আজ আলোচনা করব আপনাদের সাথে হাতের রান্না নিয়ে
কোন কোন খাবার আপনি রান্না করলে সবচেয়ে ভালো এবং সুস্বাদু হবে বা সেই সমস্ত রান্নার ক্ষেত্রে আপনি পারদর্শী। আমি যে সমস্ত বিষয়ে আলোচনা করব তা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হবে। আপনি যদি পুরুষ হন অথবা মহিলা হন তা অবশ্যই আপনার ক্ষেত্রে কার্যকর। যেহেতু বেশিরভাগ মহিলারা রান্না করেন তাই বেশিরভাগটাই তথ্য মহিলাদের জন্য প্রযোজ্য রাখা হয়েছে।
যে প্রতিবেদন আমি নিয়ে আলোচনা করব বা আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করব আপনার জন্মকালীন কুন্ডলীতে গ্রহের অবস্থান অবশ্যই প্রয়োজন আছে স্বাভাবিকভাবে আপনার যদি একটি রাশি অথবা লগ্ন হয়ে থাকে তাহলে আপনার হাতের রান্না কেমন হবে। কোন খাদ্য আপনার ক্ষেত্রে আপনার হাতে সুস্বাদু লাগবে।
মেষ রাশি: নিরামিষ খাদ্য আপনার হাতে যথেষ্ট সুস্বাদু হবে। আপনারা যদি ভাজা জাতীয় কিছু খাদ্য তৈরি করেন সেটিও আপনাদের ক্ষেত্রে অথবা আপনার হাতে সুস্বাদু খেতে লাগবে। আপনাদের খাবারের মধ্যে সমস্ত মশলা জাতীয় জিনিসগুলো পরিমান হিসাবে দিতে দেখা যাবে।
বৃষ রাশি: প্রত্যেকটা খাদ্য যত্ন সহকারে করতে দেখা যাবে এবং যখনই আপনারা রান্না করবেন। প্রত্যেকটা জিনিস হাতে করে নিয়ে একটু নিজে মাঝে মাঝে স্বাদ নিতে দেখা যাবে অর্থাৎ মিষ্টি কেমন হলো নুনটা কেমন হলো।
মিথুন রাশি: তরল জাতীয় খাদ্য অথবা ঝোল জাতীয় কোন খাদ্য আপনাদের হাতে যথেষ্ট সুমধুর হবে। এছাড়াও আপনাদের হাতের রান্না বিশেষ করে বিস্কুট ভালো আপনার বানাবেন রুটি কেক জাতীয় আপনারা ভালো সুস্বাদু আনতে পারবেন।
কর্কট রাশি: আপনারা যাহায় রান্না করুন না কেন খুব মনোযোগ সহকারে রান্না করতে দেখা যাবে খুব সতর্কতার সহিত আপনারা রান্না করবেন। আপনারা নিরামিষ খাদ্যে ভালো সুস্বাদু আনতে পারবেন। আপনারা সবজি জাতীয় খাবারে ভালো সুস্বাদু আনতে পারবেন।
সিংহ রাশি: আপনাদের মিষ্টান্ন জাতীয় খাবার সব থেকে ভালো হবে, পায়েস , পলোয়া ভাত এই ধরনের খাবার আপনাদের হাতে যথেষ্ট সুমধুর লাগবে।
কন্যা রাশি: আপনারা দুই ধরনের খাবার যথেষ্ট ভালো করতে পারবেন সেটি হতে পারেন নিরামিষ অথবা আমিষ। আপনারা ঝাল অথবা তরল জাতীয় মাছ-মাংস এই ধরনের খাদ্য আপনারা খুব ভালো রান্না করতে পারবেন।
তুলা রাশি: আপনারা সবজির বিভিন্ন রকম ব্যঞ্জন, খিচুড়ি ভোগ, চিরে জাতীয় ভাজা জিনিস এই সমস্ত ক্ষেত্রে আপনাদের যথেষ্ট রান্না ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা মশলাটা ও খুব ভালো তৈরি করতে পারবেন।
বৃশ্চিক রাশি: আপনারা নিরামিষ খাদ্য ভালো তৈরি করতে পারবেন আপনাদের মনের মধ্যে ভাবনা থাকবে একটু আলাদা ধরনের কিছু চিন্তা-ভাবনা পুরানো কিছু সবজি যে গুলো আছে সেগুলো দিয়ে একটি নতুন আইটেম তৈরি করা। আপনাদের খাদ্যের মধ্যে নতুনত্বের একটি ছোঁয়া থাকবে।
ধনু রাশি: আপনারা তরল জাতীয় খাবার অথবা ঝোল জাতীয় খাবার ভালো ভাবে তৈরি করতে পারবেন। মিষ্টি জাতীয় খাবার কোনও ভেজি-টেবিল, এই সমস্ত খাবারও আপনাদের হাতে তৈরি হলে যথেষ্ট সুস্বাদু হবে।
মকর রাশি: আপনি যে খাবার তৈরি করুন না সেটি মনোযোগ সহকারে তৈরি করবেন। আপনাদের মধ্যে মসলা বেশি দেওয়ার প্রবণতা থাকবে। আপনার মনে হতে পারে যে মসলা বেশি বেশি দিলেই সুস্বাদু খাবার তৈরি হবে এবং খুব সুন্দর স্বাদের হবে। তবে আপনি যতই বেশি বেশি মসলা দিন, আপনার হাতের রান্নার জাদু অবশ্যই থাকবে।
কুম্ভ রাশি: আপনাদের হাতের রান্না করা মাছ, মাংস, চিপস জাতীয় খাবার যথেষ্ট সুস্বাদু হবে। এই সমস্ত খাবার আপনাদের হাতে তৈরি হলে আত্মীয়-স্বজন খেয়ে যথেষ্ট আনন্দিত হবেন।
মীন রাশি: আপনারা মিষ্টান্ন জাতীয় খাবার,যে খাবারে কিছু মিষ্টত্ব আছে, সেই মিষ্টত্ব নিয়ে নতুন ধরনের কিছু আইটেম তৈরি করার চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে। নতুন নতুন আইটেম সংক্রান্ত চিন্তা খাদ্যের মধ্যে সুস্বাদু রূপ।
অবশ্যই মনে রাখবেন,আপনার রাশি অথবা লগ্ন ভেদে গ্রহের অবস্থান অনুসারে ফলাফল কিছুটা ভিন্ন হতে পারে। এটি সামগ্রিকভাবে চিন্তাভাবনা করবেন।
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন