মকর রাশি♑ কোন ক্ষেত্রে আর্থিক ইনকাম বেশি হবে: আর্থিক মূল্যায়ন বছর ২০২৪ - ২০২৫ Capricorn
মকর রাশি/লগ্ন: আপনারা কমবেশি অবশ্যই জানেন অথবা বোঝেন অর্থ ঘরের মধ্যে রাখলে বৃদ্ধি হয় না সেটি বিনিয়োগ করতে হয়। এক কথায় বলতে হলে জলে জল বাড়ে আর টাকায় বাড়ে টাকা।
এই আর্থিক মূল্যায়ন বছর ২০২৪ - ২০২৫ । মকর রাশি এক নজরে জেনে নিন আপনার রাশি অনুসারে অথবা লগ্ন অনুসারে গ্রহের অবস্থান কারণ এই গ্রহের অবস্থান অনুসারে ফলাফল পাবেন। আমি সমস্ত কিছুই বৈদিক জ্যোতিষ অনুসারে বর্ণনা করবো।
এই আর্থিক মূল্যায়ন বছরে আপনার দ্বিতীয় স্থানে শনি গ্রহ অবস্থান করে থাকবে। আপনার তৃতীয় স্থানের রাহু গ্রহ এবং আপনার পঞ্চম স্থানে বৃহস্পতি গ্রহ এবং আপনার নবম স্থানে কেতু গ্রহ অবস্থান করে থাকবে। এর ফলস্বরূপ আপনারা কিছু সুফল পাবেন সেটি অবশ্যই আর্থিক দিক থেকে ,কারণ তৃতীয় স্থানে রাহু গ্রহ আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে দেবে এবং পঞ্চম স্থানে বৃহস্পতি এটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে।
একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনার মকর লগ্ন অন্য রাশি হতে পারে অথবা মকর রাশি অন্য লগ্ন হতে পারে। এই অনুসারে ফলাফলের কিছু তাওতম অবশ্যই পাবেন। যদি আপনারা এই মুহূর্তে রাহু, শুক্র, বুধ, শনি মহা দশার মধ্যে থাকেন তাহলে আপনাদের আর্থিক ইনকাম বেশি হবে।
একটি কথা মনে রাখবেন এখানে যাহা কিছু লেখা হয়েছে অবশ্যই এটি শিক্ষামূলক। আপনাদের নিজের জীবনের সঙ্গে এটি মেলাবেন না কারণ বিনিয়োগ বাজার গত ঝুঁকি সাপেক্ষ, তাই সমস্ত দিক চিন্তা-ভাবনা করে তারপরেই বিনিয়োগ করবেন। যদি কোন রকম আপনার আর্থিক ক্ষতি হয় তার জন্য আমি
কোনো রকম দায়িত্ব নেব না।
এই বছরে আপনারা যে সমস্ত ক্ষেত্র থেকে আর্থিক ভালো রেভিনিউ পেতে পারেন শেয়ার মার্কেটে সেগুলি হল ডিফেন্স, মেশিনারি, মেডিকেল ইন্সট্রুমেন্ট, কেমিক্যাল, গোল্ড, স্যার ইন্ডাস্ট্রি, প্রসাধনী, স্টিল, রিয়েলস্টেট।
এছাড়াও আপনারা যারা এমন কোন কর্মের মধ্যে আছেন বা এরকম কর্মের মধ্যে আসতে চলেছেন তাহলে এই আর্থিক মূল্যায়ন বছরে ২০২৪-২০২৫ আপনারা ভালো মুনাফা অর্জন করবেন। সেগুলি হল শিক্ষামূলক, এগ্রিকালচার, সফটওয়্যার, জুয়েলারি, মেশিনারি ইকুপমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অকালতি, আপনারা যারা স্পেশাল মিডিয়ায় কাজ করছেন অথবা আপনার মধ্যে কোন শিল্পকলা আছে আপনার নামের ব্যক্তি হবে। এছাড়া আপনারা যারা কোনরকম এপ্লিকেশনে কাজ করছেন। আপনারা এই বছরে হঠাৎ করে লটারি থেকে কিছু লাভবান হতে পারেন।
এই বছরে এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনারা ভালো মুনাফা অর্জন করবেন। এই সমস্ত কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন অথবা যুক্ত হতে চলেছেন তাহলে ভালো আর্থিক অর্জন আপনাদের হবে।
এই সমস্ত ক্ষেত্রে আপনারা খুব কম সময়ে আর্থিক মুনাফা উপার্জন বেশি করতে পারবেন। বিশেষ করে শেয়ার মার্কেটে স্কাল্প ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং এবং আপনারা যদি কোন দূরবর্তী দিকে তাকিয়ে ইনভেস্ট করেন সেখানেও আপনাদের আর্থিক ইনকাম যথেষ্ট হবে।
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন