষেত্রে আশা নিয়ে পদক্ষেপ রাখবেন না তা না হলে আসা হতো হতে পারেন। আপনারা যারা কোন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন সেটি অবশ্যই ৩০ জনের আগে নিয়ে ফেলুন। এই সময় কালের মধ্যে কোনরকম যদি মামলা মকর তোমার মধ্যে জড়িয়ে থাকেন তাহলে সেটি যথেষ্ট সমস্যা সৃষ্টি করবে আপনার জীবনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology