MANU

Astrologer Sukanta Manna

🌐 Site Info / সাইট তথ্য

16 November 2025 Daily Horoscope Today | চন্দ্রের অবস্থান ও আজকের রাশিফল

১৬ November 2025 Daily Horoscope Today | চন্দ্রের অবস্থান ও আজকের রাশিফল


🟣 ১৬ নভেম্বর ২০২৫ – আজকের রাশিফল 🟣

👉 আপনার নিজের লেখা এখানে দিন: Astrologer Sukanta Manna 


🔵 আজকের চন্দ্রের অবস্থান

আজ চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে। চন্দ্রের এই অবস্থান মানসিক অনুভূতি এবং অস্থিরতা থাকতে পারে। যেকোনো কাজের ক্ষেত্রে মনের মধ্যে একটি টেনশন কাজ করবে। এর মধ্যে কিছু অহেতুক টেনশন থাকবে।


🔶 মেষ রাশি (Aries)

 যে বিষয়গুলো আপনার জীবনে সমস্যা তৈরি করছে তার একটি সঠিক সমাধান করার দিকে অগ্রগতি রাখবেন। আজ অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে বেশিরভাগটাই কিন্তু নিজের পক্ষে আপনি নিয়ে আসতে পারবেন। শুধু মনে রাখবেন পূর্বে যে কারণে আপনি বাধা পেয়েছিলেন দ্বিতীয়বার সেই বিষয়টা নিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা আনবেন না।

🔶 বৃষ রাশি (Taurus)

 পারিবারিক কোনো রকম সমস্যা যেটা আপনাকে মাঝে মাঝে চিন্তায় ফেলে দিচ্ছে। এইরকম বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা নিজের অর্থ ঠিকই বুঝে নিতে পারবেন সেই কারণে সে ব্যবসা ক্ষেত্রের মধ্যেই ইংরেজ থাকুক অথবা কোথাও আপনি ইনভেস্ট করেছিলেন তার পূর্ণাঙ্গ ফলাফলের দিকে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ থাকবে।

🔶 মিথুন রাশি (Gemini)

 যে কোন কাজের ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। পূর্বে কোন অভিজ্ঞতা আছে বলে দ্বিতীয়বার সেই একই পদ্ধতি অবলম্বন করে যদি ভাবেন আপনি কৃতকার্য হবেন তাহলে ভুল করছেন। অন্যান্য ব্যক্তির পরামর্শ নেবেন তবে শেষ পরিকল্পনা যেন আপনার থাকে।

🔶 কর্কট রাশি (Cancer)

 ভাগ্য দেবতা আপনার সঙ্গেই থাকছেন তাই যে কোন রকম ভুল সিদ্ধান্ত আপনি নিজেই শুধরে নেবেন। কোন অদৃশ্য শক্তি আপনার সঙ্গে কাজ করবে। আপনি হয়তো ভুল করলেন পরবর্তী ক্ষেত্রে দেখবেন কোন কারনে অথবা কারো সহযোগিতায় সেটি ঠিক হয়ে যাবে।

🔶 সিংহ রাশি (Leo)

 সমস্ত ক্ষেত্রে ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না যে কোন কাজের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। জেট যেখানে আপনার মন সায় দিচ্ছে না সেই কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। আপনার ভালো চায় এরকম কোন ব্যক্তি যদি পরামর্শ দেয় তার পরামর্শটা একবার ভেবে দেখবেন।

🔶 কন্যা রাশি (Virgo)

 আজ আপনার কর্মকান্ড সমস্ত সফলতার দিকে ইঙ্গিত করছে। এতটাই মনের মধ্যে যে থাকবে যতক্ষণ না কাজ শেষ হচ্ছে সেখান থেকে নিজেকে আপনি সরিয়ে রাখবেন না। নিজের কর্মের প্রতি আস্থা থাকছে। যা কিছু করবেন নিজের আত্মবিশ্বাস এবং নিজের যোগ্যতা অনুসারে করতে পারবেন।

🔶 তুলা রাশি (Libra)

 আজ আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। বাণীর মধ্যে তির্যক এবং বুদ্ধিমত্তার পরিচয় দেখতে পাওয়া যাবে। আপনারা যারা অকালতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন দীর্ঘক্ষণ কোন একটি কেস নিয়ে স্টাডি করতে দেখা যাবে। আপনারা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার বাণীর মধ্যে আপনার নিজের প্রেজেন্টেশন যথেষ্ট ভালোভাবে ফুটে উঠবে।

🔶 বৃশ্চিক রাশি (Scorpio)

 আটটার মধ্যে কি গুণগত মান আছে সেটি আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি একান্তে বসে চিন্তা আপনার বিষয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নতুন করে পরিকল্পনা করতে পারেন।

🔶 ধনু রাশি (Sagittarius)

যারা সুযোগ সন্ধানী আছেন আজকের দিনটা ব্যবহার করতে পারেন। কারণ আজকের দিনে তারপর একটু চেষ্টা ভালো যোগাযোগ তৈরি হতে পারে। আপনিও আজকের দিনে কোন পার্টিকুলার বিষয়ের প্রতি যথেষ্ট সময় দেবেন।

🔶 মকর রাশি (Capricorn)

 নিজের উপরে আস্থা রাখতে হবে। অপরের প্রতি বেশি নির্ভরশীল না হওয়াটাই ভালো। ভগবান কাউকে তখনই সাহায্য করে যখন সেই ব্যক্তি নিজের উপরে আস্থা রেখে কোন কিছু কাজের প্রতি আগ্রহ রাখে। সেই কারণে আগে নিজের প্রতি আস্থা বাড়িয়ে তুলুন।

🔶 কুম্ভ রাশি (Aquarius)

 পূর্বের কোন বিষয় আপনি সহজে ইগনোর করতে পারবেন না। যদি সত্যিই আপনি ভুল করে থাকেন তার সমাধান আপনাকেই করতে হবে। কারণ সমস্যা থাকলে সমাধান করতে হয় মুখ ফিরিয়ে যদি চলে যান তাহলে সেটা থেকেই যায়।

🔶 মীন রাশি (Pisces)

 দেব ভক্তি আপনার মধ্যে যথেষ্ট থাকবে। কোন ধর্মীয় স্থানে ইচ্ছা মনের মধ্যে যথেষ্ট থাকবে। পারিবারিক অথবা বিবাহ ক্ষেত্রে কোন সমস্যা মধ্যে যদি পারেন চেষ্টা রাখবেন যতটুকু চুপ থাকা যায় সেটাই আপনাকে মঙ্গলজনক হবে।


👉 এই রাশি ফলটি দৈনিক চন্দ্র রাশি ভিত্তিক সাধারণ পূর্বাভাস। ব্যক্তিগত ভবিষ্যৎ জানার জন্য জন্ম-কুন্ডলী বিচারই সবচেয়ে নির্ভুল। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

✨ প্রতিদিনের রাশিফল পড়তে আমাদের ব্লগ ভিজিট করুন ✨

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন