ASTROLOGY

সিংহ রাশি বড় কিছু ঘটতে চলেছে:Leo 2024

 সিংহ রাশি বড় কিছু ঘটতে চলেছে ২০২৪


সিংহ রাশি - সময়টা আপনাদের যথেষ্ট ভালো দিকে ইঙ্গিত করছে। আপনারা মে মাস ২০২৪ শেষের সপ্তাহ থেকে পজেটিভ ফল পেতে শুরু করবেন। আপনারা জুন মাস ২০২৪ সাল যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। আপনাদের জীবনে হঠাৎ করে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে। যেটা অবশ্যই আপনাদের জীবনে একটি বড় কিছু ঘটতে চলেছে। আপনারা যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেখানে নিজেকে প্রমাণিত করতে পারবেন আপনি উপযুক্ত ব্যক্তি। কর্মক্ষেত্রের মধ্যে আপনারা বড় দায়িত্ব পেতে চলেছেন। জুন মাস ২০২৪ সালে মাসের প্রথম দুই দিন যদি আপনারা সরিয়ে রাখেন তার পরবর্তী ক্ষেত্রে এক সপ্তাহ এটি অন্য ধরনের অভিজ্ঞতা তৈরি হচ্ছে। জ্যোতিষ বিচার বিশ্লেষণে যেটা উঠে আসছে আপনাদের দিক থেকে একটি ভালো সময় নির্দেশ করছে। রাশি কুন্ডলি চক্রে সাফল্য স্থানে তিনটি গ্রহ অবস্থান করবে বুধ গ্রহ, শুক্র গ্রহ, এবং রবি গ্রহ এই বিষয়টা আপনাদের যথেষ্ট সামনের দিকে এগিয়ে রাখছে। এছাড়াও বড় যে ঘটনা ঘটতে পারে কারণ স্বয়ং ভাগ্য স্থানের অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করে থাকবে আপনার ভাগ্য স্থানে। এই বিষয়টা যথেষ্ট আপনাদের একটি অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই মাসে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা  অথবা রাহু বীজ মন্ত্র জপ করতে পারেন। আর  ভালো সফলতার দিকে নিয়ে যাবে। কারণ প্রত্যেক মাসে সমস্ত গ্রহ পজেটিভ অবস্থানে থাকে না এই মাসে অনেকগুলি গ্রহ পজেটিভ অবস্থানে থাকবে। শুধুমাত্র রাহু গ্রহ আপনার অষ্টম স্থানে অবস্থান করে থাকবে। যেহেতু রাহু গ্রহ অষ্টম স্থানে অবস্থান করে আছে যার ফলে মনের মধ্যে অহংকার আনবেন না। এই সময় আপনাদের একটি সিদ্ধান্তে আসতে হবে। এই সময় আপনারা ভাগ্যের যথেষ্ট সহায়তা পেতে চলেছেন অনেক কাজ কর্ম যেটা পূর্বে হচ্ছিল না এই সময় আপনাদের হয়ে যাবে। কোন কাজকর্ম নিয়ে যথেষ্ট আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন নতুন করে মনের মধ্যে আবার উন্মাদনা তৈরি হবে। যে ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রেই কিছু না কিছু পজিটিভ ফল আপনি পাবেন। বৃহস্পতি গ্রহ আপনার দশম স্থানে অবস্থান করে থাকবে এটি দীর্ঘ এক বছর কাল অবস্থান করে থাকবে এর কিছু সুফল পাবেন। আপনারা অবশ্যই নিজের কথার উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন তা না হলে এত ভালো গ্রহের অবস্থান আপনার নিজের কথার কারণে কোন গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, ভালোবাসা, ব্যবসা, ভাগ্য সমস্ত কিছু ক্ষেত্রে এটি অভাবনীয় পরিবর্তন আসছে। যে পরিবর্তনটা আপনারা আশা রাখেননি, এইরকম আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে। যারা বেকার আছেন একটি নতুন কর্মক্ষেত্রের মধ্যে আসতে চলেছেন। দীর্ঘদিন পরে মনের মধ্যে আবার আপনার স্বপ্ন জেগে উঠবে। নিজের কর্মদক্ষতার ওপরে আপনার আস্থা জেগে উঠবে। আপনি কোন ধরনের কর্ম করেন তার উপর অনেকটা নির্ভর করছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এখানে আপনি একজন ষ্টার রূপে পরিলক্ষিত হচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology