মীন রাশি পেখম এর মতন মেলে ধরতে হবে Pisces ♓
মীন রাশি ময়ূরের পেখমের মতো নিজেকে মেলে ধরতে হবে। কারণ মে মাস থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের অনেকটা পারদর্শিকতার দিকে নিয়ে যাচ্ছে। বয়স কোন বাধা নয় প্রতিবন্ধকতা কোন বাধা নয়, শুধু আপনার মানসিকতার পরিবর্তন হতে হবে। আপনারা যারা মীন রাশির আছেন যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে আরও ব্যাপকতা দেখতে পাওয়া যাবে। নিজেকে সেই ক্ষেত্রে প্রমাণিত করার ভালো সময় আপনারা পেয়ে যাবেন এবং এই সময়টা একটি বছর কাল পাচ্ছেন অর্থাৎ আপনারা ২০২৫ সাল পর্যন্ত পারছেন। তাই নিজের মধ্যে যে শিল্পকলা আছে বা আপনি যে বিষয়ে পারদর্শী সেই ক্ষেত্রে উপরে মনোনিবেশ করুন। এই একটি বছর আপনারা নিজেকে প্রমাণিত করতে পারবেন। আপনাদের যাদের মধ্যে জেদ আছে কিছু করে দেখাবার জুনুন আছে সেটিকে কাজে লাগিয়ে আপনারা অনেক দূরবর্তী ক্ষেত্রে পৌঁছে যেতে চলেছেন। শুধু দূরবর্তী ক্ষেত্রেই পৌঁছাচ্ছেন তাই নয় আপনার নামের ব্যাপ্তি হচ্ছে এবং সেই ক্ষেত্রের উপর ভর করে আপনারা পরবর্তী সময়গুলো অতিবাহিত করবেন। কারণ এই দেবগুরু বৃহস্পতি গ্রহের ঘর পরিবর্তন আপনাদের অনেকটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা যারা বেকার আছেন ভাবছেন কোন ইনকামের ক্ষেত্রে আসবেন এই সময়কালের মধ্যে আপনারা ইনকাম এর ক্ষেত্রে আসতে পারছেন। আপনি যাহাই কর্ম করুন না কেন কর্ম করতে করতে কোন কিছুর বিষয়ে আপনি আগ্রহ নিয়ে চলেন সেই সমস্ত ক্ষেত্রে এনার্জি রেখেছেন তাহলে কিছু আশাবাদী আপনারা হবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন ভাগ্য + চেষ্টা= ফলাফল এটি মনে রাখবেন। আপনার মধ্যে চেষ্টা যদি থাকে এই বছরে ভাগ্য আপনাদের সঙ্গেই থাকছে। এই বছরে কি যে পেতে চলেছেন সেটি আপনি বুঝতে পারবেন বৎসরের শেষে। আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেটিকে সামনের সারিতে নিয়ে আসুন। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হয় এই পরিবর্তনটা তাদের জীবনেও হবে, তাই ধৈর্য ধরুন আর একটি বছর নিজেকে প্রমাণিত করার আপ্রাণ চেষ্টা করুন। কারণ দীর্ঘ 12 বছর কাল পরে আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান। এই একটি বছর আপনার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে। আপনার যদি উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন উপযুক্ত কাজ করেন তার কদর আপনার পাবেন। আপনাদের মধ্যে মনে হতে পারে শনির সাড়ে সাথের মধ্যে আপনারা আছেন। জীবনে উন্নতি হবে না, মনে রাখবেন শনি গ্রহ আপনাদের যেমন দ্বাদশ তম স্থানের অধিপতি তেমনি সাফল্য স্থানের অধিপতি। তাই মনের মধ্যে সাড়ে সাতি নিয়ে কোন নেগেটিভ চিন্তাভাবনা না করে আপনার মধ্যে যেটি করার ক্ষমতা আছে সেটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন আর পর্যায়ক্রমে তার ফল পেতে থাকুন।