ASTROLOGY

কন্যা রাশি : Which planet will bring your Paush month

নদী রাশি : কোন গ্রহ আপনার পৌষ মাস বয়ে আনবে 

কন্যা রাশি অথবা লগ্ন:
আপনার জীবনে পৌষ মাস। এখানে পৌষ মাস অর্থাৎ একটি প্রবাদ প্রবচন যার অর্থ পৌষ মাস সেটি হল আলোর সময়, ভালো মুহূর্ত, ভালো জীবন যাপন করবেন সেটি বোঝানো হয়েছে। সমস্ত বিষয়টা জ্যোতিষ শাস্ত্র অনুসারে উপস্থাপন করব। 

আপনি প্রথমেই একটু বাস্তব জীবনটা ভাবুন আমাদের জীবনে কে আমাদের কথা বেশি চিন্তা করবে সেটা আপনার প্রতিবেশী, আপনার ভাই অথবা আপনার বোন কে বেশি চিন্তা করবে? অবশ্যই আপনি চিন্তা করে বুঝতে পারবেন আপনার মা বেশি আপনার জন্য চিন্তা করবে। এটি আপনার জন্ম কুণ্ডলীর সঙ্গে চিন্তা করুন আপনি যদি কন্যা রাশি অথবা লগ্নের হয়ে থাকেন তাহলে আপনার আত্মকারক গ্রহ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ এখানে আপনার মায়ের সমতুল্য। আপনার জীবনে কি সমস্যা হবে বা আপনি কতটুকু সুখী থাকবেন সেটা কিন্তু নির্ধারণ করছে এই বুধ গ্রহের দ্বারা। আবার যখন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হবে তখন আপনার কথা চিন্তা করার মত কেউ থাকবে না। এখানে আপনার জন্ম-কুণ্ডলী অনুসারে ভাবুন আপনার লগ্ন গ্রহ যদি জ্যোতিষ শাস্ত্র অনুসারে কোন নেগেটিভ ঘরে অবস্থান করে অর্থাৎ 6 ,8 ,12 এবং ৩ ঘরে। এই সমস্ত ঘরে যদি আপনার রাশির অধিপতি গ্রহ বুথ অবস্থান করে তাহলে সেই রকম আপনার চিন্তা করার মত আপনার ভালো হওয়া উন্নতি হওয়া সেগুলো কোন গ্রহ আর চিন্তা করবে না একমাত্র বুধ গ্রহ চিন্তা করবে। তাহলে অবশ্যই বুধ গ্রহ দ্বারা আপনার সুফল হতে পারে আপনার জীবনে পৌষ মাস আসতে পারে।

এর পরবর্তী ক্ষেত্রে যে কোন ব্যক্তির মধ্যে সুখ বৈবাহিক আনতে পারে যে গ্রহ সেটি হলো শুক্র। কন্যা রাশি শুক্র গ্রহ আপনাদের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ। এই শুক্র গ্রহ নির্দেশ করছে আপনার ভাগ্য, আপনার উচ্চ শিক্ষা, আপনার পিতা, আপনার সঞ্চিত ধন, আপনার সুখ, স্বপ্ন, তাই এই শুক্র গ্রহ যথেষ্ট ভালো অবস্থানে থাকা আর তাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই গ্রহ যদি ভালো অবস্থানে থাকে আপনাদের জীবনে পৌষ মাসের সমতুল্য মাস অর্থাৎ ভালো সময় উপলব্ধি আপনারা করতে পারবেন। যেহেতু শুক্র গ্রহ নির্দেশ করে আপনাদের পিতা। কোন শিশু যদি ছোটবেলাতেই পিতাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝতেই পারছেন তার জীবনে কতটা দুঃখ। 

এর পরবর্তী ক্ষেত্রে যে গ্রহ দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আপনাদের জীবনে পৌষ মাসের সমতুল্য মস হতে পারে, সেটি হল শনি গ্রহ। এই শনি গ্রহ আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আপনার মন মানসিকতা কেমন হবে আপনি কতটা বিনয়ী কতটা আপনার মধ্যে আন্তরিকতা আছে সেটি অবশ্যই শনি গ্রহ থেকে জানা যাবে এবং আপনাদের জীবনে কতটা সুফল আনতে পারে কতটা আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন ,এই শনি গ্রহ দ্বারা নির্ধারিত অবশ্যই হবে। কারণ যার মন ভালো নেই তো কিছুই ভালো নেই ।।আর যার মন ভালো তো তার সব ভালো।। আপনি কতটা আত্মবিশ্বাসী থাকবেন কতটা রোগ প্রতিরোধ আপনার মধ্যে থাকবে আপনি জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন যেকোনো ক্ষেত্রে এটি অবশ্যই শনি গ্রহ দ্বারা নির্ধারণ হবে। তাই শনি গ্রহের আপনাদের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি গ্রহ। 

এর পরবর্তী যে গ্রহ দ্বারা আপনাদের জীবনে পৌষ মাস অর্থাৎ সুখী জীবন আত্মবিশ্বাসী জীবন হয়ে উঠতে পারে সেটি হল ছায়া গ্রহ রাহু। এই গ্রহকে আমরা অনেকেই গুরুত্ব দেই না।  বাস্তবিক ক্ষেত্রে আমার জ্যোতিষ শাস্ত্র জীবনে আমি নিজে দেখেছি এই কলি যুগে শুভ গ্রহ যতনা ভালো শুভ ফল নেয় তার থেকে পাপ গ্রহ আরও বেশি ফল দেয়। সে ভালো খারাপ পরের বিষয়। আপনার জন্ম কুণ্ডলীতে দেখতে হবে রাহু কোন ঘরে অবস্থান করে আছে কারণ রাহু গ্রহ দ্বারা আপনাদের ভালো কিছু জীবনে হঠাৎ করে হওয়ার সম্ভাবনা থাকছে। কোন ক্ষেত্রের মধ্যে আপনার আকাঙ্ক্ষা তৈরি হবে। কোন ক্ষেত্রে আপনি যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন। কোন ক্ষেত্রে আর্থিক শ্রীবিদ্ধি করতে পারবেন সেটি অবশ্যই জানা যাবে।

জন্ম কুণ্ডলী ভালোভাবে বিচার করতে হবে যদি নেগেটিভ ঘরে আপনার শুভ গ্রহ থাকে এবং সেই ঘরের অধিপতি কোথায় অবস্থান করে আছে এরকম পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত দেখতে হবে। সেই অনুসারে কিছু প্রতিকার অবশ্যই করতে হবে। তাহলেই আপনি শুভ ফল পাবেন।

বৃহস্পতি শুভ গ্রহ যে ঘরেই অবস্থান করুক না কেন শুভ ফল নিয়ে আসে। আমি আলোচনা করলাম কন্যা রাশি অথবা লগ্নের আপনি যদি লগ্নের হয়ে থাকেন তাহলে কোন গ্রহ আপনার জীবনে পৌষ মাস নিয়ে আসতে পারে অর্থাৎ আপনাদের জীবনে সুখময় জীবন নিয়ে আসতে পারে।
                                          ধন্যবাদ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

Guidelines for Taurus Individuals Purchasing Lottery Tickets

  Guidelines for Taurus Individuals Purchasing Lottery Tickets বৃষ রাশির ব্যক্তিদের জন্য লটারি টিকিট কেনার নির্দেশিকা বৃষ রাশির জাতক জাতিকাদ...