আজকের রাশিফল ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার: বাংলা রাশিফল
-: আজকের দিনটি কেমন যাবে:-
♈ মেষ রাশি: আকস্মিক ভাবে কিছু যোগাযোগ আসতে পারে। এই যোগাযোগ কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তারা নতুন কিছু করার বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করবেন।
♉ বৃষ: প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে জয়লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দৃঢ়তা বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ প্রাপ্তি হতে পারে।
♊ মিথুন: মনের মধ্যে অতিরিক্ত আশা কম রাখুন। যথেষ্ট শক্তি থাকবে। আপনার শক্তি সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। ভালো বাসার প্রস্তাব পেতে পারেন, তবে সঠিক ব্যক্তিকে চিনতে হবে।
♋ কর্কট: যেকোনো ক্ষেত্রে পূর্বেই ভালোভাবে আলোচনা করে নিন। শেষ মুহূর্তে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। কোনো পুরনো জিনিস কেনার ক্ষেত্রে ভালো ভাবে যাচাই করে নিন।
♌ সিংহ: যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করবেন। সম্পর্কের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে পদক্ষেপ নিন। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লাভ হবে।
♍ কন্যা: মনের মধ্যে কেউ অতিরিক্ত আশা নিয়ে আসবে। বাস্তবতার ভিত্তিতে চিন্তা ভাবনা করুন। অহেতুক কারো কথায় উৎসাহিত হবেন না।
♎ তুলা: সবাইকে সহজে বিশ্বাস না করাই ভালো। সত্যি কারের সাহায্যকারী ব্যক্তি হলে তবেই তাকে উপকার করুন। নিজের কাজকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করুন।
♏ বৃশ্চিক: দূর থেকে কোনো সংবাদ বিচলিত করতে পারে। পূর্বেই সমস্ত কাজ নির্ধারণ করে রাখুন। প্রয়োজনে একটি নোট তৈরি করুন।
♐ ধনু: যে পর্যায়ে রয়েছেন, সেই পর্যায় ধরে রাখার চেষ্টা করুন। যে কাজ করে আপনি মানসিক সন্তুষ্টি অনুভব করেন, সেই কাজ আগে করে রাখুন।
♑ মকর: কর্মক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে, যথারীতি সেই দায়িত্ব আগে পালন করুন। কারণ আপনার একটি ভুল পরবর্তীকালে সমস্যা নিয়ে আসতে পারে। কথা বলার সময় একটু গুরুত্ব সহকারে বলুন।
♒ কুম্ভ: দূর থেকে অনেক কিছু মনে হয়। আপনি যখন সেই ক্ষেত্রে যাবেন, তখন বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আজ যেকোনো ক্ষেত্রে দূর থেকে অনুমান করবেন না।
♓ মীন: মনের মধ্যে অস্থিরতা কম রাখুন। আজ না হলেও কাল বাস্তব জীবনে মুখোমুখি হতেই হবে। যেকোনো ঘটনায় বিচলিত হবেন না। শান্ত মনে সমাধান করার চেষ্টা করুন।
👉 আগামীকালের রাশিফল জানুন - lআজকের রাশিফল ১৯ নভেম্বর ২০২৫, বুধবার: Bangla
আপনারা যারা নিজের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন।
Online Consultancy
MOB:9836308473

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন