ASTROLOGY

মীন রাশি ১৪৩১ বছর রাশিফল // Pisces 2024

মীন রাশি ১৪৩১ বছর রাশিফল ​​// মীন রাশি ২০২৪

মীন রাশি বাংলা ১৪৩১ বছর নববর্ষ রাশিফল
এই বছরে আপনার মনের মধ্যে যে সমস্ত ভাবনা গুলো উত্থাপন হবে সেই সমস্ত ক্ষেত্রেই আপনাকে অগ্রগতি রাখতে দেখা যাবে। সেই কারণে এই বছরে সঠিক ক্ষেত্রে আপনারা মনঃনিবেশ রাখবেন। আপনার নিজের মধ্যে যথেষ্ট আস্থা থাকবে আপনারা যারা কম বয়সি আছেন এই বছরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। কোন দিকে আপনার উন্নতি হবে সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন আর সেই সমস্ত ক্ষেত্রে আপনার চেষ্টা রাখা উচিত হবে। 

শরীর স্বাস্থ্য: এই বছর আপনাদের শরীর স্বাস্থ্য মধ্যমা সেটি বলা যেতে পারে। আপনারা বিশেষ করে এই বছরে চলাফেরার উপরে সাবধানতা অবলম্বন করবেন। 

লেখাপড়া: এই বছরে আপনাদের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো বিশেষ করে আপনারা যারা উচ্চ শিক্ষাক্ষেত্রে প্রবেশ করবেন এই বছরটা আপনাদের ক্ষেত্রে একটি আইডিয়াল বছর হতে চলেছে। আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন মনের মধ্যে ধৈর্য আপনাকে আনতে হবে আপনারা যারা কোন রকম কর্মী মুখী শিক্ষা নেবেন ভাবছেন মনের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকতে দেখা যাবে। 

ভালোবাসা: এই বছরে আপনাদের ভালবাসার সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে আপনার সঙ্গী অথবা সঙ্গীকে নিয়ে ভুল ভাবনা আসতে পারে। এই বছরে কাউকে ভালোবাসার প্রস্তাব দেবার সম্ভাবনা সব থেকে বেশি।

বৈবাহিক: এই বছরে আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে কোন কিছু আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হলে আপনি মানিয়ে নেবেন এরকমই ধৈর্য আপনার মধ্যে থাকবে। এই বছরে আপনার বিবাহিত জীবনের পার্টনার যদি কোন রকম কর্ম ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন তাহলে অভাবনীয় পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। 

ব্যবসা: আপনারা যারা ব্যবসা করেন যথেষ্ট ভালো। কোন সময় কোন ধরনের পণ্য রাখতে হবে সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। আপনারা যারা নিজে নিজে কোন রকম কর্মের সঙ্গে যুক্ত আছেন তাহলে এই বাংলা নতুন বছর আপনাদের কাছে একটি গেম চেঞ্জার বছরের হতে চলেছে। 

কর্ম: এই বছরে আপনাদের কর্ম প্রাপ্তি সম্ভাবনা আছে , তবে আপনারা বেশি নিজে নিজে কোন রকম কর্মের মধ্যে আসার চেষ্টা রাখবেন অর্থাৎ সেলফ এমপ্লয়ি। 

ভাগ্য: এই বছর ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো নিজের উপরে অনেক কিছু নির্ভর করছে তাই পূর্বেই আপনাদের বলেছিলাম মনের মধ্যে অনেক কিছু করার ভাবনা মনের মধ্যে থাকবে তবে সেই ভাবনা সঠিক ক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে। এই বছরের নিজের ওপরে অনেকটা আস্থা থাকবে তাই সঠিক পথ আপনারা বেছে নেয়ার চেষ্টা রাখবেন। 

এই বছরে আপনাদের যাদের বিবাহিত জীবনে কোন রকম সমস্যা পূর্বে থেকেছিল সেই রকম সমস্যা দূর হতে চলেছে।আপনারা যারা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন সেটিও এই বছরে আপনাদের জীবনে হয়ে যাবে। আপনারা যারা বিদেশে কর্মের জন্য চেষ্টা রাখছেন সেটি এই বছরে আপনি চেষ্টা রাখতে পারেন। আপনারা যারা সুদক্ষ কর্মী হাতের কাজের যথেষ্ট নাম আছে তাহলে এরকম ক্ষেত্রে এই বছরে আপনি আরো নামের বিস্তার করতে পারবেন। এই বছরে আপনি যে ক্ষেত্রেই মনোনিবেশ করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু ভালো ফল আপনারা পেতে চলেছেন। অনেক কিছু ক্ষেত্রে আপনার নতুন অভিজ্ঞতা তৈরি হবে এই বছরে।
                       ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

Guidelines for Taurus Individuals Purchasing Lottery Tickets

  Guidelines for Taurus Individuals Purchasing Lottery Tickets বৃষ রাশির ব্যক্তিদের জন্য লটারি টিকিট কেনার নির্দেশিকা বৃষ রাশির জাতক জাতিকাদ...