ASTROLOGY

Featured Post

অরন্ধন (রান্না পূজা) | গ্রাম বাংলার ঐতিহ্য

🔮 রাশিফল 📅 আজকের রাশিফল 📖 জ্যোতিষ 🎲 লটারি 🪔 হিন্দু উৎসব 🛕 পূজা ও বিধি 🌐 English Zone অরন্ধন (রান্না পূজ...

জনপ্রিয় পোস্টসমূহ

আনাড়ি সময়ে বিবাহ করলে যা হওয়ার তা হবে! ( Indian astrological predictions )



আনাড়ি সময়ে বিবাহ করলে যা হওয়ার তা হবে! ( Indian astrological predictions )
 

আমরা অনেকেই বিবাহের ক্ষেত্রে রীতিনীতি মেনে চলি না এর ফলস্বরূপ তাহা আমাদের জীবনে ঘটতে থাকে। 

জ্যোতিষ শাস্ত্রে বিবাহের ক্ষেত্রে অষ্ট-কূট গণনা করা হয়ে থাকে। এখানে একটি কথা উল্লেখ করে রাখি, এই অষ্ট-কুট গণনা করতে হলে অবশ্যই পাত্র এবং পাত্রীর সঠিক জন্ম তারিখ, মাস, বছর, সময় থাকতে হবে। তাহলে ই সঠিক তথ্য পাবেন। 

এছাড়াও যেগুলো আপনাকে মেনে চলতে হবে:-

বিবাহ বার নিয়ম: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র এই চারি বারে বিবাহ দিলে কন্যা সৌভাগ্যশালী হয় এবং রবি মঙ্গল শনিবারে বিবাহ দিবে কন্যা কূলটা হয়। রাত্রিতে বার দোষ হয় না। বিশেষত: রবি, মঙ্গল ও শনিবারে একেবারেই বার দোষ থাকে না।


তিথি: অমাবস্যা তিথিতে কদাচিৎ বিবাহ করবেন না অথবা দেবেন না। 

বিবাহের মাস নিষেধ: আষাঢ় মাসে বিবাহ হইলে কন্যা ধনধান্য ভোগ্যরোহিতা। শ্রাবণ মাসে মৃতবৎসা, ভাদ্র মাসে ব..., আশ্বিন মাসে মৃত্যু, কার্তিক মাসের রোগ যুক্ত, পৌষ মাসে আচারভ্রষ্টা ওই স্বামী বিয়োগিনী, চৈত্র মাসে কন্যা, মদনোন্মতা হয়। অন্যান্য মাসে বিবাহ কন্যা প্রতিব্রতা ঐশ্বর্য যুক্ত হয়। তবে এখানে অন্যান্য মতামত অবশ্যই আছে পরক্ষণীয়া পক্ষে চৈত্র ,পৌষ ব্যতীত অন্য ১০ মাস শুভ। 



এরকম কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। আমরা পরবর্তী ক্ষেত্রে শুধুই দুঃখ করতে থাকি আমার জীবনে এইরকম হলো। সেই কারণেই আপনারা সমস্ত আচার অনুষ্ঠান এবং কিছু আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে পজিটিভ এনার্জি যখন থাকবে সেই সময় যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখময় ও আনন্দময় হয়ে উঠবে। 

উপরের সমস্ত বক্তব্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে আলোচনা করা হয়েছে। আপনারা বিবাহ করার আগে অবশ্যই জন্ম কুণ্ডলী বিচার করিয়ে নিতে পারেন। বিবাহ যখন সম্পন্ন করবেন শুভ তিথিতে করবেন। 

"এরকম তথ্য জানার জন্য অবশ্যই follow করে রাখবেন"

আপনাদের বিবাহিত জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠুক, ভগবানের কাছে এটুকুই কামনা করি।

Online Consultancy 

MOB:9836308473

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন