ASTROLOGY

মীন রাশি পেখম এর মতন মেলে ধরতে হবে: Pisces ♓

 মীন রাশি পেখম এর মতন মেলে ধরতে হবে Pisces ♓

মীন রাশি ময়ূরের পেখমের মতো নিজেকে মেলে ধরতে হবে। কারণ মে মাস থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের অনেকটা পারদর্শিকতার দিকে নিয়ে যাচ্ছে। বয়স কোন বাধা নয় প্রতিবন্ধকতা কোন বাধা নয়, শুধু আপনার মানসিকতার পরিবর্তন হতে হবে। আপনারা যারা মীন রাশির আছেন যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে আরও ব্যাপকতা দেখতে পাওয়া যাবে। নিজেকে সেই ক্ষেত্রে প্রমাণিত করার ভালো সময় আপনারা পেয়ে যাবেন এবং এই সময়টা একটি বছর কাল পাচ্ছেন অর্থাৎ আপনারা ২০২৫ সাল পর্যন্ত পারছেন। তাই নিজের মধ্যে যে শিল্পকলা আছে বা আপনি যে বিষয়ে পারদর্শী সেই ক্ষেত্রে উপরে মনোনিবেশ করুন। এই একটি বছর আপনারা নিজেকে প্রমাণিত করতে পারবেন। আপনাদের যাদের মধ্যে জেদ আছে কিছু করে দেখাবার জুনুন আছে সেটিকে কাজে লাগিয়ে আপনারা অনেক দূরবর্তী ক্ষেত্রে পৌঁছে যেতে চলেছেন। শুধু দূরবর্তী ক্ষেত্রেই পৌঁছাচ্ছেন তাই নয় আপনার নামের ব্যাপ্তি হচ্ছে এবং সেই ক্ষেত্রের উপর ভর করে আপনারা পরবর্তী সময়গুলো অতিবাহিত করবেন। কারণ এই দেবগুরু বৃহস্পতি গ্রহের ঘর পরিবর্তন আপনাদের অনেকটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা যারা বেকার আছেন ভাবছেন কোন ইনকামের ক্ষেত্রে আসবেন এই সময়কালের মধ্যে আপনারা ইনকাম এর ক্ষেত্রে আসতে পারছেন। আপনি যাহাই কর্ম করুন না কেন কর্ম করতে করতে কোন কিছুর বিষয়ে আপনি আগ্রহ নিয়ে চলেন সেই সমস্ত ক্ষেত্রে এনার্জি রেখেছেন তাহলে কিছু আশাবাদী আপনারা হবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন ভাগ্য + চেষ্টা= ফলাফল এটি মনে রাখবেন। আপনার মধ্যে চেষ্টা যদি থাকে এই বছরে ভাগ্য আপনাদের সঙ্গেই থাকছে। এই বছরে কি যে পেতে চলেছেন সেটি আপনি বুঝতে পারবেন বৎসরের শেষে। আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেটিকে সামনের সারিতে নিয়ে আসুন। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হয় এই পরিবর্তনটা তাদের জীবনেও হবে, তাই ধৈর্য ধরুন আর একটি বছর নিজেকে প্রমাণিত করার আপ্রাণ চেষ্টা করুন। কারণ দীর্ঘ 12 বছর কাল পরে আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান। এই একটি বছর আপনার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে। আপনার যদি উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন উপযুক্ত কাজ করেন তার কদর আপনার পাবেন। আপনাদের মধ্যে মনে হতে পারে শনির সাড়ে সাথের মধ্যে আপনারা আছেন। জীবনে উন্নতি হবে না, মনে রাখবেন শনি গ্রহ আপনাদের যেমন দ্বাদশ তম স্থানের অধিপতি তেমনি সাফল্য স্থানের অধিপতি। তাই মনের মধ্যে সাড়ে সাতি নিয়ে কোন নেগেটিভ চিন্তাভাবনা না করে আপনার মধ্যে যেটি করার ক্ষমতা আছে সেটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন আর পর্যায়ক্রমে তার ফল পেতে থাকুন।
                  

"কন্যা রাশি খুব ভালো সময় ২০২৫ পর্যন্ত: Virgo ♍ Until 2025

কন্যা রাশি খুব ভালো সময় ২০২৫ পর্যন্ত
কন্যা রাশি আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে এবং সেই ভালো সময়টা আপনারা পাবেন ২০২৫ সাল পর্যন্ত। 

যে বিষয়টা হলো সেটি হল দেবগুরু বৃহস্পতি দীর্ঘ ১২ বৎসর কাল পড়ে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাগ্যের কারক হিসাবে ধরা হয়ে থাকে, তাই দেবগুরু বৃহস্পতি আপনার যখন ভাগ্যস্থানে প্রবেশ করছে অবশ্যই আপনাদের কিছু পরিবর্তন হবে। যে সময়টা দীর্ঘদিন ধরে আপনারা মনে মনে আশা রাখছিলেন সেই রকম কিছু মুহূর্ত আপনাদের জীবনে আসতে চলেছে। অতীতের সমস্ত দুঃখ বেদনাকে ভুলে আপনারা নতুন কিছু পেতে চলেছেন। এইযে একটি বিশেষ সময় আপনাদের আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বড় কিছু একটি প্রাপ্তি হতে চলেছে। আপনাদের যাদের একটু বয়স হয়ে গিয়েছে কোন ইনকামের মধ্যে আপনারা এখন আসতে পারেননি এই সময়কালের মধ্যে একটি ইনকাম এর ক্ষেত্রে আপনার আসতে চলেছেন। আপনার মনের মধ্যে একটি নেগেটিভ ভাবনা ছিল যে কাজে আপনি করতে যাবেন মনের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্ব ছিল সেই রকম দ্বিধা দ্বন্দ্ব থেকে আপনারা বেরিয়ে আসছেন। যেহেতু বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানের অধিপতি, সেহেতু আপনারা বিবাহিত যদি হয়ে থাকেন আপনারা আপনার বিপরীতের দিক থেকে যথেষ্ট সহযোগিতা ও সাহায্য পাবেন। এই সময়কালের মধ্যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। আপনি যে বয়সের আছেন আপনার মধ্যে যেমন কামনা বাসনা আছে যেমন ইচ্ছা আছে বা যে বিষয়ে আপনার সমস্যা আছে সেই রকম বিষয়ে আপনারা শুভ ফল পাবেন। আপনারা যারা পড়াশোনা মধ্যে আছেন যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে। এই সময় আপনাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে একটি ইনকামের ক্ষেত্রে নিয়ে যাচ্ছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছেন এই সময় পরিকল্পনা করতে পারেন অথবা আপনারা যারা কোন রকম সমস্যায় আছেন সন্তান হচ্ছেনা এই সময় সু- চিকিৎসা পাবেন। কারন একটি কথা মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ যে ঘরে অবস্থান করবে যেমন শুভত্ব তো নিয়ে আসবে তেমনি দেব বৃহস্পতির দৃষ্টি হলো অমৃতের সমান। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এই সময় সেই রকম ক্ষেত্রের মধ্যে যদি যুক্ত থাকেন যথেষ্ট আপনার নামের বিস্তার হবে। এই একটি বছর কাল দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য স্থানে থাকবে এই সময় আপনারা কোন কিছু সম্মানে ভূষিত হবেন। উপযুক্ত ব্যক্তি যারা আছেন আপনারা কদর পাবেন সঠিক কাজের কদর পাবেন। আপনার চিন্তাভাবনার মধ্যেই একটি আমূল পরিবর্তন। এবং যে চিন্তা ভাবনা গুলি করবেন সেগুলো যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা। আপনারা যারা ব্যবসা করেন আরো আপনাদের ক্ষেত্রে ভালো সময় আসছে। আপনারা যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন এই সময়কালের মধ্যে আপনার প্রেডিকশন যথেষ্ট ভালো হবে। আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন আপনার মধ্যে পূর্ব অনুমান যথেষ্ট থাকবে। আপনারা যারা অবিবাহিত আছেন এই সময় আপনাদের জীবনে কোন সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসতে চলেছে। আর সঙ্গী অথবা সঙ্গিনি আপনাদের জীবনে এলেই আপনাদের ও একটি জীবনের পরিবর্তন সেটি আপনি উপলব্ধি করতে পারবেন। আপনারা যারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন যেখানে আপনি অপরাধের ভাগীদার হয়ে গিয়েছিলেন। আপনি সেই কাজ করেননি বা আপনার মন থেকে ইচ্ছা নয় তা সত্ত্বেও আপনি সেই রকম ক্ষেত্রে জড়িয়ে পড়েছিলেন। সেখান থেকে আপনারা বেরিয়ে আসছেন।

বৃহস্পতি দীর্ঘ 12 বছর কাল পরে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে। এই বৃহস্পতির গোচর আপনাদের দিক থেকে একটি অভাবনীয় পরিবর্তন হতে চলেছে। অনেক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। 
                                        ধন্যবাদ


Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology