ASTROLOGY

মীন রাশি মহিলাদের কেমন যাবে ২০২৪ সাল

মীন রাশি মহিলাদের কেমন যাবে ২০২৪ সাল 

আপনি যদি মীন রাশির মহিলা হয়ে থাকেন, ২০২৪ সাল আপনাদের একটি অভাবনীয় বৎসর হতে চলেছে। আপনার জন্মকালীন কুণ্ডলী অনুসারে গ্রহের অবস্থান অনুসারে আপনি যেমন মন মানসিকতা নিয়ে চলেন এই ২০২৪ সালে আপনার জীবনে সেই রকম পুরুষ অথবা মহিলা আপনার জীবনে আসতে চলেছে। কিছু কিছু বিষয়ে যথেষ্ট আকাঙ্ক্ষা তৈরি হবে। এই ২০২৪ সালে যে সমস্ত মহিলারা নিজের স্বাবলম্বী হতে চাইছেন এই ২০০০ সালে অবশ্যই আপনারা হতে চলেছেন। যদি আপনার মধ্যে কোন কাজের দক্ষতা থাকে হাতের কাজের দক্ষতা সেটা হতে পারে কোন রকম সেলাই হতে পারে কোন রকম অঙ্কন বা কোন রকম বিউটিশিয়ান ইত্যাদি ক্ষেত্রে, তাহলে এই ২০২৪ সালটা আপনাদের জন্য। আপনারা যারা কথা বলার উপরে দক্ষতা নিয়ে চলেন এই ২০২৪ সালে কোনরকম সঞ্চালক বা রিসেপশন ক্ষেত্রে কর্মের যেমন সম্ভাবনা আছে তেমনি সেইরকম ক্ষেত্রে যদি কর্মরত থাকেন নিজেকে আরও একটি উচ্চতায় নিয়ে যেতে পারবেন। ২০২৪ সালের শরীর স্বাস্থ্যের দিকে বলতে হলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছেনা তবে ঠিক সময় খাওয়া দাওয়া আপনাকে করতে হবে এবং কোন কিছু বিষয়ে যথেষ্ট আশা রাখলে কিন্তু চলবে না। বা কোন কিছুর বিষয়ে যথেষ্ট আকাঙ্ক্ষা নিয়ে চললে হবে না। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন ধৈর্য যথেষ্ট আনতে হবে কারণ আপনার মধ্যে ওভার কনফিডেন্স যথেষ্ট থাকবে। এই ২০২৪ সালে ভালোবাসার সম্পর্ক বলতে হলে আপনার জীবনে নতুন করে কোন সঙ্গী আসার সম্ভাবনা থাকছে। আপনি যদি কাউকে মনে মনে দীর্ঘদিন ধরে ভালবাসেন সেটিও এই সময় ইঙ্গিতপূর্ণ কোনরকম সংকেত দিতে দেখা যাবে আপনার দিক থেকে। যারা বিবাহিত আছেন এই ২০২৪ সাল আপনার দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না তবে আপনার স্বামী এমন কোন কর্ম ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন বা যেকোনো কর্মক্ষেত্রের সঙ্গেই থাকুক না কেন সেই কর্মক্ষেত্রে একটি আকাঙ্ক্ষা উচ্চ চিন্তা ভাবনা নিয়ে চলছে সেই রকম আকাঙ্ক্ষা উত্তর চিন্তা ভাবনা থেকে যদি কোন কমে আঘাত লাগে সেক্ষেত্রে আপনার স্বামীর মধ্যে টেনশন দেখতে পাওয়া যাবে। আপনাকে সেই রকম টেনশন থেকে বার করে আনতে হবে অর্থাৎ এই ২০২৪ সালের আপনার পরামর্শ আপনার স্বামীর জন্য খুবই উপকৃত হবে। ভাগ্যের দিক থেকে বলতে হলে এই ২০২৪ সালে আপনার নিজের উপর যথেষ্ট আস্থা থাকবে বছরের মাঝামাঝির পরে আরো বেশি আপনার মধ্যে আস্থা জন্মাবে। এই ২০২৪ সালে বেশি ঝুঁকি নিতে আপনার দেখা যাবে তাই যে কাজে আপনি পারদর্শী আছেন কারোর সহযোগিতা নিয়ে সেই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন।এই ২০২৪ সালে যথেষ্ট আপনার মধ্যে জেদ থাকবে তাই অবশ্যই অন্য ব্যক্তির পরামর্শ বা পরিবারের বয়স্ক ব্যক্তির পরামর্শ নিয়ে চলার চেষ্টা রাখবেন। আপনারা যারা মা হতে চলেছেন এই ২০২৪ সালে বিশেষভাবে চলাফেরার উপর একটু সতর্কতা অবলম্বন করবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

Rules for buying lottery tickets for the "Aries Horoscope"

  Rules for buying lottery tickets for the "Aries Horoscope" "মেষ রাশির" লটারির টিকিট কেনার নিয়ম মেষ রাশির জাতক জাতিকাদ...