MANU

Astrologer Sukanta Manna

🌐 Site Info / সাইট তথ্য

টাকা পয়সা নদীর জোয়ারের মতো ভেসে আসবে! Capricorn Horoscope July 2025: মকর রাশি

Capricorn Horoscope 

 এই মাসে নদীর জোয়ারের মতো টাকা পয়সা ভেসে আসবে আপনাদের জীবনে। অর্থের যোগান ভালই থাকবে।  বর্তমানে আকস্মিক ভাবে যতরকম অর্থ পাওয়ার পথ আছে সর্ব ক্ষেত্রেই আপনাদের জন্য খোলা থাকছে এই মাসে। নিজের ইচ্ছামত সময়টা আনন্দ উপভোগ করে আপনারা চলবেন। নতুন নতুন বন্ধু অথবা বান্ধবী আপনাদের সামনে উপস্থিত হবে। যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আনন্দ সমাগমের মধ্যে আপনারা এই মাসটা অতিবাহিত করবেন। আপনার কথার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা থাকছে। এই কারণে যে কোন ক্ষেত্রে আপনারা নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। 


যেকোনো কাজের ক্ষেত্রে শত্রু থাকবে শত্রুর জায়গায় আপনি থাকবেন আপনার জায়গায়। আপনার কথাবার্তার মধ্যে চতুরতার কারণে যে কোন বিষয়ে আপনি অনায়াসে এড়িয়ে যেতে পারবেন। এই মাসে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। এই কারণে আপনার মনের মধ্যে পুরানো যে বাসনা কামনা গুলো আছে সেগুলোকে চরিতার্থ অপেরা করতে পারেন। এটাই পুরনো সময় আপনাদের জন্য। 


যে কোন ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে অবশ্যই নিজের যোগ্যতা আপনি প্রমাণ করতে পারবেন। ভাগ্যে যতটুকু আছে আছে তারপরে কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকছে। ভাগ্য ও আত্মবিশ্বাস এই দুই সম্মিলিত প্রভাব আপনার পেশাদারিত্বের মধ্যে ফুটে উঠবে। এই মাসে কিছু ক্ষেত্রে আমরা জেদ ধরবেন এবং এই এদের কারণে আপনাকে সেখান থেকে সরানো মুশকিল।


শরীরশাস্ত্র আপনাদের ভালই থাকবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময় আপনারা পাচ্ছেন। অভিনয়/গ্ল্যামার নাচ, গান জগতে যারা রয়েছেন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। এই মাসে আপনার জীবনে নতুন ভালোবাসা আসা সম্ভবনা থাকছে। এছাড়া আপনারা ভালবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আরো আপনাদের মধুর সম্পর্ক তৈরি হবে। বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আপনার স্ত্রী অথবা স্বামীর কারণে আপনার সম্মান বৃদ্ধি হচ্ছে। ব্যবসা যারা করেন যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এই মাসে। আপনার ব্যবসা আরো প্রসারিত করতে পারবেন। আপনার যারা ভাবছেন অনলাইনে আসবেন তাহলে অবশ্যই শুরু করতে পারেন। স্বাধীন কর্মের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট আপনারা উপরের দিকে উঠছেন। নিজের খুশি মত নিজের কর্ম করবেন। কোথাও কর্মরত যদি থাকেন তাহলে অবশ্যই উচ্চতর পোস্ট ও আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। এই মাসে আপনারা আপনাদের গুড উইল/ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে অনেক কার্য সম্পন্ন করতে পারবেন।


আপনারা যারা নিজের জন্ম কুন্ডলী বিচার করেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন।বাড়িতে বসেই নিজের সম্বন্ধে জানতে পারবেন। 

MOB:9836308473

প্রস্তুতি নিতে হবে, সময় কম! বৃশ্চিক রাশি July 2025 "SCORPIO HOROSCOPE"

বৃশ্চিক রাশি জুলাই ২০২৫ রাশিফল

 বৃশ্চিক রাশি, আর কয়েকটা মাস পরে ভালো পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। এই কারণে আপনাদের এই জুলাই মাস থেকেই আপনাদের প্রস্তুতি জোর কদমে রাখতে হবে। ভালো প্রস্তুতি রাখলে সমস্ত কাজ সম্পন্ন করে রাখলে আরো ভালো ফলাফল আখড়া পেতে পারবেন। এই জুলাই মাসে আপনারা সম্পত্তি গত সমস্যা সমাধান করার চেষ্টা রাখবেন। নিজের পাওনা গন্ডার সমস্ত কিছু এখন থেকেই বুঝে নেওয়ার চেষ্টা রাখবেন। শারীরিক সমস্যা থাকলে  সুস্থ কিভাবে থাকা যায় এই বিষয়ে নিজেই পর্যালোচনা করবেন। কারণ পরবর্তী যে সময় আগত দিনগুলি আসছে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো অবস্থান নির্দেশ করছে। তাই এখন থেকেই আপনাদের প্রস্তুতি রাখতে হবে সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান করতে হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে আপনারা কর্মের গতিকে আরো ত্বরান্বিত করতে পারবেন। 

এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ থাকছে হঠাৎ অর্থ প্রাপ্তির দিক ও নির্দেশ করছে তবে সেটি মাসের শেষের দিকে। আপনারা যারা লটারি অথবা আকস্মিক অর্থ পাবেন মনে মনে আশা রাখেন এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন মাসের শেষে। এই মাসের শুরুর দিকটা আপনারা অবশ্যই নিজের সমস্যার সম্পত্তি গত সমস্যা এরকম সমাধান হবে। আপনাকে এই সমস্ত ক্ষেত্রে মনোযোগ রাখতে হবে। আপনারা যারা প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এখানে ভালো কিছু অর্থ পেতে পারেন। 

এই মাসেও আপনারা ভাগ্যের সহায়তা পাবেন আকস্মিক ক্ষেত্রে আপনাদের যোগাযোগ আসতে পারে এই যোগাযোগ টাকে কাজে লাগাতে হবে। এই যোগাযোগ আপনাকে সম্পত্তি গত সমস্যা থেকে সমাধান করাবে শারীরিক বিষয়ে সমস্যার সমাধান করতে পারবেন। প্রায় সমস্ত কিছু আপনার নিজের কন্ট্রোলের মধ্যে থাকবে। কর্মক্ষেত্রের মধ্যে যারা নিযুক্ত রয়েছেন এই মাসে যতোটুকু আপনার সম্মান প্রাপ্তি হওয়ার কথা ছিল ততটুকু হয়তো নাও পেতে পারেন কিছুটা বঞ্চিত হতে পারেন। তবে এই সমস্ত ক্ষেত্রে ততো কর্ণপাত করবেন না নিজের কর্মের প্রতি যথেষ্ট মনোনিবেশ থাকবে। অন্য ক্ষেত্র থেকে আপনি ঠিকই করতে পারবেন সেটা আপনি বুঝেই যাবেন। 

শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা সমস্যা দেখাচ্ছে না শরীর-স্বাস্থ্য ভালোই থাকবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্র মাসের মধ্যবর্তী সময়ে যথেষ্ট ভালো। বিবাহিত জীবন আপনাদের ভালো তবে কিছু কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি হতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে এবং আপনারা এই মাসে একত্রে কোথাও ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। ব্যবসা যারা করেন ভালো সময় ধরে নিয়ে চলতে পারেন। বিশেষভাবে আপনারা যারা ইলেক-টনিক্স কোনরকম রিপি-য়ারিং অথবা বিক্রি করেন যথেষ্ট ভাল। ভাগ্য খুব একটা খারাপ দেখাচ্ছে না যোগাযোগ অবশ্যই বাড়বে। পারিবারিক ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় সম্মুখীন আপনারা হতে পারেন বিশেষভাবে মায়ের শরীর স্বাস্থ্য অথবা কোনরকম সম্পত্তি কেনার দিক থেকে অথবা ভ্রমণ সংক্রান্ত এইগুলি ইঙ্গিত করছে। 

আপনারা যারা নিজের জন্ম কুন্ডলী বিচার করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন পরামর্শ পাবেন। 

MOB:9836308473

আর্থিক উৎসবের মাস! তুলা রাশি জুলাই ২০২৫ "LIBRA ♎

Libra Horoscope 

 আর্থিক উৎসবের মাস হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের 

এই মাস আপনাদের আর্থিক উৎস যথেষ্ট ভালো। বহুমুখী ক্ষেত্র আপনাদের সামনে উন্মোচন হতে চলেছে। এক কথায় বলতে হলে অর্থ আপনাদের সর্বদা হাতে থাকবে। আপনারা যারা লটারিতে আগ্রহ রাখেন এই ক্ষেত্র থেকেও আকস্মিক কিছু হঠাৎ বড় অর্থ প্রাপ্তির যোগ দেখাচ্ছে। এছাড়াও আপনারা সম্পত্তি গত দিক থেকে লাভবান হতে পারেন। আপনাদের বিবাহিত হয়ে থাকেন এই সূত্রেও কিছু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ যথেষ্ট থাকছে। 

এই মাসে যেমন আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন তেমনই কিছু আপনার মনের মধ্যে ভয় গ্রাস করবে। এই ভয় কিছু ক্ষেত্রে অহেতুক মনের মধ্যে ভয় থাকবে। শত্রু থাকলে শত্রু থেকে চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে নিজের মধ্যে অনেকটা সময় আস্থা রেখে কাজকর্ম করতে আপনি বিলম্ব করবেন। এই সমস্ত ভয় উপেক্ষা করে যদি আপনারা অগ্রগতি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। কারণ এই মাসে আপনারা ১৭ তারিখের পর থেকে কর্মক্ষেত্রের প্রভুত্বের উন্নতি করতে চলেছেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানেই আপনার ভাগ্যের উন্নতি। কোথাও কর্মরত যদি থাকেন সেখানে অবশ্যই আপনি উচ্চতর পোস্ট পেতে পারেন। আপনারা যারা স্বাধীন কর্ম করেন এই ক্ষেত্র আপনি আপনার নামের বিস্তার করতে পারবেন। যে কর্মটা একটি সাময়িক গতিতে যাচ্ছিল সেটি একটি ভালো গতি ধারণ করবে। যে বিষয়গুলো আপনার সামনে ঘটবে সেগুলোকে যেমন আপনার গ্রহণ করবেন তেমনি যদি কিছু অপ্রীতিকর ঘটনা আপনার সামনেহ ঘটে সেটিকে নিজের মনে করে চিন্তাভাবনা করতে দেখা যাবে।

যারা বড় ঋণ নিতে চাইছেন এই মাসে এই ক্ষেত্রে অগ্রগতি থাকছে। এছাড়াও আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনরকম শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন  এবারে আপনার কাছে শুভ উদ্বৃত্ত হবে অর্থাৎ ডাক্তারি পরামর্শ নেয়া যাক এই রকম চিন্তা ভাবনা মনের মধ্যে থাকবে। সফলতা অনেকাংশেই আমরা পাবেন সেটি ব্যবসা করেন এই ক্ষেত্রে সফলতা পেতে পারেন অথবা বিবাহিত সম্পর্ক থেকে কিছু আর্থিক সমস্যার সমাধান হতে পারে।

এ মাসে অনেক ক্ষেত্রেই আপনাদের আর্থিক উৎস নির্দেশ করছে তবে একটি কথা মনে রাখবেন যে কোন ক্ষেত্রেই অর্থ আপনাদের আসুক না কেন সেই অর্থ ধরে রাখার চেষ্টা রাখবেন।

শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেমন সমস্যা দেখাচ্ছে না তবে যাই হোক আপনারা দুশ্চিন্তায় থাকবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে মধ্যশিক্ষা ক্ষেত্রে মনোযোগ রাখতে হবে। ভালোবাসার সম্পর্ক আপনাদের একজাস্ট করে চলতে হবে। এই মাসে আপনারা নতুন করে ভালবাসার প্রস্তাব পেতে পারেন। বিবাহিত যারা রয়েছেন আপনাদের সম্পর্ক ভালো তবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে চিন্তা থাকবে। ব্যবসা যারা করেন পূর্বের পাওনা আদায় হবে। আগের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না কারণ বৃহস্পতি গ্রহ পড়ে আছে তাই আপনাদের উচিত হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান যোগাযোগ করতে পারেন এখানে অনলাইন পরামর্শ পাবেন।
MOB:9836308473

কন্যা রাশি ভাগ্যের গ্রহ ভাগ্যে স্থানে! July 2025 "Virgo Horoscope"

Kanya Rashi

 ভাগ্যের কারক গ্রহ ভাগ্য স্থানে তাই জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা না থাকলেও বিষয়টি অনুধাবন করতে পারছেন। 


কন্যা রাশি জুলাই মাস ২০২৫ সাল। গ্রহের গোচর এমনই কিছু ঘটতে চলেছে যেটা আপনাদের মনের মধ্যে আশা বাড়িয়ে তুলছে। ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্য স্থানে অবস্থান করা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ মাস হতে চলেছে। যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন। হঠাৎ বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। এই পরিবর্তন বিশাল সুযোগ আসছে। যে পরিস্থিতিতে রয়েছেন বা যাহা করছেন শুধু সেই কাজের মধ্যে মনোযোগ রাখুন। এরপরে কি ঘটছে সেগুলো আপনি নিজেই উপলব্ধি করুন। 

এই মাসে আপনাদের যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। নতুন কিছু আর্থিক উৎস আপনাদের সামনে উঠে আসতে চলেছে। ছোট বড় যেকোনো রকম কর্মের মধ্যেই আপনি রয়েছেন সেখানে আপনার নামের বিস্তার করতে পারবেন। যে কর্ম করে যথেষ্ট মানসিক আপনি আনন্দ পান সেই রকম কর্মের মধ্যে যদি নিয়োজিত থাকেন মানসিক তৃপ্তি পাবেন। আমাদের একটাই উদ্দেশ্য থাকে সেটি হল আর্থিক কিছু সূরা হবে কিনা হ্যাঁ অবশ্যই আর্থিক সুরাহা আপনাদের হবে। কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পাচ্ছেন। দৈনন্দিন জীবনে যে অর্থ পান বিশেষ করে আপনারা যারা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন একটু অতিরিক্ত অর্থ পাচ্ছেন এবং দ্বিমুখী অর্থ আপনাদের আরো সমৃদ্ধি করাবে।। 



শুধু ঘটনা এখানেই নয় মাসের মাঝা মাঝির পর থেকে সেখানেও আকস্মিকভাবে যোগাযোগ যেমন বৃদ্ধি হবে এবং অনেক ক্ষেত্রেই আপনারা একটি উচ্চপর্যায়ে থাকবেন। মনের কাঙ্ক্ষিত আশা সেটি পূর্ণ হতে চলেছে। এই কাঙ্ক্ষিত আশা, আপনারা যারা অবিবাহিত আছেন ভালো যোগাযোগ আসতে পারে কর্মের দিক থেকে একটি ইতিবাচক পথ চলতে চলেছে অথবা নতুন কিছু আর্থিক উৎস আপনাদের সামনে উঠে আসতে চলেছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে,হালকা ভাবে নেবেন না বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের দিক থেকে। আপনার সমস্ত সিদ্ধান্ত সেগুলো যথার্থ সিদ্ধান্ত হতে চলেছে। আপনারা পূর্ণমাত্রায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। 

শুধু কর্ম ক্ষেত্রে অথবা আপনার দ্বিমুখী অর্থ আসবে এমন নয় নিজের মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে। যেকোনো ব্যক্তির যখন আর্থিক উচ্চ ভালো হয় বা সময় ভালো যায় যে কোন ক্ষেত্রেই চেষ্টা রাখে সেখানেই কিছু না কিছু জীবনে পেয়ে থাকেন। এই কারণে আপনারা এই সময় নিজের মধ্যে প্রয়াস বাড়িয়ে তুলুন। যে ক্ষেত্রে এই চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রেই কিছু না কিছু আপনারা পেতে চলেছেন। 

এই মাসে আপনারা যদি কোন রকম আইনি সমস্যায় পড়েন সেটি সমাধান হচ্ছে অথবা যদি আইনি সমস্যায় থাকেন আপনাকে ততটা বিব্রত করতে পারবেন। আপনি সমস্ত ক্ষেত্রেই উপযুক্ত কথা বলে যে কোন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবেন। কারণ আপনার মধ্যে যুক্তিসঙ্গত সমস্ত বিষয় বুঝিয়ে বলার প্রবণতা থাকছে। বিষয় যতই জটিল হোক না কেন আপনার কাছে সেই জটিল পথ প্রশস্ত করার রসদ থাকবে।

এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ১৭ তারিখের পর থেকে ভালো অবস্থানে থাকবেন যেগুলি সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখবেন। ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো। আপনার দুজনেই যদি কম বয়সী হয়ে থাকেন দুজনের ক্যারিয়ারের দিক থেকে ভালো সময় যাবে। বিবাহিত জীবন আপনাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক দেখতে পাওয়া যাবে। আপনার পার্টনার যদি কোন কর্ম ক্ষেত্রে মধ্যে যুক্ত থাকেন শেখানো ইতিবাচক ফল পেতে চলেছেন। ব্যবসা যারা করেন, এই ক্ষেত্র থেকেও আপনার আর্থিক কিছু মুনাফা অর্জন হতে পারে। কোন সরকারি ক্ষেত্র থেকে ভালো অর্ডার আপনার পেতে পারেন সেটি অবশ্যই আপনি কোন ধরনের ব্যবসা করছেন তার উপর নির্ভর করছে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো আপনার কর্মের নামের বিস্তার হচ্ছে। এমন কোন কাজ করেন যদি বাড়িতে বসে সেই কর্ম আপনি করতে থাকেন তাহলে ভালো সময় আপনাদের আসছে বা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন এই মাস। 

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান অনলাইন পরামর্শ পাবেন যোগাযোগ করতে পারেন। 
MOB:9836308474

সিংহ রাশি মাসিক রাশিফল জুলাই ২০২৫//LEO HOROSCOPE

Leo Messi 

 সিংহ রাশি এই মাসে আপনার কর্মকান্ড বহিঃপ্রকাশ পেতে চলেছে!

 এই মাসে আপনার কর্মকান্ড বিস্তার হচ্ছে। আপনি যে ক্ষেত্রেই কর্মরত রয়েছেন সেই ক্ষেত্রেই আপনার জীবনে ভালো সফলতা আসছে। যে কোন ক্ষেত্রে আপনারা নিয়োজিত রয়েছেন শুধু কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে আপনারা ফুটিয়ে তুলবেন সমস্ত কাজ। আপনার মনে যে সমস্ত আশাগুলো ছিল সেই আশা এই মাসে পূর্ণ হতে চলেছে। এটি কোন নিছক কথা নয় কারণ এই মাসে আপনার রাশি থেকে সাফল্যতম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে এবং রবি গ্রহ মাসের ১৭ তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে। এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরো ভালো ক্ষেত্রে নিয়ে যাচ্ছে। কাজের মধ্যে পরিচ্ছন্ন এবং স্বচ্ছতা আসছে। যারা কর্মরত রয়েছেন এই মাসে আপনাদের উচ্চতর পোস্ট হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। 

যারা সুযোগ সন্ধানী রয়েছেন চেষ্টা রয়েছে বহুমুখী সুযোগ আপনাদের সামনে পথ খুলতে চলেছে। আপনারা শনি গ্রহের নেগেটিভ প্রভাব এর মধ্যে রয়েছেন তথাপি সফলতা এতটাই পাবেন আপনার মধ্যে নেগেটিভি অনেকটা দূর হয়ে যাবে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটি আপনাদের মানসিক শান্তি নিয়ে আসতে পারে। যারা বিবাহ বন্ধনে যুক্ত রয়েছেন আকস্মিকভাবে এরকম সম্পর্ক থেকে কিছু প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা থাকছে। এক কথায় বলতে হলে এই মাসে আপনারা সর্বক্ষেত্রেই কদর পাবেন। 

নতুন যোগাযোগ যেগুলোকে আপনাকে উৎসাহিত করতে পারে। সমস্ত ক্ষেত্রেই পরিকল্পনামাফিক আপনি কাজকর্ম করতে পারবেন। যেকোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট এনার্জি আপনার মধ্যে তৈরি হবে। একটি কথা মনে রাখবেন যেটি এই মুহূর্তে হওয়া সম্ভব নয় সেটিকে নিয়ে বেশি মনের মধ্যে রাখবেন না। যেকোনো ক্ষেত্রে সময় দিতে হয় সেই সময়ের সুফল অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রের মধ্যে নতুন চ্যালেঞ্জ অবশ্যই আপনাদের আসছে এবং সমস্ত চ্যালেঞ্জ আপনি নিজের ব্যক্তিত্ব দ্বারা বুদ্ধি দ্বারা কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারবেন।

এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই দেখাচ্ছে তবে ১৭ তারিখের পর আপনাদের রাশির অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে প্রবেশ করবে তথাপি এখানে বুথ আদিত্য যোগ তৈরি হবে। এটি ভালো যোগ। অতএব শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ দেখাচ্ছেনা। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন খুবই ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন এবং পড়াশোনার মধ্যে মনোযোগ রাখুন। আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো বলা যেতে পারে। বিবাহিত জীবন আপনাদের সম্পর্ক ভালো তবে পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে একটু আর্থিক ব্যয় ব্যয় এই নিয়ে একটু আপনাকে বিব্রত হতে হবে। তবে সাফল্য স্থানে এই যে গ্রহের অবস্থান যে কোন পরিস্থিতি আপনি পড়ুন না কেন সমাধান করতে পারবেন। ব্যবসা যারা করেন ভালো আপনাদের অর্থ রোলিং দেখাচ্ছে। স্বাধীন কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন নতুনভাবে নিজেকে তৈরি করা নতুনভাবে প্রেজেন্টেশন এগুলো আপনার মধ্যে থাকবে। 

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে পারেন। অনলাইন পরামর্শ পাবেন। 
MOB:9836308473


Gemini Horoscope July 2025//মিথুন রাশি

Gemini Horoscope 

 এই মাস আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আকস্মিকভাবে বহু ক্ষেত্রে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে।। এই ক্ষেত্রে সাময়িক আপনারা দিশাহারা হতে পারেন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিচলিত হতে পারেন। একটি কথা আপনারা অবশ্যই মনে রাখুন গুরুত্বপূর্ণ সময় নেওয়ার ক্ষেত্রে সঠিক সময় আপনাদের জীবনে চলছে। সেই কারণেই আপনাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

আপনার মধ্যে যথেষ্ট সৃজনশীলতা ধৈর্য বৃদ্ধি হবে। যে কোন সৃজনশীলতাকে অবলম্বন করে আপনি নিজের ভবিষ্যৎ হিসেবে সেটি দেখতে পারেন। আপনি যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেটি হতে পারে ব্যবসা অথবা নিজের ক্যারিয়ার সম্বন্ধে অথবা নিজের সন্তান বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেবেন। 

যেকোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্ম আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার অনেক ক্ষেত্রে ত্যাগ স্বীকার করবেন। যাহাই ব্যস্ততার মধ্যে আপনি থাকুন না কেন কর্মের মধ্যে যথেষ্ট নিয়োজিত আপনি থাকবেন। যেমন মানসিকতা নিয়ে চলছেন যেমন কর্মের মধ্যে মনোনিবেশ রয়েছে এই রকম মনোবৃত্তি নিয়ে অগ্রগতি রাখুন অহেতুক জীবনের চমৎকার হতে হলে সেটি যথেষ্ট ভাগ্য উচ্চ পর্যায়ে থাকতে হবে। 

শরীর স্বাস্থ্য আপনাদের মাধ্যম বড় ধরনের সমস্যা দেখাচ্ছেনা। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে যে সুযোগ গুলি পাবেন সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন মনোযোগ রাখতে হবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন একটু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আপনি আপনার পার্টনারকে সঠিক গাইডলাইন দিতে পারেন। ব্যবসা যারা করছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনাদের কর্মের দিকটা যথেষ্ট ভালো, সেটা হতে পারে স্বাধীন কর্ম বা কোথাও কর্মরত রয়েছেন সর্ব ক্ষেত্রেই আপনাদের ভালো সময় বলা যেতে পারে।

আপনারা যারা কোনরকম উপদেশ(consultancy) দিয়ে থাকেন এই রকম কর্মে যথেষ্ট নামের বিস্তার করতে পারবেন। আপনারা যারা বাণীর মাধ্যমে কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন নিজের নামের বিস্তার করতে চলেছেন। 

নিজের ভবিষ্যৎ জন্ম পত্রিকা বিচার করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন পরামর্শ দেওয়া হয়।
MOB:9836308473

কপালে আনন্দের ভাঁজ! বৃষ রাশি, July 2025: Taurus Horoscope

Taurus Horoscope 

 বৃষ রাশি কপালে আনন্দের ভাঁজ! দিনগুলি ভালোভাবে উপভোগ করবেন। 

বৃষ রাশি আপনাদের এই জুলাই মাস ২০২৫ সাল ভালো সময় ধরে নিয়ে চলতে পারেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটি সময় আছে বা বছরে একটি সময় আছে যে সময় নিজের পছন্দমত উপভোগ করতে পারবেন এবং পরিস্থিতি টাকে নিজের পছন্দমত করে তুলবেন। এরকমই পরিস্থিতিতে আপনারা বিরাজ করবেন এই জুলাই মাসে।

নিজের ব্যক্তিত্ব চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠবে। সমস্ত ক্ষেত্রে পরিস্থিতি অনুসারে আপনারা চলবেন। অনেক ক্ষেত্রে নিজের যোগ্যতা অর্জন করতে পারবেন। পূর্বের না হওয়া কাজ অগ্রগতি হবে এবং পরিস্থিতি অনুসারে কিভাবে সেই কাজ কিভাবে করা যায় সেই ভাবনাও মনের মধ্যে থাকবে। আর্থিক বিষয় সুনির্দিষ্ট চিন্তা ভাবনা রেখে পদক্ষেপ রাখতে দেখা যাবে। এক কথায় নিজের অর্থ নষ্ট করা নয় সঠিক ক্ষেত্রে সঠিক গাইডলাইন নিয়ে সঠিক পথে পদক্ষেপ রাখতে হবে যেখানে মুনা পাওয়ার জন্য হয়। এই বিষয়ে অনেক ক্ষেত্রে আপনারা বিচক্ষণতার পরিচয় দেবেন। যার ফলে আপনাদের সত্যিই কপালে আনন্দের ভাঁজ সেটি উপলব্ধি করা যাচ্ছে। যেকোনো কাজের ক্ষেত্রে সু-নির্দিষ্ট পথ না পেলে কোনরকম বলিদান করা আপনাদের ধাতে সইবে না।
নিজের বিষয়ে যেমন আপনি দায়িত্বশীল থাকবেন তেমনি আপনার আত্মীয়-স্বজন পরিবারবর্গ বন্ধু-বর্গ সবার প্রতিও দায়বদ্ধতা আপনার থাকবে। এই কারণে এই মাসে প্রিয় বন্ধু/বান্ধবী কে নিয়ে চিন্তা মনের মধ্যে থাকবে। যে কর্ম আপনাকে উচ্চতা নিয়ে যেতে পারে যে কর্ম আপনাকে সম্মান দিতে পারে সেই কর্মের মধ্যে যথেষ্ট আপনি ব্যস্ততা নিয়ে চলবেন। এটাই তো মানুষের একমাত্র পথ হওয়া উচিত। কারণ যে ক্ষেত্রে একটি মানুষ উন্নতি করবে যেক্ষেত্রে উচ্চতায় যাওয়া যাবে, সেই ক্ষেত্রে মনোনিবেশ করা যথেষ্ট ভালো।

এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কারণ এই মাসে আপনার রাশির অধিপতি গ্রহ 26 তারিখ পর্যন্ত রাশি অবস্থান করবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো। আপনার সামনে বহুমুখী সুযোগ আসতে চলেছে। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা ভালো ধরে নিয়ে চলতে পারেন। বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো, আপনার চিন্তা-ভাবনার সঙ্গে আপনার পার্টনারের চিন্তাভাবনার মিল একরকম থাকবে। ব্যবসা যারা করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। কর্মের জন্য যোগাযোগ বাড়িয়ে দিন হঠাৎ নতুন কোন কর্মের সুযোগ আসতে চলেছে।

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে অনলাইন পরামর্শ দেওয়া হয়।
MOB:9836308473

তক্ষক কালসর্প যোগের প্রতিকার, সিংহ রাশি "Leo Horoscope"

তক্ষক কালসর্প যোগ 

 কাল সর্প যোগ বিভিন্ন রকমের আছে। আজ মূলত আলোচনা করব সিংহ রাশির যারা রয়েছেন আপনাদের দিক থেকে যে কালসর্প যোগ তৈরি হয় সেটিকে বলা হয় তক্ষক কালসর্প যোগ। এর কি প্রতিকার করবেন সেটিও জানতে পারবেন


সিংহ রাশি থেকে সপ্তম ঘরে ছায়া গ্রহ রাহুর অবস্থান এবং রাশিতে ছায়া গ্রহ কেতু গ্রহের অবস্থান। আর অন্যান্য গ্রহের অবস্থান এই ছায়া রাহু ও কেতু গ্রহের মধ্যে অবস্থান করবে। তখন এটিকে বলা হয় তক্ষক কালসর্প যোগ।

জন্ম কালীন কুণ্ডলীতে অর্থাৎ যখন কোন জাতক-জাতিকা জন্মগ্রহণ করেন যদি জন্ম কুণ্ডলীতে এই তক্ষক কালসর্প যোগ থাকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিভিন্ন রকম সমস্যা উল্লেখ করা হয়েছে। সেগুলি হল-
  • ওই ব্যক্তি বর্গদ্বয় জীবনে ষড়যন্ত্রের শিকার হতে পারেন।
  • শারীরিক সমস্যা মাঝে মাঝে লেগেই থাকে। 
  • দাম্পত্য কলহ দেখা যায় বারংবার। 
  • ভালোবাসায় বিঘ্নিত হয়। বারংবার সম্পর্ক খারাপ হয়। 
  • বিবাহ ক্ষেত্রে দেরি সূচিত করে। 
  • ব্যক্তিগত ও সামাজিক সমস্যা দেখা দিতে পারে। এবার যে বিষয়টি আলোচনা করব। সেটা হল গোচরে এই মুহূর্তে অর্থাৎ ১৮ই জুন ২০২৫ থেকে এইরকম কাল সর্প যোগ তৈরি হচ্ছে। যার ফলে সিংহ রাশির আপনারা যারাই রয়েছেন। কয়েকটি বিষয়ে অবশ্যই আপনারা মেনে চলবেন। এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন বাজার বুঝে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন অথবা পণ্য তুলবেন বা স্টক রাখবেন। বিবাহ বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ বিপরীত দিকে আপনার কথা গুরুত্ব নাও দিতে পারে সে ক্ষেত্রে একটু বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন। অবশ্যই স্বাধীনভাবে প্রত্যেকটা ব্যক্তিকে চলার জন্য সাহস জোগাতে হবে তবে সেটা অবশ্যই ভালো পথ কিনা আপনাকে জয়েন করে তারপরে আপনার পার্টনারকে অর্থাৎ আপনার স্ত্রীকে বুঝিয়ে বলবেন। যারা বহুমুখী কোনরকম ইনকামে যুক্ত রয়েছেন ভালো করে সর্বক্ষেত্রে আপনাকে একটু বেশি পদক্ষেপ রাখতে হবে অথবা পর্যালোচনা করতে হবে। মনের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা একটা আপনাদের আসবে সেগুলোকে দূর করতে হবে। খুব সহজেই সব জিনিসটা যে পেয়ে যাবেন এরকম আত্মবিশ্বাস মনের মধ্যে রাখবেন না। এককথায় বলতে হলে অতিরিক্ত আত্মবিশ্বাস মনের মধ্যে আনবেন না। 
জ্যোতিষ শাস্ত্রে যেমন সমস্যা উল্লেখ করছে কিছু সমাধান এর পথ আছে। আপনারা এই সময় রাহু ও কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন অথবা শিবের পূজা করতে পারেন। রতন ধারণ করতে পারেন। এছাড়াও বিশেষ দান আপনারা করতে পারেন। এই প্রতিকার গুলির মধ্যে যে কোন একটি করলে অবশ্যই মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে। আপনারা অনেক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন। 

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। 
MOB:9836308473

শেষ নাগ কালসর্প যোগের প্রতিকার জেনে রাখুন! মীন রাশি "Pisces Horoscope"


 শেষ নাগ কালসর্প যোগ কীভাবে তৈরি হয় এবং এর কী উপায় আছে জেনে রাখুন।

এই যোগ অশুভ ফলদায়ক বলে মনে করা হয়। জন্ম কুণ্ডলীতে যদি কালসর্প যোগ থাকে তাহলে জাতক জীবনে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হন। কঠোর পরিশ্রম সত্ত্বেও কাঙ্খিত ফল লাভে ব্যর্থ হন। ভয়, উদ্বেগ, মানসিক অস্থিরতা তাঁদের নিত্যসঙ্গী। তবে, কালসর্প যোগের প্রতিকারও আছে। 

বর্তমানে মীন রাশি থেকে দ্বাদশ তম ঘরে ছায়া গ্রহ রাহু অবস্থান করছে আর ছায়া গ্রহ কেতু রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অন্যান্য সবকটি গ্রহ এই রাহু এবং কেতু গ্রহের এক দিকে অবস্থান করছে। এমত অবস্থায় একে কালসর্প যোগ বলা হয়ে থাকে। যেসব জাতক-জাতিকার জন্ম সময়ে এই যোগ তৈরি থাকে, তাদের যোগের ফলে যেসব নীতিগত বিষয়লি পূর্বে আলোচনা করা হয়েছে। ১৮ই জুন ২০২৫ সাল থেকে মীন রাশি বা লগ্নে যাদের জন্ম, তাদের এই কালসর্প যোগ তৈরি হচ্ছে।

যেহেতু সামরিকভাবে গোচরে তৈরি হচ্ছে এই শেষ নাগ কালসর্প যোগ সেই কারণে বিশেষ কয়েকটি বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন। নিজের সামর্থ্য অনুসারে চলার চেষ্টা করবেন অর্থাৎ আর্থিক ব্যয়ের দিকে একটু বেশি লক্ষ্য রাখবেন। যে কোন বিষয়ে অতিরঞ্জিত করে দেখাবেন না। যেখানে আর্থিক ব্যয়ের প্রশ্ন আসবে সেখানে ভালো করে বিবেচনা করবেন। যেকোনো ক্ষেত্রে অগ্রগতি রাখার ক্ষেত্রে আপনারা ভালোভাবে তথ্য সংগ্রহ করবেন। কারোর কথায় বেশি উৎসাহিত বা মোহিত হবেন না। কর্মক্ষেত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বীকে প্রতিযোগিতা হিসেবে দেখবেন এবং যেমন  ক্লাসমেট এবং বন্ধুর মধ্যে যেমন তফাৎ আছে।

কিছু প্রতিকার অবশ্যই করতে পারেন যা করলে সমসাময়িক বাধা থেকে আপনারা দূরে থাকবেন। এই সময়ের মধ্যে আপনারা শিবের পূজা করতে পারেন অথবা শিব মন্ত্র জপ করতে পারেন। রাহু এবং কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন। নাগ পূজা করতে পারেন। দরিদ্র এবং অভাবীদের দান করতে পারেন। এছাড়াও বিশেষ রত্ন ধারণ করলে ভালো ফলাফল পেতে পারেন।

নিজের জন্ম কুণ্ডলী ও ভবিষ্যৎ সম্বন্ধে জানার জন্য আপনি অনলাইনে যোগাযোগ করে পরামর্শ।

MOB:9836308473



শঙ্খ পাল কালসর্প যোগের প্রতিকার ! বৃশ্চিক রাশি//Scorpio Horoscope

শঙ্খ পাল কালসর্প যোগ

 শঙ্খ পাল কালসর্প দোষের প্রতিকার এবং এটি কীভাবে হয় জেনে রাখুন।

রাশিচক্রের চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু অবস্থান করলে, আর অন্যান্য গ্রহ যদি রাহু এবং কেতু এর একটি দিকে অবস্থান করে তবে একে শঙ্খ পাল কালসর্প দোষ বলা হয়ে থাকে। এই দোষের ফলে কিছু সমস্যা দেখা দেয়। তবে এর সমাধানও আছে, যা অবশ্যই আপনারা প্রতিবেদনে জানতে পারবেন।

বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত জাতক-জাতিকা রয়েছেন, আগামী ১৮ই জুন ২০২৫ তারিখ থেকে আপনাদের রাশি অনুসারে শঙ্খ পাল কালসর্প দোষ তৈরি হচ্ছে। এর ফলে আপনারা অবশ্যই কিছু প্রতিকার করবেন। প্রতিকার করলে নেগেটিভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন।

এই শঙ্খ পাল কালসর্প যোগ জাতকের জন্ম কুণ্ডলীতে উপস্থিত থাকলে যে নেগেটিভ বিষয়গুলো দেখতে পাওয়া যায় সেগুলি হল: 
পারিবারিক শান্তি বিঘ্নিত হয় পারে।
 হঠাৎ করে ভাগ্য এবং কর্মজীবনে অন্ধকার নেমে আসতে পারে।
 মানসিক চাপ ও আর্থিক সংকট দেখা দেয়।
 সম্পর্ক খারাপ হয়।

তবে এর কিছু ইতিবাচক দিকও দেখতে পাওয়া যায়। অবশ্যই আপনার জন্ম পত্রিকায় গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। ইতিবাচক দিকগুলো জেনে রাখুন, রাজনীতিতে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও ব্যক্তির জীবনে নানান ধরনের পরিবর্তন আসতে পারে।

এই শঙ্খ পাল কালসর্প দোষের কিছু প্রতিকার অবশ্যই আছে যা করলে মনের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি হবে এবং আপনি যে বিষয়ে বাধা পাচ্ছেন সেই বিষয় থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এই প্রতিকারগুলি জেনে রাখুন। বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন। ছায়াগ্রহ রাহু এবং কেতু গ্রহের বিশেষ পূজা ও মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়াও আপনি নাগ পূজা করতে পারেন। ভগবান শিবের জপ করতে পারেন। এগুলির মধ্যে যেকোনো একটি করতে পারেন, ভালো ফলাফল পাবেন।
নিজের জন্ম কুণ্ডলী বিশ্লেষণের জন্য যোগাযোগ করুন।
মোবাইল:9836308473

বাসুকী কালসর্প যোগ, ধনু রাশি কি উপায় করবেন? "Sagittarius"

Vasuki Kalasarpa Yoga 

 বাসুকী কালসর্প যোগের ফলে কি কি সমস্যা আসতে পারে? এছাড়াও কি প্রতিকার করলে সমস্যার সমাধান হতে পারে তাহা জেনে রাখুন।


ধনু রাশি বা লগ্নের যারা আছেন, ১৮ জুন ২০২৫ তারিখ থেকে তাদের গোচরে বাসুকী কালসর্প যোগ তৈরি হচ্ছে। অনেক জাতক জাতিকার জন্মকালীন কুষ্ঠিতে এইরকম যোগ তৈরি হয়। এই দুই ক্ষেত্রেই কী ধরনের সমস্যা আসতে পারে তাহা জেনে নেওয়া যাক। একটি হল সাময়িক সমস্যা আর জন্ম কুণ্ডলীতে থাকলে এটি দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করতে পারে।

জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত আছে যে, এই বাসুকী কালসর্প যোগের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। জীবনে স্থিতিশীলতা লাভ করতে, প্রচুর সংঘর্ষ করতে হয়। কোনও ক্ষেত্রেই চেষ্টা করলেই যে সফলতা আসবে তা হবে না। অনেক সময় ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। সন্তান ধারণ ক্ষেত্রে সমস্যা হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে। মাঝে মাঝে সংঘাতে জড়িয়ে পড়তে হয়। ভাই ও বোনের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর হয় না। অনেক সময় পূর্ব জন্মের কিছু অপ্রত্যাশিত সমস্যার প্রভাব এই দেখা দিতে পারে।

বিশেষভাবে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য গোচরে একটি যোগ, যার কারণে আপনি হয়তো কোন একটি কাজে যথেষ্ট পারদর্শী হওয়া সত্ত্বেও ঠিক সময়ে আপনি সঠিক কাজ করতে ব্যর্থ হতে পারেন। যারা বেকার আছেন তাদের বিষয়টা ভেবে নিয়ে তারপরে নতুন কোন ব্যবসা শুরু করলে যথেষ্ট ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজের কাজকর্মে আপনি নিজে মানসিক শান্তি নাও হতে পারেন।

যে প্রতিকারগুলি করলে এই ধরনের সমস্যা থেকে অনেকটা দূরে থাকতে পারেন সেগুলি হল: প্রথমত, শনির মন্ত্র জপ করতে পারেন। দ্বিতীয়ত, নাগ দেবতার পূজা করতে পারেন। তৃতীয়ত, কালসর্প দোষের মন্ত্র জপ করতে পারেন।

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী এখনো বিচার করেননি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে পরামর্শ দেওয়া হয়।
মোবাইল:9836308473

কুলিক কালসর্প যোগ, মকর রাশি কি উপায় করবেন, জেনে রাখুন/Capricorn Horoscope

কুলিক কালসর্প যোগ 

 মকর রাশি অথবা লগ্ন যাদের, তারা কুলিক কালসর্প যোগের কীরকম ফলাফল পাবেন এবং কী প্রতিকার করতে হবে জেনে রাখুন।


মকর রাশি অথবা লগ্নের যারা রয়েছেন তাদের গোচরে, কুলিক কালসর্প যোগ তৈরি হচ্ছে, ১৮ই জুন ২০২৫ থেকে। এই যোগের প্রভাবে আপনাদের জীবনে কী নেতিবাচক প্রভাব পড়তে পারে অথবা যদি ভালো ফল দেয়?


জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত আছে কীভাবে কুলিক কালসর্প যোগ কি কি নীতিগত বাধক ফলাফল প্রদান থাকে। আর্থিক সঞ্চয়ের সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন খুব একটা সুখকর হয় না। কর্মজীবনে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। হঠাৎ আর্থিক সমস্যা তৈরি হতে পারে। এমনকি সম্পর্ক ভেঙেও যেতে পারে। মনের মধ্যে মানসিক চাপ ও অস্থিরতা দেখতে পাওয়া যায়।


এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে, এগুলো সবই কি আপনার সঙ্গে ঘটতে থাকবে? বিষয়টা তেমন নয় কারণ আপনার লগ্ন ও রাশি ভেদে ভিন্ন ভিন্ন এবং গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। তবে অবশ্যই ঠিক যে রাহু ও কেতু গ্রহের একটি পাশে সমস্ত গ্রহের অবস্থান থাকলে তবেই এটি কালসর্প যোগ বলা হয়ে থাকে। আপনারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং জ্যোতিষ শাস্ত্রে যে উপায় গুলি অবলম্বন করবেন, তাহলে নেগেটিভ প্রভাব কমে যাবে আপনাদের জীবন থেকে।


এই কালসর্প যোগের কিছু ভালো দিকও আছে, সেটি হল— আপনাকে শক্তিশালী এবং যোগ্য ব্যক্তি করে তুলবে। অনেক ক্ষেত্রে আপনারা সমস্যা নিয়ে চলবেন, কিন্তু সেগুলি কিভাবে সমাধান করা যায় সেটি সর্বদা মনের মধ্যে থাকবে। এবং এই সমস্যা সম্মুখীন হতে হতে আপনি মানসিক ভাবে শক্তিশালী হয়ে উঠবেন। এছাড়াও এই যোগে ব্যক্তিকে প্রভাবশালী হতে দেখা যায়। এটি অবশ্য আপনার জন্ম কুন্ডলীতে গ্রহের অবস্থান অনুযায়ী করবে।


যাইহোক, আপনারা কিছু প্রতিকার জেনে রাখুন। যেকোনো একটি প্রতিকার করলে অবশ্যই মানসিকভাবে আপনার পজিটিভ এনার্জি আসবে এবং কিছু সমস্যা থেকেও আপনারা দূরে থাকবেন। রাহু এবং কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন। এই গ্রহ দুটির পূজা করতে পারেন। ভগবান শিবের আরাধনা করতে পারেন। বিশেষভাবে দরিদ্র ও অভাবি ব্যক্তিদের সাহায্য করতে পারেন।


নিজের বিষয়ে জানার জন্য আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পরামর্শ প্রদান করি 

MOB:9836308473

পদ্মনাভ কালসর্প যোগ ! তুলা রাশি/লগ্ন কি উপায় করবেন? Libra Horoscope

Padmanabha Kalasarpa Yoga


 তুলা রাশিতে এই মুহূর্তে গোচরে পদ্মনাভ কালসর্প যোগ তৈরি হচ্ছে। এর প্রতিকার আপনাকে করতে হবে? কোন বিষয়ে বাধা আসতে পারে? এই প্রতিবেদনে সেই বিষয়ে জানতে পারবেন।


প্রথমে জেনে রাখুন কালসর্প যোগ কেমনভাবে তৈরি হয়। যদি জন্ম কুণ্ডলীতে রাহু এবং কেতু গ্রহের এক পাশে সমস্ত গ্রহ থাকে তখন একে কালসর্প যোগ বলা হয়। এই মুহূর্তে তুলা রাশির জাতকদের জন্য যে কালসর্প যোগ তৈরি হয়েছে তাকে পদ্মনাভ কালসর্প যোগ বলা হয়। এই যোগ তৈরি হচ্ছে মূলত 18ই জুন 2025 তারিখ শুরু করে সারা মাস ধরে। যেহেতু এই যোগ তৈরি হচ্ছে তাই অল্প সময়ের মধ্যে এর প্রভাব দেখতে পাওয়া যেতে পারে আপনাদের জীবনে।


ছায়া গ্রহ রাহু অবস্থান করছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে এবং কেতু অবস্থান করছে আপনার রাশি থেকে একাদশ ঘরে। এই অবস্থানকে বলা হয় পদ্মনাভ কালসর্প যোগ। যদি পদ্মনাভ কালসর্প যোগ জন্মকালীন কুন্ডলিতে থাকে তাহলে কিছু বিষয় দেখা যায় তাহা হল, ভাগ্য বিপর্যয়, শিক্ষা ক্ষেত্রে সমস্যা, সন্তান সংক্রান্ত সমস্যা, যেমন সন্তান প্রাপ্তিতে সমস্যা, প্রেমের বিষয়ে সমস্যা, এমনকি সফলতা প্রায় আসে না।

জ্যোতিষশাস্ত্রে কিছু সমস্যার সমাধানও বর্ণিত আছে। এগুলি অবলম্বন করলে সমস্যা থেকে অনেকটা দূরে থাকা যায় অথবা জীবনে সমস্যা কম আসে। এই প্রতিকারগুলির মধ্যে একটি প্রতিকার হল যা আপনাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসতে পারে। রাহু ও কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন। এছাড়া বিশেষ পূজা করলে ভাল ফলাফল পাবেন। এছাড়া আপনারা ভগবান শিবের পূজা করলে ভালো ফলাফল পেতে পারেন। তদুপরি বিশেষ রত্ন ধারণ করলেও ভালো ফলাফল পাবেন।

আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান, অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে পরামর্শ দেওয়া হয়।

MOB:9836308473




মহাপদ্ম কালসর্প, কন্যা লগ্ন/রাশি ঝামেলা এড়িয়ে চলুন: Virgo Horoscope

মহাপদ্ম কালসর্প

 জ্যোতিষশাস্ত্রে, যেকোনো যোগ কিছু শুভ ফল নিয়ে আসে আবার কিছু ক্ষেত্রে অশুভ ফলাফলও নিয়ে আসে। এটি বেশি নির্ভর করে আপনার মনোভাবের ওপর, আপনি কোন ধরনের কর্ম করেন তার ওপর। সেই অনুসারে আপনি ফলাফল পাবেন।

আজ আলোচনা করব মহাপদ্ম কালসর্প যোগ সম্পর্কে। গ্রহের গোচরে এই মুহূর্তে ১৮ জুন ২০২৫ সালে কন্যা লগ্ন/রাশির জাতক-জাতিকাদের এই কালসর্প যোগ তৈরি হচ্ছে। আপনাদের যে কোন লগ্ন হতে পারে কিন্তু জন্মকালীন কুন্ডলী তে এই মহাপদ্ম কালসর্প যোগ থাকে তবে আপনারা কি ফলাফল পেতে পারেন তাহা এই প্রতিবেদনে জানতে পারবেন।

পূর্বেই আমি একটি কথা আপনাদের বলে দিয়েছি, জ্যোতিষ শাস্ত্রমতে প্রতিটি যোগ কিছু শুভ ফলাফল অথবা অশুভ ফলাফল নিয়ে আসে। এই মহাপদ্ম কালসর্প যোগ কিভাবে তৈরি হয় জেনে রাখুন। আপনার লগ্ন থেকে ষষ্ঠ ঘরে যদি ছায়া গ্রহ অবস্থান করে থাকে, আর অবশ্যই আপনার দ্বাদশ ঘরে কেতু অবস্থান করবে এবং অন্যান্য সব গ্রহ গুলি এই রাহু এবং কেতু গ্রহের মধ্যে অবস্থান করবে। তখন এটিকে বলা হয় মহাপদ্ম কালসর্প যোগ।

জন্ম কুণ্ডলীতে এই মহাপদ্ম কালসর্প যোগ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন জাতকের জীবনে শরীরের স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে। শত্রু থাকতে পারে। এছাড়াও অহেতুক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই মহাপদ্ম কালসর্প যখন শুভ কিছু ফলাফল প্রদান করে তখন এরকম জাতক-জাতিকার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি যথেষ্ট দেখতে পাওয়া যায়। সরকারি ক্ষেত্রে উচ্চপদে তারা থাকতে পারেন। রাজনীতির ক্ষেত্রে ভালো প্রভাব বিস্তার করতে পারবেন। যদি এই কালসর্প যোগ থেকে কোনও শুভ ফলাফল পেতে হয়, তাহলে অবশ্যই আপনার জন্মকালীন কুন্ডলী-তে অন্যান্য গ্রহের অবস্থান দেখে বিচার করতে হবে।

কন্যা লগ্নে অথবা রাশিতে যারা রয়েছেন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে মহাপদ্ম কালসর্প যোগ তৈরি হচ্ছে। এই মতো অবস্থায় আপনারা ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে কাজ আপনি প্রতিদিন করেন সেরকম কাজের মধ্যে নিয়োজিত থাকার চেষ্টা করবেন। অর্থাৎ নতুন করে ঝামেলা বা সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই কথাগুলি বলার কারণ হলো আপনারা যাতে পূর্বে থেকেই কিছু বিষয়ে সতর্ক অবলম্বন করেন।এই মহাপদ্ম কালসর্প যদি আপনাদের জীবনে ভালো ফলাফল নিয়ে আসে সেটা সত্যিই খুব আনন্দের বিষয় হবে। এটি হলে অবশ্যই কিছু সীমিত ব্যক্তির মধ্যে ভালো ফলাফল নিয়ে আসবে। 

এই মহাপদ্ম কালসর্প যোগের কিছু প্রতিকার আপনারা করতে পারেন। যেমন ভগবান শিবের পূজা করুন। রাহু ও কেতু-র পূজা করুন। আপনার জন্ম কুণ্ডলী অনুসারে রত্ন ধারণ করুন। এছাড়াও কিছু দান করলে ভালো ফলাফল পেতে পারেন।

নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে পরামর্শ প্রদান করা হয়।
MOB:9836308473






সাধ ভক্ষণ শ্রাবণ মাস ১৪৩২ বঙ্গাব্দ//2025


 আপনারা যারা মা হতে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

হিন্দু সনাতন ধর্ম যাঁরা অবলম্বন করেন তাঁরা একটি কথা নিশ্চয়ই জানেন যে শুভদিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। আপনারা ১৪৩২ বঙ্গাব্দে শ্রাবণ মাসে যখন শুভ দিন দেখে করবেন, অবশ্যই শুভ তিথি ধরে করার চেষ্টা করবেন।

🗓️:গর্ভাবস্থার রাশিফল শ্রাবণ মাস ২০২৫ | গর্ভবতী মায়েদের জন্য জ্যোতিষ পরামর্শ


মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় এই প্রথাটি চলে আসছে।
পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের প্রথম যে তারিখ পাওয়া যাচ্ছে সেটি হল পঞ্চামৃত সাধ ভক্ষণ, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ২৫ জুলাই ২০২৫ সাল। শুভ দিনটি হলো শুক্রবার। শুভ তিথিতে অপরাহ্ণ ৫ঃ২৭ মিনিটের মধ্যে সাধ ভক্ষণ করানোর চেষ্টা রাখবেন।

পরবর্তী যেদিন ধার্য করা হয়েছে পঞ্জিকা অনুসারে ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ,ইংরাজি ৪ আগস্ট ২০২৫ সাল। শুভ দিনটি হলো সোমবার। এই দিনে যে সময়ের মধ্যে কার্য করাবেন সেটি হলো সকাল ৮:৫২ থেকে ১০:০৮ মিনিট পর্যন্ত।

আপনারা যারা মা হতে চলেছেন অবশ্যই ভগবানকে স্মরণ করবেন এবং ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এটাই ভগবানের কাছে কামনা করি। 

  

📝 আপনার মন্তব্য লিখুন

  
                 

কুম্ভ রাশি, বর্তমান পরিস্থিতি আপনার অনুকূলে না ও যেতে পারে ! Aquarius Horoscope

Aquarius Horoscope 

 আমাদের প্রত্যেককে সময়কে গুরুত্ব দিয়ে চলতে হবে এবং সময় অনুসারে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।

সময় অনুসারে গ্রহের ক্রমবর্ধমান ঘূর্ণনের কারণে, কিছু শুভ যোগ এবং কিছু অশুভ যোগ তৈরি হয়। এই সময় কুম্ভ লগ্ন/ রাশির জাতকদের জন্য ১৮ই জুন ২০২৫ তারিখ থেকে পুরো মাসটাই এই যোগের প্রভাব থাকবে। কালসর্প যোগ তৈরি হচ্ছে। কুম্ভ রাশি অনুসারে এটিকে অনন্তনাথ কালসর্প যোগ বলা হয়ে থাকে। এর প্রভাবে আপনারা কিছুটা অনুকূল ফল পেতে পারেন।

এর প্রভাবে যেসব অনুকূল প্রভাব আপনার জীবনে আসতে পারে সেগুলি হল, সারা জীবন কষ্ট করে আসছেন এবং ভগবান হয়তো এবার মুখ তুলে দেখবেন, অথবা ভালো কিছু পাবেন এমন আশা মনের মধ্যে থাকবে এবং সেটি হওয়ার কাছাকাছি এসেও বিফল হতে পারে।


সাংসারিক জীবনে যাদের সমস্যা চলছে এই সময় তাদের সেই সমস্যাগুলি যথেষ্ট উৎকণ্ঠা নিয়ে চলবে। আপনার চিন্তাভাবনার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া পারেন না। সাহস করে কাউকে মনের কথা বলতে একটু ভয় পেতে পারেন। নিজের যতটুকু জ্ঞান আছে তার অনুসারে আপনি কর্মের মধ্যে চেষ্টা রাখবেন কিন্তু সেই অনুসারে ফল পেতে দেরি হবে।

কর্মের মধ্যে যথেষ্ট চাপ থাকবে। আর্থিক বিষয়টি নিয়ে একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি পাবে। আপনারা অন্য কারোর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারেন। আপনি ঠিক সিদ্ধান্ত নেবেন কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে অপরের সঙ্গে পরামর্শ করে ভুল সিদ্ধান্তের দিকে অগ্রগতি রাখবেন।

কিছু প্রতিকার আছে যা করলে অবশ্যই আপনি যে সমস্যা নিয়ে চলছেন সেটির সমাধান পেতে পারেন। এই সময় আপনাদের মন্ত্র জপ করবেন ॐ নমঃ শিবায়। এছাড়াও আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এতে ভালো ফল পাবেন। বিশেষ তিথিতে আপনারা উপবাস করতে পারেন এতে ভালো ফলাফল পেতে পারেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে তারা তাদের স্ত্রীকে আবার বিবাহ করুন (বিবাহ বার্ষিকী) পালন করুন। এছাড়াও আপনার রাশি এবং লগ্ন অনুসারে রত্ন ধারণ করতে পারেন তবে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেই ধারণ করবেন।

আপনার যারা বাড়িতে বসে নিজের জন্ম কুণ্ডলী বিচার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।

MOB:9836308473

আকস্মিক অর্থ পেতে হলে! When will you suddenly become rich? "Astrological analysis"

Astrological analysis

 আকস্মিক অর্থ কীভাবে পাওয়া যায়?


আমরা প্রত্যেকেই মনের মধ্যে অনেক কিছু ভোগ করতে এবং ভালো জিনিস উপভোগ করতে চাই, এইরকম চিন্তাভাবনায় রত থাকি। এই কারণে যেসব ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু অর্থ পাওয়া যায়, যেমন লটারি ইত্যাদি তে আমরা একটু আসক্তি হয়ে থাকি। কারণ প্রত্যেক ব্যক্তি মনে মনে সুখ ভোগ, আনন্দ উপভোগ, বৈভব সহ সমস্ত কিছু আশা রাখে। তবে একটি কথা আপনাদের অবশ্যই জানার প্রয়োজন আছে, আকস্মিকভাবে ধন প্রাপ্তির হতে হলে জন্ম কুণ্ডলীতে কিছু বিশেষ গ্রহের অবস্থান ভালোভাবে পর্যালোচনা করে দেখতে হবে।

আপনারা একটি বিষয় হয়তো লক্ষ্য করেছেন, আপনি হয়তো দীর্ঘদিন ধরে লটারি কিনছেন বা এরকম ক্ষেত্রে আগ্রহ আছে, কিন্তু কিছু আপনি পাচ্ছেন না বা আদৌ কিছু পাননি। আবার এমন ব্যক্তি আছে যারা এইরকম ক্ষেত্রে মাঝে মাঝেই পেয়ে থাকে। তাহলে এই বিষয়টা অবশ্যই আপনার জানা প্রয়োজন। কারণ আপনার যে রাশি, সেই ব্যক্তির ও হয়তো একই রাশি; তবুও এই রকম কেন? এই বিষয়টি নিয়ে নিজের মনের মধ্যে একটু প্রশ্ন করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তখন আপনি মনে মনে বলবেন, "ওই ব্যক্তির ভাগ্য ভালো"। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ওই ব্যক্তির ভাগ্য ভালো, আর এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি আপনার জন্ম কালীন কুন্ডলী তে গ্রহের অবস্থান নিয়ে।

অনেকগুলি গ্রহের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তবে বিশেষভাবে এই প্রতিবেদনে আমি আলোচনা করব ছায়া গ্রহ সম্বন্ধে। কারণ কলিযুগে ছায়া গ্রহ রাহুর প্রভাবে জীবনে আকস্মিক কিছু ঘটনা ঘটে। এটি হতে পারে লটারি জেতা অথবা জীবনে কোনও বড় পরিবর্তন। এই কারণে আপনার জন্ম কুণ্ডলী দেখুন, লগ্ন অনুসারে ছায়া গ্রহ রাহু কোন ঘরে অবস্থান করছে। কারণ এই ছায়া গ্রহ যদি আপনার জন্ম কুণ্ডলীতে ভালো অবস্থানে থাকে, তবে তাহা আপনাকে হঠাৎ কোনও কিছু দিতে পারে; আবার অবস্থান খারাপ থাকলে তাহা আপনাকে রাতারাতি বিপদে ফেলতে পারে। এছাড়াও, এই ক্ষেত্রে যেমন হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, জুয়া ইত্যাদি, এসবের প্রতি আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, যার ফলে অনেকেই সর্বস্বান্ত হয়ে যায়।


এই কারণে আপনারা নিজের জন্মকুণ্ডলী অনুসারে লগ্ন থেকে ৩, ৬, ১০, এবং ১১ নম্বর ঘরগুলি দেখুন যে ছায়াগ্রহ রাহু ঐ ঘরগুলিতে অবস্থান করছে কিনা। এর সঙ্গে দেখতে হবে ছায়াগ্রহ রাহুর সঙ্গে অন্যান্য কোনও গ্রহের অবস্থান আছে কিনা। কারণ ছায়াগ্রহ রাহু একা অবস্থান করলে যে ফলাফল দেয়, অন্য গ্রহের সঙ্গে যুক্ত থাকলে ঐ ঘরের ফলাফল যথেষ্ট বৃদ্ধি পায়। আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন যে, শুধু ছায়া গ্রহ রাহু দ্বারা লটারি বা আকস্মিক অর্থ লাভের বিচার করা হয় না, অন্যান্য গ্রহের দিকেও আপনাকে দৃষ্টিপাত করতে হবে। বিশেষভাবে যে গ্রহ বৈভব ও সুখ নিয়ে আসে সেই শুক্র গ্রহের দিকে আপনাকে দৃষ্টি রাখতে হবে অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছে দেখতে হবে। এছাড়াও আপনাকে দেখতে হবে মঙ্গল গ্রহ কোন ঘরে অবস্থান করছে।



শুধু ভালো ঘরে থাকলেই,হঠাৎ অর্থ  পাবেন এইরকম ধারণা নিয়ে চলবেন।  এরপর দেখতে হবে কোন গ্রহের মহা দশা আপনার চলছে কারণ এ ব্যাপারটা অনেকটা নির্ভর করে। এরপরেও আপনাকে দেখতে হবে গোচরে গ্রহের অবস্থান। তাহলেই আপনারা সঠিক ফলাফল পাবেন।

যদি আপনার জন্ম কুণ্ডলীতে এ ধরনের আকস্মিক ধন লাভের কিছু সম্ভাবনা থাকে তবে কোনও গ্রহের রত্ন ধারণ করলে অথবা কোনও উপায় করলে ধন লাভের সম্ভাবনা অনেকটাই থাকবে।

নিজের জন্মকুণ্ডলী বিচার করতে যোগাযোগ করতে পারেন। অনলাইনে পরামর্শ দেওয়া হয়।

মোবাইল: 9836308473

Pisces Horoscope June 2025//মীন রাশিফল জুন 2025


 মীন রাশির জুন ২০২৫ সম্ভাব্য রাশিফল


মাসের প্রথম দিকটা হঠাৎ কোনো ভালো যোগাযোগ আসতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো নিজের ঐকান্তিক প্রচেষ্টায় কিছু বিষয়ে আগ্রহ তৈরি হবে। এই দুই ক্ষেত্রেই যদি কোনো একটি আপনার জীবনে ঘটে তাহলে জানবেন এর ফলাফল আপনার শুভ দিক ইঙ্গিত করবে।

স্বাধীন কাজ যারা করেন এই মাসে আপনারা নিজের কাজটিকে আরও বিস্তার করতে পারবেন। আপনি যে কাজই করুন না কেন, সেই কাজের প্রতি আশাবাদী আপনি হয়ে উঠবেন। কোনও ক্ষেত্রে নিজেকে যদি কৃতিত্ব প্রদর্শন করতে চান যে কোন বিষয়ে আর্থিক ব্যয় করার আগে একটু ভাবনাচিন্তা করে ব্যয় করবেন। আমি এখানে বলতে চাইছি যে, কেবলমাত্র লাভবান হলেই আপনি সেই ক্ষেত্রে অর্থ ব্যয় করবেন।

শনি গ্রহের সাড়ে সাতি এর মধ্যে আপনারা রয়েছেন। সেই কারণে মনের মধ্যে যেকোনো বিষয়ে কাজ শুরুর আগে নেগেটিভ ভাবনা আনবেন না। কোনও বিষয়ে নিজের প্রতি আগে আস্থা রাখবেন। যেহেতু কর্মফল দাতা শনি তাই নিজের কর্মের প্রতি আস্থা রেখে আগ্রহ বৃদ্ধি করে অগ্রগতি বজায় রাখতে হবে। অন্যান্য ব্যক্তিদের থেকে কী সাহায্য পাবেন সেটা আগে চিন্তা করবেন না, আগে চিন্তা করবেন আপনি কতটুকু সেখানে নিজের কৃতিত্ব দেখাতে পারবেন সেটি নিয়ে চিন্তাভাবনা করা আপনাদের কাছে সব থেকে ভালো হবে।

কোন সমস্যাবহুল কাজে আপনি হঠাৎ করে অর্থ ব্যয় করতে যাবেন না। ন্যায্য পথে ব্যয় করলে সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হঠাৎ করে কারো সঙ্গে পরিচয় যার আপনার সঙ্গে খুব একটা জানাশোনা নয়, এরকম ক্ষেত্র থেকে কিছু সহযোগিতা পাওয়ার আগে একটু সেই ব্যক্তির সম্বন্ধে জানার চেষ্টা রাখবেন। আপনারা যারা কমিশন ভিত্তিক কোনো রকম কাজ করেন তাদের অবশ্যই এই সমস্ত ক্ষেত্র থেকে এই মাসে ভালো উপার্জন হতে পারে।

শরীরশাস্ত্র আপনাদের ভালো থাকবে তবে শনি গ্রহ দ্বারা নেগেটিভ প্রভাব কিছুটা থাকছে বলে যার কারণে সতর্কতা অবলম্বন করবেন। পড়াশোনা ক্ষেত্রে আপনাদের খুবই ভালো ফল পাবেন। বিশেষত যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা বিবাহের কথাবার্তা শুরু করতে পারেন, সময়টা বিবাহের জন্য ইঙ্গিত করছে। বিবাহিত জীবন আপনাদের মাঝারি বলা যেতে পারে। এই মাসে আপনারা পার্টনারের সাফল্যে যথেষ্ট গর্বিত অনুভব করবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য মাসের শেষে খুবই ভালো সময় আসছে।




স্বাধীন কর্মে যথেষ্ট আত্মতুষ্টি অনুভব করবেন। যারা হিসাব-নিকাশ সংক্রান্ত পারদর্শী তারা কোন নতুন কাজের জন্য যোগাযোগ রাখতে পারেন। এই মাসে আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে পারে আপনার ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো। এই মাসে কিছু অর্থ হাতে রাখার প্রবণতা থাকবে। যারা দৈনন্দিন আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার যতটুকু প্রাপ্তির আশা, ততটুকু না হলেও কিছুটা পাবেন।

নিজের বিষয়ে জানার জন্য আপনি অনলাইনে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
মোবাইল:9836308473