ASTROLOGY

মকর রাশি ১৪৩১ বাংলা নববর্ষ রাশিফল // Capricorn Horoscope 2024

মকর রাশি ১৪৩১ নববর্ষ রাশিফল ​​// Capricorn ​​2024

আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবার আপনারা আশা রাখতে পারেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার ফলাফল আসতে চলেছে। এই বছরে যেমন আপনার নিজের চেষ্টা থাকবে এবং ভাগ্যের দিক থেকেও আপনারা সহায়তা পাবেন যার ফলে এই দুই মিলিয়ে আপনারা অবতপূর্ব কিছু করতে চলেছেন এই বাংলা নতুন বছরে। আপনাদের পূর্বেই যে কাজ হচ্ছিল না সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ এই বছরেই আপনারা করতে পারবেন। মানসিক চাপ আপনাদের কম থাকবে আগে সমস্ত বিষয় আপনি বড্ড বেশি মাথার মধ্যে নিয়ে নিচ্ছিল সেখান থেকে পরিত্রাণের পথ আপনার পাবেন।

শরীর স্বাস্থ্য:-এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো ,তবে একটি বিষয় দেখাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় সেটি হল আপনারা নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশি অবহেলা করবেন। নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে।

লেখাপড়া:-এই বছরে আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো। আপনার মধ্যে শিক্ষা ক্ষেত্রে ভালো ক্ষেত্রে প্রবেশ স্বীকার সুযোগ পেয়ে যাবে। আর আপনারা যারা উচ্চ শিক্ষাক্ষেত্রের মধ্যে আছেন মনের মধ্যে নেগেটিভ ভাবনা ছিল সেখান থেকে আপনারা সরে আসছেন।

ভালোবাসা:-এই বছরে আপনাদের ভালবাসার সম্পর্ক ভালো। আর আপনারা যারা সিঙ্গেল আছেন এই বছরে আপনার জীবনে নতুন সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোন সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসার ফলে আপনার জীবনে একটি আমল পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।

বৈবাহিক:-আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো। নতুন করে আপনারা যারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আপনারা এই বিবাহিত সম্পর্ক হেতু অনেক সুযোগ-সুবিধা পেতে চলেছেন। এরকম বিবাহ বন্ধন থেকে আপনারা উপকৃত হবেন।

ব্যবসা:-এই বছরে আপনারা ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা চিন্তাভাবনা সেগুলো করতে পারবেন। আপনারা বেকার আছেন নতুন করে বিজনেস ক্ষেত্রের মধ্যে আসতে চলেছেন। আপনাদের আর্থিক উন্নতি যথেষ্ট হবে।

কর্ম:-এই বছরে কর্মরতির যোগ আছে তবে চেষ্টা রাখবেন আপনারা নিজে নিজে কোন রকম কর্ম করা যায় কিনা একটু চেষ্টা বেশি রাখবেন। আপনার শিক্ষা কথা ক্ষেত্রে কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন যে কোন শিক্ষা, সেটি হতে পারে কম্পিউটার অথবা জেনারেল শিক্ষা।

ভাগ্য:-পূর্বের থেকে এই বছরে আপনারা যথেষ্ট ভাগ্যের সহায়তা পাবেন। আপনার মধ্যেও চেষ্টা থাকবেই তাই সাফল্য অবশ্যই আপনার পেতে চলেছেন মেনে নিয়ে চলতে পারেন।

এই বছরে আপনার মনের মধ্যে শুভ ভাবনা চিন্তা আসবে এবং আপনার মধ্যে যে শিল্পকলা আছে সেই শিল্পকলা প্রকাশিত হবার প্রবল সম্ভবনা থাকছে এবং এই ক্ষেত্রেও আপনি ইনকামের মধ্যে আসতে পারেন কিন্তু ভাবনা করতে পারেন। এই বছরে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। এই বছরে যে কোন কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন অর্থাৎ কোন কাজ ছোট নয় সেটি মানসিকভাবে আপনি মেনে নেবেন। এই বিষয়টা আপনাদের যথেষ্ট সামনের দিকে নিয়ে যাচ্ছে। যেকোনো রকম সমস্যা দীর্ঘদিন নিয়ে আপনি বহন করে চলছেন সেটি হতে পারে কোন রকম ভূমি সমস্যা আপনার ঘরের সমস্যা, কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। এই বাংলা নতুন বছরে আপনার মনের মধ্যে একটি পরিবর্তন আসবেই।
     ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

How to Identify an Intelligent Child: According to Astrology

How to Identify an Intelligent Child: According to Astrology