আজকের রাশিফল ৬ মে ২০২৪ সোমবার:-
আজ চন্দ্র অবস্থান করবে রেবতী নক্ষত্রে ৪:৩১ মিনিট পর্যন্ত। আজ প্রীতি যোগ থাকছে রাত্রি ১১:৪৯ মিনিট পর্যন্ত।
মেষ রাশি:-আজ ধৈর্য রেখে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নিজের ভুলের কারণে কিছু অতিরিক্ত আর্থিক ব্যয় হতে পারে বা সিদ্ধান্তের কারণে। আপনাদের যাদের নার্ভের সমস্যা আছে আজকের স্বাধীনতা অবলম্বন করতে হবে। আপনারা যারা অনলাইনে কোনরকম শিক্ষা প্রদান করেন আপনাদের ভালো।
বৃষ রাশি:-আজ আপনাদের আর্থিক দিক থেকে ভালো একটি দিন। আপনার দীর্ঘদিনের চেষ্টা সফলতা নিয়ে আসতে চলেছে। খুব বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে। আপনি যে কথাগুলো বলবেন যথেষ্ট যুক্তি পূর্ণ কথাবার্তা। আজকের দিনে মানসিকভাবে আনন্দিত থাকতে পারেন।
মিথুন রাশি:-আপনারা যারা নিজে নিজে কোন রকম সার্ভিস দিয়ে থাকেন এরকম কর্ম ভালো। কোনরকম উপদেশ দিয়ে থাকেন , কনসালটেন্সি সার্ভিস খুব ভালো। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হচ্ছে। পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন।
কর্কট রাশি:-আজকের দিনে যে সিদ্ধান্ত গুলি নেবেন একটু বুঝে শুনে নেবার চেষ্টা রাখবেন। খুব সহজভাবে যেগুলি হওয়ার কথা ছিল সেগুলি অনেকটা জটিলতা সৃষ্টি হতে পারে। আজ আপনাদের কাজের মধ্যে ধৈর্য আনতে হবে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ না করাটাই ভালো।
সিংহ রাশি:-দীর্ঘদিনের অর্থ কোথাও পড়ে আছি আজকের দিনের চেষ্টা রাখতে পারেন। লটারি যারা কাটেন সেখান থেকে কিছু অর্থ প্রাপ্তি হবার যোগ থাকছে। আপনার চিন্তা-ভাবনা থাকবে যেখানেই অর্থ বিনিয়োগ করবেন অথবা ব্যয় করবেন সেখান থেকে কিছু আপনাকে লাভবান হতেই হবে। অযথা অর্থ ব্যয় করার চিন্তাভাবনা থাকছে না।
কন্যা রাশি:-যারা বিজনেস এর মধ্যে আছেন যথেষ্ট ভালো আজকের একটি দিন। নিজের কাজের মধ্যে যথেষ্ট একাগ্রতা থাকবে। যাহাই ক্ষেত্রের মধ্যে থাকুন না কেন যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে। নিজের মধ্যে ইচ্ছা শক্তি আরো বৃদ্ধি হবে। কর্ম ব্যস্ততার মধ্যে থাকবেন। বিবাহিত জীবনে ভালোবাসা যথেষ্ট থাকবে।
তুলা রাশি:-নিজের উন্নতির জন্য যত বড়ই সিদ্ধান্ত নিতে হয় নেবেন। আপনারা যারা সোশ্যাল নেটওয়ার্কে ক কাজ করেন যথেষ্ট ভালো। দীর্ঘদিনের কোন অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারেন। নিজের মধ্যে যথেষ্ট ধৈর্য ইচ্ছা শক্তি থাকবে। আজ সমস্ত বিষয়ে যথেষ্ট ঝুঁকি নিতে দেখা যাবে।
বৃশ্চিক রাশি:-আজ হয়তো মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে। মনের মধ্যে শুভ ভাবনা রাখুন। কারণ আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অনেকটা মিল খুঁজে পাবেন। তাই অবশ্যই মনের মধ্যে শুভ ভাবনা রাখুন শুভ ফল পাবেন। আজকের দিনে কোন কিছু পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ব্যাকুলতা মনের মধ্যে থাকবে।
ধরে রাশি:-আজকের দিনে যাহাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন সেখানে কিছুটা আপনি নিজের অভিজ্ঞতার প্রদর্শন করতে পারবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। যে সমস্ত বিষয়ে আপনার সমস্যা চলছে সেই বিষয়ে গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করতে হবে। সমস্যা থাকলে সমাধান করতে হয় দূরে চলে গেলে তার সমস্যার সমাধান হয় না।
মকর রাশি:-আজ আপনার সমস্ত চেষ্টা সফলতার মুখ দেখতে পারে। আজ আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। নিজের মধ্যে কনফিডেন্ট ফিরে আসবে। মনে হবে আপনি সব করতে পারবেন। এই এনার্জি টা কাজে লাগিয়ে আজকের দিনটা সমস্ত কাজে লেগে থাকুন।
কুম্ভ রাশি:-আজ বাজার বুঝে বিনিয়োগ করলে পরবর্তীতে লাভবান হবেন। আজ অনেক কিছু ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। যে বিষয়ে মনের মধ্যে জেদ থাকবে সেই বিষয়ে আপনি করেই ছাড়বেন। আজ আপনাদের পূর্ব অভিজ্ঞতা অনেকটা কাজে লাগবে। আজ আপনি নতুন করে কোন কিছু প্রদর্শন করতে পারেন।
মীন রাশি:-আজ ভাবনা চিন্তার মধ্যে সমস্ত বড় বড় একটি ভাবটা থাকছে। বাস্তবমুখী চিন্তা-ভাবনা করে পদক্ষেপ রাখবেন। বিজনেস যারা করেন বড় বিল হতে পারে তবে আর্থিক বিষয়টা বুঝে করবেন। যেখানে অর্থ বিনিয়োগ করবেন সেখান থেকে প্রফিট কত পাবেন সেটি অবশ্যই বারংবার ভাববেন। আজ আপনাদের বিবাহিত জীবন সম্পর্ক মধ্যমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন