তারিখ: ৭ নভেম্বর ২০২৫
Date: 7 November 2025
আজকের দিনটি আপনার জীবনে নতুন সম্ভাবনা ও পরিবর্তন নিয়ে আসতে পারে। নিচে বারোটি রাশির বিস্তারিত ভবিষ্যৎফল পড়ে জেনে নিন 👇
♈ মেষ (Aries)
নিজের বিষয় দুঃখের বিষয় সেগুলো নিজের ব্যক্তির কাছে বলার প্রবণতা থাকবে। অনেক ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাটাকে কাজে লাগাবেন। আর্থিক বিষয়ে বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে। যে ক্ষেত্রে পরবর্তীতে আপনি লাভবান হতে পারেন সেই ক্ষেত্রেই আগ্রহ দেখা যাবে।
♉ বৃষ (Taurus)
নিজের মনের ইচ্ছা কর্মকাণ্ড বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে দেখা যাবে। আজ সম্পর্কের উন্নতি হবে। ব্যবসা পেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বৈবাহিক সূত্রে লাভবান হতে পারেন।
♊ মিথুন (Gemini)
দূর থেকে কোন সংবাদ আসার ফলে মনটা বিচলিত হতে পারে। যে বিষয়ে আপনি লাভবান হতে পারেন সেই বিষয়ে অগ্রগতি রাখাই ভালো। হয়তো কারোর বিষয়ে বেশি আগ্রহ দেখাবেন না। আজ হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে কোন ডিসিশন নেবেন না।
♋ কর্কট (Cancer)
আজ আপনার জন্য একটি ভালো দিন অপেক্ষা করছে। কাঙ্খিত আশাপূর্ণ হতে পারে। আজ আপনাদের সর্বক্ষেত্রেই প্রয়াস রাখা উচিত হবে। কারণ ভালো সময়ে ভালো কিছু চেষ্টা রাখতে হয়। শুভ সময়ের ফলাফল পেতে হলে শুভ সময় চেষ্টা রাখতে হবে। আজ আপনার নামের সুনাম বৃদ্ধি হতে পারে।
♌ সিংহ (Leo)
দূর থেকে যোগাযোগ আসতে পারে। যোগাযোগটা আপনাদের কর্মের দিক থেকে হতে পারে অথবা পরিবারের মধ্যে কোন শুভ কাজ করবেন এই বিষয়ে যোগাযোগ আসতে পারে। আজ কর্ম পাগল হয়ে উঠবেন। যারা অনলাইনে কর্মকাণ্ড শুরু করবেন ভাবছেন আজকের দিনটা চয়ন করতে পারেন।
♍ কন্যা (Virgo)
পূর্বের না হওয়া কাজ আজকের দিনে দেখবেন হঠাৎ করে সেখান থেকে সুসংবাদ আসছে। আপনার চেষ্টা সেটা এপ্রুভাল হচ্ছে। কারণ ভাগ্য দেবতা আপনার সহায় থাকবেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আরো মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।
♎ তুলা (Libra)
আজ সামান্য কারণে মনের মধ্যে দুশ্চিন্তা আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটা খুব একটা খারাপ নয়। যদি অর্থ কোথাও পেতেন তাহলে চেষ্টা রাখতে পারেন। পারিবারিক দিক থেকে আর্থিক লাভবান হতে পারেন। শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন ঠিকমতো ঔষধ সেবন করবেন।
♏ বৃশ্চিক (Scorpio)
বিবাহিত জীবনে আপনাদের মধ্যে আরও ভালোবাসা দেখতে পাওয়া যাবে। যারা বেকার আছেন একটি ইনকামের ক্ষেত্রে আসতে চাইছেন চিন্তাভাবনা করতে পারেন। যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে একটু চেষ্টা বাড়িয়ে দেবেন যোগাযোগ আসতে পারে।
♐ ধনু (Sagittarius)
দীর্ঘদিন ধরে কোন একটি সমস্যা আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছিল সেখান থেকে অব্যাহতি মিলবে। যারা ইনস্টলমেন্টে অথবা ইএমআই কোন পণ্য কিনেছেন তার প্রিমিয়াম দিতে হবে এই নিয়ে একটু দুশ্চিন্তা মনের মধ্যে থাকতে পারে। আজ আপনার পার্সোনাল জীবনে যেকোনো সমস্যায় থাকলে কারো সঙ্গে পরামর্শ করতে পারেন।
♑ মকর (Capricorn)
ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন দিনটি খুবই ভালো বিবাহের জন্য আপনারা চিন্তা-ভাবনা করতে পারেন। মনের মধ্যে যথেষ্ট আনন্দ থাকবে। সমস্যা সমস্যার জায়গায় থাকবে সাময়িক আনন্দ আপনারা অবশ্যই ভোগ করতে পারবেন।
♒ কুম্ভ (Aquarius)
পারিবারিক কোনো সমস্যা থাকলে সেটি বৃদ্ধি পেতে পারে। পরিবারের মধ্যে যারা কর্ম করেন নতুন চিন্তা ভাবনা রাখতে হবে। এক কথায় বলতে হলে পুরানো রীতি নীতি ত্যাগ করতে হবে। পরিবারে কোন শুভ মঙ্গল কাজের জন্য কোথাও থেকে সম্পর্ক আসতে পারে।
♓ মীন (Pisces)
আজ নতুন যোগাযোগ মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে। নিজের চেষ্টায় নিজের উন্নতি করতে পারবেন। কোন সম্পর্ক থেকে লাভবান হতে পারেন। আজ আপনাদের জন্য নতুন একটি পথ প্রশস্ত হচ্ছে
🔮 টিপস: আজ যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত রাখুন। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
লিখেছেন: Astrologer Sukanta Manna

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন