আজকের রাশিফল ৭ মে ২০২৪ সাল মঙ্গলবার। আজ আয়ুষ্মান যোগ রাত্রি ৯:১ মিনিট।
মেষ রাশি:-দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে। আজকের দিনে আপনি নিজে বুঝতে পারবেন শারীরিক বিষয়ে কোনো রকম সমস্যা হলে কি কারনে সমস্যা হচ্ছে। কোথাও যদি অর্থ পান সে অর্থ অবশ্যই পাবেন। এছাড়াও আজকের দিনে কারা অতিরিক্ত কোথাও ঋণ নিতে চান চেষ্টা রাখতে পারেন। কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা চলছে আজকের দিনের সমস্যা অব্যাহত থাকবে। মনের মধ্যে বিকল্প কর্মের চিন্তাভাবনা থাকবে।
বৃষ রাশি:-সমস্ত কিছু মানসিকভাবে হালকা করে নিলে হবে না। পূর্বে যেমন ভাবছিলে আজকে দিনে সেইরকম পরিস্থিতিতে সব কিছু নাও যেতে পারে। আজকের দিনে কেউ আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারে। দূর থেকে কোন সংবাদ আপনাকে বিচলিত করতে পারে। আজকের দিনে মনের মধ্যে অতিরিক্ত আশা রাখবেন না।
মিথুন রাশি:-মনে হবে খুব সহজেই সমস্ত কিছু আপনি করে ফেলবেন। বাস্তবে বিষয়টা অতটা সহজ নয়। দীর্ঘদিন ধরে কোন কিছু বিক্রি করবেন ভাবছেন আজকের দিনে ব্যক্তি পেয়ে যাবেন কিন্তু মনের মত মূল্য নাও পেতে পারেন। পরিবারের সদস্যের কারণ শরীর স্বাস্থ্যের সমস্যা হলে হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না ভিড় মস্তিষ্কে সিদ্ধান্ত নেবেন। আপনাদের যাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে মনে হতে পারে দূরে কোথাও চলে যায়।
কর্কট রাশি:- আজ আপনাদের কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য থাকবে। দীর্ঘদিনের কোন জটিলতা কাটতে চলেছে। নিজের কর্মের উপর আস্থা থাকবে যে কোন রকম পরিস্থিতিকে আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে সংঘর্ষ করছেন আজকে দিনের সফলতার মুখ দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে আপনাকে করতে হতে পারে।
সিংহ রাশি:-নিজের চেষ্টার কোন ত্রুটি থাকবে না। সমস্যা যখন নিজের আছে সমাধান নিজেকেই করতে হবে ভাবনা এমনই থাকবে। যেখানেই আপনি অর্থ ব্যয় করবেন সেখানে আপনি কি লাভবান হচ্ছেন সেটা যথার্থ আপনার মনের মধ্যে থাকবে। আজকের দিনে আপনার কথাবার্তা যুক্তিপূর্ণ থাকছে। দীর্ঘদিনের কোন কাজের জটিলতা আজ কাটতে চলেছে।
কন্যা রাশি:-আজকে যাহা চেষ্টা রাখুন সুদূরপ্রসারী চেষ্টা রাখুন। মনের মধ্যে দুশ্চিন্তা হবে তথাপি সময় আপনাদের খুব একটা খারাপ নয় আজকের দিনটা হয়তো মনটা খারাপ থাকতে পারে পরবর্তীতে এর ফল পাবেন। তাই আপনারা দূরবর্তী দিকে তাকিয়ে কোন কিছু চেষ্টা রাখুন। আপনারা যা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন সুস্থতা কিভাবে ফিরে পাবেন ভাবনা থাকবে।
তুলা রাশি:-যা বিজনেস করেন বড় ডিল করার আগে আর্থিক বিষয়টা বুঝে নেবার চেষ্টা রাখবেন। যখনই বাইরে যাবেন প্রয়োজনীয় জিনিস অবশ্যই সতর্কতা রাখবেন। পূর্বের কোন ঋণ থাকলে আজকের দিনে বিব্রত থাকবেন। বাইরের কোনো রকম সমস্যা ঝামেলা পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে।
বৃশ্চিক রাশি:-আজকের দিনে যতটা আপনি খারাপ ভাবছেন দিনটা ততটা খারাপ নয়। লাভবান হতে পারেন। বিবাহিত হয়ে থাকেন আবার এই দুজনেরই আজকের দিনে কিছু না কিছু ভালো খবর নিয়ে আপনার আনন্দিত থাকবেন। দুজনে একত্রে কোন কাজের মধ্যে যুক্ত থাকলে সেখানে ভালো মুনাফা অর্জন করবেন। হঠাৎ করে এককালীন কোন অর্থ পেতে পারেন।
ধনু রাশি:-কোন কর্মের মধ্যে আপনার আসক্তি তৈরি হবে। আজ যথেষ্ট কর্মব্যস্ততার মধ্যে থাকবেন। আপনারা যারা অনলাইনে কোনরকম আপনার শিল্পকলা প্রদর্শন করেন ব্যস্ততার মধ্যে থাকবেন। নিজেকে প্রমাণিত করার মরিয়া চেষ্টা আপনার মধ্যে থাকবে। মনের মধ্যে দৃঢ় সংকল্প নিজে দেখা যাবে যে কোন ক্ষেত্রে মধ্যে আপনি আছেন।
মকর রাশি:-গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না। ভাবছিলেন কোন কাজ খুব সহজে হয়ে যাবে, একটু বাধার সম্মুখীন হতে পারেন। মানসিকভাবে হার মানবেন না সহজ ভাবে বোঝার চেষ্টা রাখবেন। যে কোন বিষয় সফলতা পেতে হলে খুব সহজে আসে না এটি মনে রাখবেন। তাই আজ যদি ব্যর্থ হন আবার দ্বিতীয়বার চেষ্টা রাখবেন পরের দিনে।
কুম্ভ রাশি:- যে সমস্ত কাজগুলো করবেন আপনি সতর্ক করবেন , ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা। আজকের দিনে কোন জিনিস যদি আপনি কেনেন ভালো করে মূল্য যাচাই করে কিনবেন। আজকের দিনে যথেষ্ট ধৈর্য আপনার থাকবে। পরিস্থিতি যাহাই আপনার জীবনে আসুক না কেন একটু ধৈর্য সহকারে চিন্তা করবেন সমাধান পেয়ে যাবেন।
মীন রাশি:-সত্য কথা উচিত কথা বলবেন কারোর হয়ত খারাপ লাগতে পারে। আপনি আপনার কর্মের মধ্যে ফোকাস রাখুন কে কি বলছে দেখার প্রয়োজন নেই। যে ভাবনা নিয়ে এগিয়ে চলছেন সেটি অবশ্যই আপনাদের ভালো। ভালো কাজে অনেক ব্যক্তি বাধা দেয় সেটা আপনার জানার প্রয়োজন আছে। লক্ষ্য যদি আপনার সঠিক থাকে তাহলে সফলতা অবশ্যই পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন