MANU

Astrologer Sukanta Manna

🌐 Site Info / সাইট তথ্য

আজকের রাশিফল ৪ নভেম্বর ২০২৫ Today Horoscope in Bengali | Daily Horoscope by Astrologer Sukanta Manna


তারিখ: ৪ নভেম্বর ২০২৫ 
Date: 4 November 2025

আজকের রাশিফল | Daily Horoscope

আজকের দিনটি আপনার জীবনে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। নিচে বারোটি রাশির বিস্তারিত ভবিষ্যৎফল দেওয়া হলো 👇


♈ মেষ (Aries)

আজ কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন। যে ক্ষেত্রে সমস্যা রয়েছে সেটি সমাধান করার পূর্ণ মানসিকতা আপনার মধ্যে থাকবে। বকেয়া টাকা উদ্ধার করবেন। যাদের নার্ভের সমস্যা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন।

♉ বৃষ (Taurus)

অর্থনৈতিক দিক ভালো থাকবে, তবে অতিরিক্ত ব্যয় থেকে সাবধান। সফলতা অনেক ক্ষেত্রেই নির্দেশ করছে। ব্যবসা যারা করেন দিনটি ভালো যেতে পারে। স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখতে পাওয়া যাবে। আজকের দিনে কেউ আপনাকে আকর্ষণ করতে পারে। তার কাছে আপনি একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারেন।

♊ মিথুন (Gemini)

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত হবে। যোগাযোগ দক্ষতা সাফল্য এনে দেবে। কর্মক্ষেত্রের মধ্যে যোগাযোগ আসবে। যারা স্বাধীন কর্মের মধ্যে যুক্ত রয়েছেন অনেক প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বের সম্মুখীন হতে হবে। পারিবারিক ক্ষেত্রেও দায়িত্ব বৃদ্ধি হতে পারে।

♋ কর্কট (Cancer)

পারিবারিক শান্তি বজায় থাকবে। পুরোনো সমস্যা সমাধানের সম্ভাবনা। দূর থেকে যোগাযোগ আসতে পারে যেটা আপনাকে আনন্দ দিতে পারে। ভালোবাসার প্রস্তাব দেবার ইচ্ছা মনের মধ্যে থাকবে। সন্তান থাকলে সন্তানকে নিয়ে গর্ব অনুভব করতে পারেন। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন ভালো তবে মনোযোগ আলো রাখতে হবে।

♌ সিংহ (Leo)

আজকের দিনটি সৃজনশীল কাজে অনুকূল। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। অনেক ক্ষেত্রে আপনারা ত্যাগ করবেন । যেখানে সম্পর্ক উন্নতি হবে সেখানে অবশ্যই আপনারা স্যাক্রিফাইস করবেন।  পারিবারিক সম্পত্তি বিক্রি করে লাভবান হতে পারেন।

♍ কন্যা (Virgo)

আর্থিক পরিকল্পনা কাজে আসবে। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হোন। নতুন যোগাযোগ আসবে। নিজের চেষ্টায় অনেক উন্নতি করতে পারবেন। যারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে লেখা ,আঁকা অথবা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন দিনটি যথেষ্ট ভালো।

♎ তুলা (Libra)

কর্মস্থলে সম্মান বৃদ্ধি পেতে পারে। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন। আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন। কথার উপরে নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন। আপনার সমস্ত চিন্তা থাকবে দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে।

♏ বৃশ্চিক (Scorpio)

নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। নিজের অনুভূতিতে বিশ্বাস রাখুন। মনের মধ্যে অতিরিক্ত আশা রাখবেন না। সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না। যেখানে আপনি সংযুক্ত হলে যদি উন্নতি হয় অবশ্যই সেখানে যুক্ত হবেন।

♐ ধনু (Sagittarius)

ভ্রমণের সম্ভাবনা আছে। নতুন অভিজ্ঞতা লাভ করবেন। কর্মক্ষেত্র অথবা যদি ব্যবসা করেন চিন্তাভাবনার সময় এসেছে। সঠিক পরিকল্পনা যদি থাকে তাহলে আপনারা অগ্রগতি রাখতে পারেন। নতুন করে যদি ঋণ নেওয়ার পরিকল্পনা থাকে তাই পরিকল্পনা সঠিক রাখুন।

♑ মকর (Capricorn)

অর্থ ও কর্মজীবনে উন্নতির যোগ। আত্মবিশ্বাসই আপনার শক্তি। নিজের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। অযাচিত কিছু ভালো বিষয় আপনাদের সামনে আসতে চলেছে। যে ভালো বিষয়টা আসবে সেটা আপনাকে আনন্দ দিতে পারে। ভালোবাসার সম্পর্ক খারাপ থাকলে উন্নতি হবে।

♒ কুম্ভ (Aquarius)

পরিবারে আনন্দ আসতে পারে। কাজের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব। কথার মাধ্যমে সমস্ত ক্ষেত্রে সমাধান হবে। যারা কোনরকম উপদেশমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন দিনটি যথেষ্ট ভালো।

♓ মীন (Pisces)

আজ মানসিক প্রশান্তি পাবেন। সৃজনশীল চিন্তা সফলতা আনবে। জীবনে চলার পথে বাধা-বিপত্তি থাকে। কোন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হলে কেউ শুভাকাঙ্ক্ষী আপনাকে সাহায্য করতে পারে। আজ প্রিয়জনের উপদেশ আপনার কাজে লাগতে পারে।


✡️ আগামী দিনের রাশিফল পড়ুন 👉lআজকের রাশিফল | Daily Horoscope 5 November 2025 – জানুন আজকের ভাগ্যফল 🔮


🔮 টিপস: প্রতিদিন রাশিফল পড়ে নিজের দিনকে সুন্দরভাবে পরিকল্পনা করুন। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩

লিখেছেন: Astrologer Sukanta Manna

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন