![]() |
কর্কট রাশি ২০২৬ |
🔹 রাশির সংক্ষিপ্ত পরিচিতি:
মেষ রাশি (২১ জুন – ২২ জুলাই) জন্ম হলে কর্কট রাশি। জল তত্ত্ব-সম্পন্ন একটি রাশি, যার অধিপতি গ্রহ চন্দ্র। ২০২৬ সাল এই রাশির জন্য কী বার্তা নিয়ে আসছে, চলুন জেনে নেওয়া যাক।
"This horoscope will be updated with more detailed predictions closer to the year 2026.”
🔸 সার্বিক বছর ভিত্তিক ভবিষ্যৎ (Overall Yearly Prediction):
২০২৬ সাল একটি স্মরণীয় সাল হতে চলেছে। যে কোন ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি যথেষ্ট প্রয়োগ করতে পারবেন। সেই কারণে সফলতার শীর্ষে আমরা থাকছেন। দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হতে পারে।
💼 কর্মজীবন ও ব্যবসা (Career and Business):
যে কোনো কর্মে আপনার মনোযোগ থাকবে। ছোট বড় যেমনই কর্ম হোক না কেন সবই আপনার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। নিজের কাজকর্ম কিভাবে পরিচালনা করতে হবে এবং সেটা কিভাবে আরো দূরে ছড়িয়ে দিতে হবে সেই ভাবনাটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। স্বাধীন কর্মের মধ্যে যুক্ত হতে চাইছেন তাহলে এই বছরটা আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলে। সেটা হতে পারে শিক্ষা ক্ষেত্র, উপদেশ মূলক, গঠনমূলক ইত্যাদি।
ব্যবসা ক্ষেত্রে কোন রকম কথা হবে না। যেকোনো ধরনের ব্যবসা ও বাণিজ্য যথেষ্ট ভালো। জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নতুন ব্যবসা শুরু করবেন বা আপনি ব্যবসা সঙ্গে যুক্ত আছেন দুই ক্ষেত্রেই আপনারা ভালো ফলাফল উপলব্ধি করতে পারবেন। সেই কারণে আপনারা যারা বেকার আছেন এই বছরে কোন ইনকামের ক্ষেত্রে আসতে চলেছেন। যেটা আপনার একটি বড় পরিবর্তন রূপে উঠে আসছে।
💰 অর্থ ও সম্পদ (Money and Finance):
বছরের মধ্যবর্তী সময়ে আর্থিক বিষয়টা নিয়ে যথেষ্ট আপনারা বুঝে শুনে পদক্ষেপ রাখবেন। এক্ষেত্রে আপনারা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করবেন। এর ফলস্বরূপ বছরের শেষার্ধে ভালো খেতে আপনারা ইনভেস্ট করবেন এরকম মানসিকতা নিয়ে চলবেন। কোন ক্ষেত্রে অর্থ রাখলে বা কোথায় ইনভেস্ট করলে সেই বিবেচনাটা যথেষ্ট আপনার নিয়ে চলবেন।
এই বছরের শুরুর দিকে আপনারা যারা ভূমি কিনবেন ভাবছেন যথেষ্ট ভালো সময়। এছাড়াও আপনারা যারা নিজস্ব কোন রকম গাড়ি কিনবেন এই বিষয়টা আপনার মনের মধ্যে যথেষ্ট আলোড়ন তৈরি করবে।
❤️ প্রেম ও বৈবাহিক জীবন (Love and Marriage):
এই বছরে আপনাদের জীবনে নতুন সম্পর্ক আসছে। যে সম্পর্ক আপনার মন ছুয়ে যাবে। সে সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক অথবা সে সম্পর্ক হতে পারে আপনাদের পরিবারের মধ্যে কোন নতুন অতিথি সন্তান রূপে আসতে পারে। এ ছাড়াও আপনাদের ভালবাসার সম্পর্ক যথেষ্ট ভাবে। আপনার পরস্পরকে যথেষ্ট সময় দেবেন।
বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আপনি নিজের মতন করে আপনার পার্ট নারকে বোঝাবার চেষ্টা রাখবেন। নিজের মনের মতন করে পাবনাতে গড়ে তুলবেন। আপনার দেখানো পথে আপনার আপনার পার্টনার চলবে। যে কোনো রকম সমস্যায় হোক না কেন আপনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে পারবেন। এই কারণে কোন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না আপনাদের বিবাহিত জীবনে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই ২০২৬ সাল উপযুক্ত বছর।
👨👩👧👦 পরিবার ও সামাজিক জীবন (Family and Social Life):
কোন শুভ কাজ করবেন ভাবছেন তাহলে এই বছরের শুরুর দিকে এইরকম ভালো যোগাযোগ আসবে। সেটা হতে পারে কারোর বিবাহ, গৃহপ্রবেশ, দেবতা প্রতিষ্ঠা। এই বছরে আপনারা কোনরকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ করবেন। জয় লাভের যে পুরস্কারটা হবে সেটি আপনার মন ছুয়ে যাবে। যথেষ্ট আনন্দ উপভোগ করবেন।
এই বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাকে অনেকে সাহায্যকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করবেন। নিজের কর্ম যজ্ঞে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন।
🧠 শিক্ষা ও প্রতিযোগিতা (Education and Competitive Exam):
মধ্যশিক্ষা ক্ষেত্রে অথবা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনার ভালো র্যাঙ্ক করতে পারবেন। এই বিষয়গুলি আপনার জীবনের সঙ্গে ঘটবে বছরের মধ্যবর্তী সময়ে। যেকোনো রকম প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে জয় লাভ শুধু সময়ের অপেক্ষা। কারণ সর্বক্ষেত্রেই আপনার দৃঢ় মানসিকতা নিয়ে চলবেন। যে ব্যক্তি দৃঢ় মান সিকতা নিয়ে চলে সফলতা অবশ্যই তার জীবনে আসে। এই বছরে আপনাদের মধ্যে ধার্মিক মানসিকতা থাকবে যথেষ্ট চোখে পড়ার মতো।
💪 স্বাস্থ্য ও রোগ (Health and Wellness):
দীর্ঘ দিনের কোন রকম সমস্যা থাকলে সেই সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। পরিবারের কোন সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য একটু বেশি আর্থিক ব্যয় হবে। ইউরিন সংক্রান্ত সমস্যা থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন।
☘️ প্রতিকার ও করণীয় (Remedies and Suggestions):
🔱 রাহু গ্রহের সহজ মন্ত্র (বাংলা উচ্চারণে) 🔱
"ওঁ রাহবে নমঃ"
"ওঁ রাঁ রাহবে নমঃ"
📿 জপ সংখ্যা: প্রতিদিন অন্তত ১০৮ বার জপ করুন।
🌑 উপকারীতা:
- রাহুর কু-প্রভাব থেকে রক্ষা পেতে
- জীবনের হঠাৎ ওঠানামা ও বিভ্রান্তি কাটাতে এছাড়াও হঠাৎ করে আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করতে হলে
- কালসর্প দোষ নিরসনে সহায়ক
📅 শুভ তারিখ ও মাস (Lucky Dates and Months):
সবথেকে শুভ মাস অক্টোবর ২০২৬ সাল। শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের ২,৭,১১,১৬,২০,২৫,২৯ অবশ্যই দেখতে হবে এই দিনগুলোতে চন্দ্রের অবস্থান কেমন তাহলেই আপনার ভালো ফলাফল পাবেন।
🔚 উপসংহার (Conclusion):
২০২৬ সালের যে রাশিফল উপস্থাপন করা হয়েছে, গ্রহের গোচর অনুসারে জ্যোতিষ বিচার বিশ্লেষণ করা হয়েছে। এই কারণে আপনারা সম্ভাব্য ফলাফল হিসেবে দেখার চেষ্টা রাখবেন। সম্পূর্ণ নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না।
☎️ আপনারা যারা নিজেদের জন্ম কুণ্ডলী বিচার করে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন পরামর্শ দেয়া হয়।
Online consultancy
MOB:9836308473
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন